বহরমপুর, ২৪ ফেব্রুয়ারি : আর ফ্র্যাঞ্চাজ়ি দিয়ে বাস চালাবে না রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। আজ বহরমপুরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার নতুন বাসের উদ্বোধন করে একথা ঘোষণা করেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। বহরমপুর রবীন্দ্র সদন থেকে ১৪টি রুটে ২৫টি নতুন বাসের উদ্বোধন করেন তিনি।
শুভেন্দুবাবু বলেন, "আপনাদের আমরা আশ্বস্ত করতে পারি যে, ফ্র্যাঞ্চাইজ়ি দিয়ে বাস চালাচ্ছি না। দৈলতাবাদের দুঃখজনক ঘটনার পর বহরমপুর পৌরসভাকে দিয়ে যে বাস চলত, প্রশিক্ষিত চালক দিয়ে না চালানোর জন্যই ওই ধরনের ঘটনা ঘটেছে। সেখান থেকে শিক্ষা নিয়েই আমরা ফ্র্যাঞ্চাইজ়ি বাতিল করে সরাসরি NBSTC-র প্রশিক্ষিত লোকজন দিয়ে এই বাসগুলো চালাবে।"
তিনি আরও বলেন, "আপনারা জানেন কয়েকদিন আগে কলকাতা থেকে আমরা একটা নতুন পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস চালু করেছি। আমরা CNG গ্যাসচালিত বাস চালু করেছি আসানসোল-দুর্গাপুরের জন্য। ইলেকট্রিক বাস কলকাতার জন্য। পরে আমরা জেলায় জেলায় চার্জিং স্টেশন তৈরি করার পর ই-বাস চালানোর চেষ্টা করব। বাম আমলে একটা বাসের পিছনে ১১জন লোক ছিল। আমি আসার পর, আমাদের সরকার আসার পর আমরা একটা বাসের পিছনে চারজনকে নামিয়ে আনতে পেরেছি। আগে দু'মাস অন্তর বেতন হত। আমরা এখন মাসের এক-দুই তারিখে বেতন দেওয়ার ব্যবস্থা করেছি। সাত তারিখের মধ্যে পেনশন দেওয়ার ব্যবস্থা করেছি। এই সরকার সর্বক্ষেত্রে সফল হয়েছে। এক্ষেত্রেও আমরা সফল হব। ২০১১ সালে NBSTC-র রোজগার মাত্র ৪০ কোটি টাকার নিচে ছিল। গতবছরই তারা ১৪৬ কোটি টাকা রোজগার করেছে। আর এবছর ১৭০ কোটি পেরিয়ে যাবে।"