জঙ্গিপুর, 29 মার্চ : মাঝরাতে আগুনে ভস্মীভূত হয়ে গেল তিনটি বাস। গতরাতের এই দুর্ঘটনায় ঘুমন্ত অবস্থায় মারা গেলেন বাসের খালাসি। মৃতের নাম দুলাল দাস। দুর্ঘটনাটি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ডের। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ।
গতরাতে রঘুনাথগঞ্জে প্যাসেঞ্জার নামিয়ে বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিল মুসকান, বৈদ্যনাথ ও ভাইবোন নামে তিনটি বাস। রাত দুটো নাগাদ হঠাৎই আগুন জ্বলতে শুরু করে। আগুনে ভস্মীভূত হয়ে যায় তিনটি বাস। স্থানীয় বাসিন্দারা প্রথমে নেভানোর চেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। পরে খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে বাসের ভিতরে ঘুমিয়ে থাকা অবস্থায় পুড়ে মারা যান খালাসি।
কীভাবে আগুন লাগল তার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।