ETV Bharat / state

মাধ্যমিক পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই অ্যাম্বুলেন্স চালক - মাধ্যমিক পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

পরিবার সূত্রে জানা গিয়েছে, মালদা জেলার ষোলো মাইল থানার চকসুদাপুরের বাসিন্দা ওই কিশোরী 25 দিন আগে ফরাক্কায় মামার বাড়ি বেড়াতে আসে । লকডাউনের জন্য গাড়ি বন্ধ থাকায় বাড়ি ফিরতে পারেনি ।

msd-rape
msd-rape
author img

By

Published : Jun 12, 2021, 8:47 PM IST

ফরাক্কা, 12 জুন : মাধ্যমিক পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার দুই অ্যাম্বুলেন্স চালক । ঘটনাটি মুর্শিদাবাদের ফরাক্কা থানা টাউনশিপ এলাকার । শুক্রবার দুপুরে অভিযুক্তরা কিশোরীর মুখ বেঁধে পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ । দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর রাতে ওই পরিত্যক্ত ঘর থেকে কিশোরীকে উদ্ধার করে পুলিশ । অভিযোগের ভিত্তিতে দুজন অ্যাম্বুলেন্স চালককে গ্রেফতার করেছে ফরাক্কা থানার পুলিশ । ধৃতদের নাম করিন সেখ ও সাদেক সেখ ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মালদা জেলার ষোলো মাইল থানার চকসুদাপুরের বাসিন্দা ওই কিশোরী 25 দিন আগে ফরাক্কায় মামার বাড়ি বেড়াতে আসে । লকডাউনের জন্য গাড়ি বন্ধ থাকায় বাড়ি ফিরতে পারেনি । শুক্রবার কিশোরীর মা তাকে নিয়ে যেতে এলে সে বাড়ি যেতে আপত্তি করে । এই নিয়ে মায়ের সঙ্গে বচসা হয় । বকা খেয়ে দুপুরে মামাবাড়ি থেকে বেরিয়ে যায় কিশোরী । দুপুরের পর থেকে কিশোরীকে খুঁজে পায়নি বাড়ির লোকজন ৷

আরও পড়ুন : শিলিগুড়িতে বিশেষভাবে সক্ষমরা পেল করোনার টিকা

কিশোরীর অভিযোগ, দু‘জন মিলে তার মুখে রুমাল বেঁধে রাস্তা থেকে তুলে নিয়ে যায় । পরিত্যক্ত একটি বাড়িতে নিয়ে গিয়ে তাকে দু‘জনে মিলে ধর্ষণ করে । এদিকে সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের লোক ফরাক্কা থানার দ্বারস্থ হয় । পুলিশ ওই কিশোরীকে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় । অভিযোগের ভিত্তিতে আজ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । আজ কিশোরীর শারীরিক পরীক্ষা করা হয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে । ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ।

ফরাক্কা, 12 জুন : মাধ্যমিক পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার দুই অ্যাম্বুলেন্স চালক । ঘটনাটি মুর্শিদাবাদের ফরাক্কা থানা টাউনশিপ এলাকার । শুক্রবার দুপুরে অভিযুক্তরা কিশোরীর মুখ বেঁধে পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ । দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর রাতে ওই পরিত্যক্ত ঘর থেকে কিশোরীকে উদ্ধার করে পুলিশ । অভিযোগের ভিত্তিতে দুজন অ্যাম্বুলেন্স চালককে গ্রেফতার করেছে ফরাক্কা থানার পুলিশ । ধৃতদের নাম করিন সেখ ও সাদেক সেখ ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মালদা জেলার ষোলো মাইল থানার চকসুদাপুরের বাসিন্দা ওই কিশোরী 25 দিন আগে ফরাক্কায় মামার বাড়ি বেড়াতে আসে । লকডাউনের জন্য গাড়ি বন্ধ থাকায় বাড়ি ফিরতে পারেনি । শুক্রবার কিশোরীর মা তাকে নিয়ে যেতে এলে সে বাড়ি যেতে আপত্তি করে । এই নিয়ে মায়ের সঙ্গে বচসা হয় । বকা খেয়ে দুপুরে মামাবাড়ি থেকে বেরিয়ে যায় কিশোরী । দুপুরের পর থেকে কিশোরীকে খুঁজে পায়নি বাড়ির লোকজন ৷

আরও পড়ুন : শিলিগুড়িতে বিশেষভাবে সক্ষমরা পেল করোনার টিকা

কিশোরীর অভিযোগ, দু‘জন মিলে তার মুখে রুমাল বেঁধে রাস্তা থেকে তুলে নিয়ে যায় । পরিত্যক্ত একটি বাড়িতে নিয়ে গিয়ে তাকে দু‘জনে মিলে ধর্ষণ করে । এদিকে সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের লোক ফরাক্কা থানার দ্বারস্থ হয় । পুলিশ ওই কিশোরীকে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় । অভিযোগের ভিত্তিতে আজ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । আজ কিশোরীর শারীরিক পরীক্ষা করা হয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে । ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.