ETV Bharat / state

জলঙ্গি ফিরে পেতে কি তৃণমূলের বোরে ব্লক সভাপতি তহিরুদ্দিন ? - Tahiruddin may be the trump card of TMC

তাহিরুদ্দিনের ইশু নিয়ে চাপ সৃষ্টি করছে কংগ্রেস, CPI(M) । তাকে হাতিয়ার করেই জলঙ্গির হারিয়ে যাওয়া জমি ফেরতে মুখিয়ে রয়েছে তৃণমূল ।

Tahiruddin
তহিরুদ্দিন
author img

By

Published : Mar 2, 2020, 5:03 AM IST

Updated : Mar 2, 2020, 6:57 AM IST

জলঙ্গি, 2 মার্চ : সাহেবনগরের গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূলের ব্লক সভাপতি তাহিরুদ্দিন মণ্ডল । সে যে দোষী তা স্পষ্ট করে দিলেন দলের জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী । গতকাল CAA, NRC বিরোধী জনসভা থেকে ও পরে সাংবাদিকদের সামনে তিনি বলেন, সাহেবনগরের মৃত্যু নিয়ে কংগ্রেস, CPI(M) রাজনীতি বন্ধ না করলে তাহিরুদ্দিনের বিরুদ্ধে দল কোনও ব্যবস্থা নেবে না ।

গতকাল জলঙ্গির জোরতলা কলেজ মাঠে CAA, NRC বিরোধী জনসভা করেন শুভেন্দু অধিকারী । বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস, CPI(M) ও BJP- কে আক্রমণের পাশাপাশি সাহেবনগরের গুলি চালানোর ঘটনায় মুখ খোলেন তিনি । বলেন, যেকোনA মৃত্যু দুঃখজনক । ফিরিয়ে দেওয়া সম্ভব নয় । তবে আমাদের সঙ্গে আসুন বিচার পাইয়ে দেওয়ার দায়িত্ব আমাদের । ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার কর্তব্যও আমাদের । পরে সাংবাদিকদের মুখোমুখি বলেন, সাহেবনগরের ঘটনায় এক দু'জন বাদে সব অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে । এমনকি তাহিরুদ্দিনের ভাইও গ্রেপ্তার হয়েছে । আমাদের সময় যা হয়েছে CPI(M) আমলে তা হয়নি । সাজেবনগরে কংগ্রেস, CPI(M)-এর লিখে দেওয়া FIR-এ সই করেছেন মৃতের পরিবার । কংগ্রেস CPI(M)-এর খপ্পর থেকে বেড়িয়ে আসুন । অধীর চোধুরি, ইউনুস সরকারের পাতা ফাঁদ থেকে বেড়িয়ে আমাদের সঙ্গে আসুন । এই মৃত্যু নিয়ে কংগ্রেস, CPI(M) রাজনীতি বন্ধ না করলে তাহিরুদ্দিনের বিরুদ্ধে দল কোনও ব্যবস্থা নেবে না ।

তাহিরুদ্দিনের ইশু নিয়ে চাপ সৃষ্টি করছে কংগ্রেস, CPI(M) । এবিষয়ে বলতে গিয়ে শুভেন্দু জানান, আমরা চাপের কাছে নতী স্বীকার করব না । আবার আমাদের কেউ দলের গাইড লাইনের বাইরে গেলেও দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে । রাজনৈতিক মহলের মতে, শুভেন্দুবাবু নিজের বক্তব্যে পরোক্ষভাবে স্পষ্ট করে দিয়েছেন সাহেবনগরের ঘটনায় তাহিরুদ্দিন জড়িত । এলাকার মানুষ তৃণমূলকে সমর্থন করলে দল তাহিরুদ্দিনকে সামনে আনবে । আর তাকে হাতিয়ার করেই জলঙ্গির হারিয়ে যাওয়া জমি ফেরতে মুখিয়ে রয়েছে দল ।

জলঙ্গি, 2 মার্চ : সাহেবনগরের গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূলের ব্লক সভাপতি তাহিরুদ্দিন মণ্ডল । সে যে দোষী তা স্পষ্ট করে দিলেন দলের জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী । গতকাল CAA, NRC বিরোধী জনসভা থেকে ও পরে সাংবাদিকদের সামনে তিনি বলেন, সাহেবনগরের মৃত্যু নিয়ে কংগ্রেস, CPI(M) রাজনীতি বন্ধ না করলে তাহিরুদ্দিনের বিরুদ্ধে দল কোনও ব্যবস্থা নেবে না ।

গতকাল জলঙ্গির জোরতলা কলেজ মাঠে CAA, NRC বিরোধী জনসভা করেন শুভেন্দু অধিকারী । বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস, CPI(M) ও BJP- কে আক্রমণের পাশাপাশি সাহেবনগরের গুলি চালানোর ঘটনায় মুখ খোলেন তিনি । বলেন, যেকোনA মৃত্যু দুঃখজনক । ফিরিয়ে দেওয়া সম্ভব নয় । তবে আমাদের সঙ্গে আসুন বিচার পাইয়ে দেওয়ার দায়িত্ব আমাদের । ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার কর্তব্যও আমাদের । পরে সাংবাদিকদের মুখোমুখি বলেন, সাহেবনগরের ঘটনায় এক দু'জন বাদে সব অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে । এমনকি তাহিরুদ্দিনের ভাইও গ্রেপ্তার হয়েছে । আমাদের সময় যা হয়েছে CPI(M) আমলে তা হয়নি । সাজেবনগরে কংগ্রেস, CPI(M)-এর লিখে দেওয়া FIR-এ সই করেছেন মৃতের পরিবার । কংগ্রেস CPI(M)-এর খপ্পর থেকে বেড়িয়ে আসুন । অধীর চোধুরি, ইউনুস সরকারের পাতা ফাঁদ থেকে বেড়িয়ে আমাদের সঙ্গে আসুন । এই মৃত্যু নিয়ে কংগ্রেস, CPI(M) রাজনীতি বন্ধ না করলে তাহিরুদ্দিনের বিরুদ্ধে দল কোনও ব্যবস্থা নেবে না ।

তাহিরুদ্দিনের ইশু নিয়ে চাপ সৃষ্টি করছে কংগ্রেস, CPI(M) । এবিষয়ে বলতে গিয়ে শুভেন্দু জানান, আমরা চাপের কাছে নতী স্বীকার করব না । আবার আমাদের কেউ দলের গাইড লাইনের বাইরে গেলেও দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে । রাজনৈতিক মহলের মতে, শুভেন্দুবাবু নিজের বক্তব্যে পরোক্ষভাবে স্পষ্ট করে দিয়েছেন সাহেবনগরের ঘটনায় তাহিরুদ্দিন জড়িত । এলাকার মানুষ তৃণমূলকে সমর্থন করলে দল তাহিরুদ্দিনকে সামনে আনবে । আর তাকে হাতিয়ার করেই জলঙ্গির হারিয়ে যাওয়া জমি ফেরতে মুখিয়ে রয়েছে দল ।

Last Updated : Mar 2, 2020, 6:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.