ETV Bharat / state

হেলমেট ছাড়াই বেপরোয়া বাইক, মৃত 2 - Accident in Murshidabad

মদ্যপ অবস্থায় হেলমেট না পড়েই বেপরোয়া গাড়ি চালানোর ফলেই দুর্ঘটনাটি ঘটেছে ৷ প্রাথমিকভাবে এমনটাই অনুমান করা হচ্ছে ৷

Accident in Murshidabad
ছবি
author img

By

Published : Mar 11, 2020, 5:33 PM IST

নওদা, 11 মার্চ : হেলমেট ছাড়াই বেপরোয়া গতিতে বাইক চালানোয় প্রাণ গেল দুই যুবকের । গতরাতে দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নওদা থানার আলমপুর এলাকায় । মৃত দুই যুবকের নাম অজয় মণ্ডল (22) ও বিল্টু মণ্ডল (21) । দু'জনেরই বাড়ি নওদা থানার আলমপুর এলাকায় ।

মদ্যপ অবস্থায় হেলমেট না পড়েই বেপরোয়া গাড়ি চালানোর ফলেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ । জানা গেছে, মঙ্গলবার অজয় মণ্ডল ও বিল্টু মণ্ডল একটি বাইকে শ্যামনগর যাচ্ছিল । তাদের সঙ্গে আরও দু'টি বাইরে মোট চারজন যুবক ছিল । বাইকটি গিয়ে রাস্তার মোড়ে থাকা ডিভাইডারে সজোরে ধাক্কা মারলে দু'জনে ছিটকে পড়ে যায় বাইক থেকে ।

গভীর রাতে দু'জনকে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয় অজয় মণ্ডলের । বিল্টুকে বহরমপুর হাসপাতালে স্থানান্তরিত করার সময়ে রাস্তাতেই মৃত্যু হয় তাঁর ।

নওদার আলমপুর এলাকার বাসিন্দা ওই দুই যুবক পেশায় ভিন রাজ্যের ঠিকা শ্রমিক । সোমবারই তারা বেঙ্গালুরু থেকে হোলি উপলক্ষে গ্রামের বাড়িতে এসেছিল । মৃত দুই যুবকের দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে নওদা থানার পুলিশ ।

নওদা, 11 মার্চ : হেলমেট ছাড়াই বেপরোয়া গতিতে বাইক চালানোয় প্রাণ গেল দুই যুবকের । গতরাতে দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নওদা থানার আলমপুর এলাকায় । মৃত দুই যুবকের নাম অজয় মণ্ডল (22) ও বিল্টু মণ্ডল (21) । দু'জনেরই বাড়ি নওদা থানার আলমপুর এলাকায় ।

মদ্যপ অবস্থায় হেলমেট না পড়েই বেপরোয়া গাড়ি চালানোর ফলেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ । জানা গেছে, মঙ্গলবার অজয় মণ্ডল ও বিল্টু মণ্ডল একটি বাইকে শ্যামনগর যাচ্ছিল । তাদের সঙ্গে আরও দু'টি বাইরে মোট চারজন যুবক ছিল । বাইকটি গিয়ে রাস্তার মোড়ে থাকা ডিভাইডারে সজোরে ধাক্কা মারলে দু'জনে ছিটকে পড়ে যায় বাইক থেকে ।

গভীর রাতে দু'জনকে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয় অজয় মণ্ডলের । বিল্টুকে বহরমপুর হাসপাতালে স্থানান্তরিত করার সময়ে রাস্তাতেই মৃত্যু হয় তাঁর ।

নওদার আলমপুর এলাকার বাসিন্দা ওই দুই যুবক পেশায় ভিন রাজ্যের ঠিকা শ্রমিক । সোমবারই তারা বেঙ্গালুরু থেকে হোলি উপলক্ষে গ্রামের বাড়িতে এসেছিল । মৃত দুই যুবকের দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে নওদা থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.