নওদা (মুর্শিদাবাদ), ৮ মার্চ : গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত ২। তাঁদের নাম নুর ইসলাম শেখ, ও আলাউদ্দিন শেখ। ঘটনাটি নওদার পনেরো মাইল গ্রামের। আহতদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভরতি করা হয়েছে।
আজ বেলা ১২টা নাগাদ স্থানীয় বাসিন্দা মোক্তার খামারুর বাড়িতে আগুন লাগে। পাটকাঠির বেড়া থেকে এই আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পরে আশপাশের আরও তিনটি বাড়িতে। দমকলে খবর দেওয়া হয়। স্থানীয়রা আগুন নেভাতে তৎপর হন। বালতি বালতি জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। ট্রাক্টর চালক আলাউদ্দিন শেখ (৫৮) মাঠ থেকে পিঁয়াজ বোঝাই ট্রাক্টর নিয়ে ফিরছিলেন। ধোঁয়া উঠতে দেখে তিনি আগুন নেভানোর কাজে হাত লাগান। বালতি থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। অপর এক গ্রামবাসী নুর ইসলাম শেখও (পেশায় লরির খালাসি) আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণেও চলে আসে। কিন্তু আচমকাই রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার ফেটে যায়। গুরুতর জখম হন নুর ইসলাম শেখ, ও আলাউদ্দিন শেখ। ঘটনাস্থনেই মারা যান নুর ইসলাম। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান আলাউদ্দিন শেখ। গুরুতর আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয় মোক্তার খামারুর মেয়ে ও বউমাকে। দু'জনেরই অবস্থা আশঙ্কাজনক।
মৃতদেহ দুটি ময়নাতদন্ত করা হবে। খবর পেয়ে ঘটনাস্থানে যায় নওদা থানার পুলিশ। গোটা ঘটনা খতিয়ে দেখছে তারা।