লালগোলা, 27 অগাস্ট : বড়সড় পাচার রুখে দিল পুলিশ । পাচারের আগে পুলিশের জালে মিড ডে মিলের 380 বস্তা চাল । যদিও পলাতক মূল অভিযুক্ত আয়নাল হক । তার খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে লালগোলা থানার পুলিশ ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাল পাচারে অভিযুক্ত আয়নাল গোডাউন থেকে মিড ডে মিলের 380 বস্তা চাল জঙ্গিপুরে খোলা বাজারে বিক্রির জন্য পাচারের চেষ্টা করে । সেইমতো ট্রাক ভাড়া করে ওই চাল লালগোলা জঙ্গিপুর রাজ্য সড়কের ওপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল । গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানার পুলিশ চালসহ ট্রাকটি আটক করেছে ।
চাল বোঝাই লরিটি রাজ্য সড়কে উঠতেই সেটি আটক করে পুলিশ । তল্লাশি চালিয়ে সরকারি ছাপ দেওয়া 380 বস্তা চাল উদ্ধার হয় । ট্রাক চালককে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, পাহাড়পুরে আয়নালের গোডাউন থেকে লরিটি জঙ্গিপুর চাল বাজারে যাচ্ছিল ।