ETV Bharat / state

ফ্র্যাঞ্চাইজ়ি দিয়ে বাস চালাবে না রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, জানালেন পরিবহনমন্ত্রী

আর ফ্র্যাঞ্চাজ়ি দিয়ে বাস চালাবে না রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। আজ বহরমপুরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার নতুন বাসের উদ্বোধন করে একথা ঘোষণা করেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী
author img

By

Published : Feb 24, 2019, 9:24 PM IST

বহরমপুর, ২৪ ফেব্রুয়ারি : আর ফ্র্যাঞ্চাজ়ি দিয়ে বাস চালাবে না রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। আজ বহরমপুরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার নতুন বাসের উদ্বোধন করে একথা ঘোষণা করেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। বহরমপুর রবীন্দ্র সদন থেকে ১৪টি রুটে ২৫টি নতুন বাসের উদ্বোধন করেন তিনি।

শুভেন্দুবাবু বলেন, "আপনাদের আমরা আশ্বস্ত করতে পারি যে, ফ্র্যাঞ্চাইজ়ি দিয়ে বাস চালাচ্ছি না। দৈলতাবাদের দুঃখজনক ঘটনার পর বহরমপুর পৌরসভাকে দিয়ে যে বাস চলত, প্রশিক্ষিত চালক দিয়ে না চালানোর জন্যই ওই ধরনের ঘটনা ঘটেছে। সেখান থেকে শিক্ষা নিয়েই আমরা ফ্র্যাঞ্চাইজ়ি বাতিল করে সরাসরি NBSTC-র প্রশিক্ষিত লোকজন দিয়ে এই বাসগুলো চালাবে।"

তিনি আরও বলেন, "আপনারা জানেন কয়েকদিন আগে কলকাতা থেকে আমরা একটা নতুন পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস চালু করেছি। আমরা CNG গ্যাসচালিত বাস চালু করেছি আসানসোল-দুর্গাপুরের জন্য। ইলেকট্রিক বাস কলকাতার জন্য। পরে আমরা জেলায় জেলায় চার্জিং স্টেশন তৈরি করার পর ই-বাস চালানোর চেষ্টা করব। বাম আমলে একটা বাসের পিছনে ১১জন লোক ছিল। আমি আসার পর, আমাদের সরকার আসার পর আমরা একটা বাসের পিছনে চারজনকে নামিয়ে আনতে পেরেছি। আগে দু'মাস অন্তর বেতন হত। আমরা এখন মাসের এক-দুই তারিখে বেতন দেওয়ার ব্যবস্থা করেছি। সাত তারিখের মধ্যে পেনশন দেওয়ার ব্যবস্থা করেছি। এই সরকার সর্বক্ষেত্রে সফল হয়েছে। এক্ষেত্রেও আমরা সফল হব। ২০১১ সালে NBSTC-র রোজগার মাত্র ৪০ কোটি টাকার নিচে ছিল। গতবছরই তারা ১৪৬ কোটি টাকা রোজগার করেছে। আর এবছর ১৭০ কোটি পেরিয়ে যাবে।"

undefined

বহরমপুর, ২৪ ফেব্রুয়ারি : আর ফ্র্যাঞ্চাজ়ি দিয়ে বাস চালাবে না রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। আজ বহরমপুরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার নতুন বাসের উদ্বোধন করে একথা ঘোষণা করেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। বহরমপুর রবীন্দ্র সদন থেকে ১৪টি রুটে ২৫টি নতুন বাসের উদ্বোধন করেন তিনি।

শুভেন্দুবাবু বলেন, "আপনাদের আমরা আশ্বস্ত করতে পারি যে, ফ্র্যাঞ্চাইজ়ি দিয়ে বাস চালাচ্ছি না। দৈলতাবাদের দুঃখজনক ঘটনার পর বহরমপুর পৌরসভাকে দিয়ে যে বাস চলত, প্রশিক্ষিত চালক দিয়ে না চালানোর জন্যই ওই ধরনের ঘটনা ঘটেছে। সেখান থেকে শিক্ষা নিয়েই আমরা ফ্র্যাঞ্চাইজ়ি বাতিল করে সরাসরি NBSTC-র প্রশিক্ষিত লোকজন দিয়ে এই বাসগুলো চালাবে।"

তিনি আরও বলেন, "আপনারা জানেন কয়েকদিন আগে কলকাতা থেকে আমরা একটা নতুন পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস চালু করেছি। আমরা CNG গ্যাসচালিত বাস চালু করেছি আসানসোল-দুর্গাপুরের জন্য। ইলেকট্রিক বাস কলকাতার জন্য। পরে আমরা জেলায় জেলায় চার্জিং স্টেশন তৈরি করার পর ই-বাস চালানোর চেষ্টা করব। বাম আমলে একটা বাসের পিছনে ১১জন লোক ছিল। আমি আসার পর, আমাদের সরকার আসার পর আমরা একটা বাসের পিছনে চারজনকে নামিয়ে আনতে পেরেছি। আগে দু'মাস অন্তর বেতন হত। আমরা এখন মাসের এক-দুই তারিখে বেতন দেওয়ার ব্যবস্থা করেছি। সাত তারিখের মধ্যে পেনশন দেওয়ার ব্যবস্থা করেছি। এই সরকার সর্বক্ষেত্রে সফল হয়েছে। এক্ষেত্রেও আমরা সফল হব। ২০১১ সালে NBSTC-র রোজগার মাত্র ৪০ কোটি টাকার নিচে ছিল। গতবছরই তারা ১৪৬ কোটি টাকা রোজগার করেছে। আর এবছর ১৭০ কোটি পেরিয়ে যাবে।"

undefined

Golaghat (Assam), Feb 24 (ANI): The number of people who died after allegedly consuming spurious liquor in Assam's Golaghat has gone up to 123. Excise Minister of Assam, Parimal Suklabaidya visited Golaghat and Jorhat, Baidya interacted with patients in government hospitals of both the districts. Before going to Golaghat Hospital, angry people raised slogans against the Minister. Excise Minister assured that strict action will be taken against the culprits. Minister gave strict instructions to the hospital officials and said that no negligence will be accepted in an ongoing treatment. While speaking to ANI Suklabaidya said, "It's very tragic incident the illicit liquor has been banned several years ago but when our government formed we have amended the law and imposed the penalty of 5 lakh and lifelong imprisonment for this."

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.