ETV Bharat / state

ভাইফোঁটা দিতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু যুবতির - ভাইফোঁটার দিন পথ দুর্ঘটনা

হুকারহাটের কাছে পিছন থেকে পাথর বোঝাই ডাম্পার ধাক্কা মারে মোটরবাইকে ৷ বাইকের পিছনে বসে ছিলেন ওই যুবতি ৷

পথ দুর্ঘটনা
পথ দুর্ঘটনা
author img

By

Published : Nov 16, 2020, 11:00 PM IST

সাগরদিঘি, 16 নভেম্বর : ভাইকে ফোঁটা দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু যুবতির ৷ সাগরদিঘি থানার হুকারহাট এলাকার ঘটনা ৷ মৃতার নাম বৈশাখি বন্দ্যোপাধ্যায় (30) ৷ বাড়ি আজিমগঞ্জের বারদুয়ারিতে ৷

ভাইফোঁটা উপলক্ষে দাদার মোটরবাইকের পিছনে চেপে সাগরদিঘি যাচ্ছিলেন ৷ প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, হুকারহাটের কাছে পিছন থেকে একটি পাথরবোঝাই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে মোটরবাইকে ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় বৈশাখির ৷ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায় ৷

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় সাগরদিঘি থানার পুলিশ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় ৷ ওই ডাম্পারটিকে আটক করে ৷ যদিও ঘটনার পর থেকেই পলাতক চালক এবং খালাসি ৷

সাগরদিঘি, 16 নভেম্বর : ভাইকে ফোঁটা দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু যুবতির ৷ সাগরদিঘি থানার হুকারহাট এলাকার ঘটনা ৷ মৃতার নাম বৈশাখি বন্দ্যোপাধ্যায় (30) ৷ বাড়ি আজিমগঞ্জের বারদুয়ারিতে ৷

ভাইফোঁটা উপলক্ষে দাদার মোটরবাইকের পিছনে চেপে সাগরদিঘি যাচ্ছিলেন ৷ প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, হুকারহাটের কাছে পিছন থেকে একটি পাথরবোঝাই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে মোটরবাইকে ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় বৈশাখির ৷ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায় ৷

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় সাগরদিঘি থানার পুলিশ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় ৷ ওই ডাম্পারটিকে আটক করে ৷ যদিও ঘটনার পর থেকেই পলাতক চালক এবং খালাসি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.