মুর্শিদাবাদ , 8 সেপ্টেম্বর : রাস্তার পাশে থাকা বিদ্যুতের পোলে ধাক্কা লেগে মৃত্যু হল এক মহিলার ৷ ঘটনাটি মুর্শিদাবাদ থানার নাকুরতলা এলাকার । মৃতের নাম ভানু মণ্ডল ৷ তিনি পেশায় ফল ব্যবসায়ী ৷
স্থানীয় সূত্রে খবর , ভানু দেবী লালবাগের বাসিন্দা ৷ আজ দুপুরে বহরমপুর থেকে আসানসোল যাওয়ার জন্য বাসে ওঠেন ৷ সেই সময় জানলার বাইরে হাত ও মাথা বের করে রেখেছিলেন তিনি ৷ বাসটি কিছু দূর যাওয়ার পরেই রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের পোলে ধাক্কা লাগে তাঁর ৷ শরীর থেকে মাথা আলাদা হয়ে ছিটকে পড়ে রাস্তায় ৷ স্থানীয়দের অনুমান বাসটির গতিবেগ বেশি থাকার কারণে দুর্ঘটনাটি ঘটেছে ৷
আরও পড়ুন : মা ফ্লাইওভারে দুর্ঘটনা, মৃত 1
স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় বাসটিকে আটক করা হয় ৷ ঘটনাস্থানে আসে লালবাগ থানার পুলিশ ৷ পরে মৃতদেহটিকে উদ্ধার করে লালবাগ মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় ৷