জলঙ্গি ,30 জানুয়ারি : দোষীদের গ্রেপ্তারের দাবিতে সাহেবনগরে পথে নেমে বিক্ষোভ স্থানীয়দের । জলঙ্গি থানার সাহেবনগর এখনও উত্তপ্ত হয়ে রয়েছে । দোষীদের গ্রেপ্তারের দাবিতে এদিন পথে নেমেছেন স্থানীয়রা। এদিনের আন্দোলনের প্রথম সারিতে স্কুল পড়ুয়ারাও শামিল হয়েছিল। তাঁদের দাবি দোষীদের যতক্ষণ না গ্রেপ্তার করা হচ্ছে ততক্ষণ তারা পথে নেমে আন্দোলন চালিয়ে যাবে । এদিকে গুলি চালানোর ঘটনায় বুধবার আটক তিনিজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার অজিত সিং যাদব। বাকিদের খোঁজে পুলিশি তল্লাশি জারি বলেও জানান তিনি ।
স্থানীয়দের দাবি দোষীদের যতক্ষণ না গ্রেপ্তার করা হচ্ছে ততক্ষণ তারা পথে নেমে আন্দোলন চালিয়ে যাবে । এদিকে গুলি চালানোর ঘটনায় গতকাল আটক তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার অজিত সিং যাদব । বাকিদের খোঁজে পুলিশি তল্লাশি জারি আছে বলেও জানান তিনি ৷
নাগরিকত্ব আইন বিরোধী নাগরিক মঞ্চের আন্দোলনের উপর তৃণমূল গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় মানুষ গুলি চালানোর ঘটনায় স্থানীয় তৃণমূল ব্লক সভাপতি তাহিরুদ্দিন মণ্ডলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে । কিন্তু মূল অভিযুক্তের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভে ফুঁসছে স্থানীয় মানুষ । এদিন ফের তাহিরুদ্দিনসহ অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে পথে নেমে আন্দোলন শুরু করেছে স্থানীয় মানুষ । তাদের দাবি দুস্কৃতীদের গুলিতে যে দুজনের মৃত্যু হয়েছে তাঁরা কেউ নাগরিক মঞ্চের বা কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয় ।
পাশাপাশি তাদের অভিযোগ, পুলিশ ঘটনার সময় সদর্থক ভূমিকা নিলে এমন ঘটনা ঘটত না। যে কোনও সময় ফের সাহেবনগরে বড়সড় ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে ৷