ETV Bharat / state

মুর্শিদাবাদে লরি ও তেলের ট্যাঙ্কারের সংঘর্ষে মৃত এক - মুর্শিদাবাদে লরি ও তেলের ট্যাঙ্কারের সংঘর্ষ

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, পাট বোঝাই একটি লরিকে ওভারটেক করতে গিয়ে একটি তেলের ট্যাঙ্কার ভর্তি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে লরিটিকে ধাক্কা মারে ৷ ফলে দুমড়ে মুচড়ে যায় দুটি গাড়ি । স্থানীয় বাসিন্দারা লরির গেট ভেঙে চালক খালাসিদের উদ্ধার করে । ঘটনাস্থলেই মৃত্যু হয় লরি চালকের ।

মুর্শিদাবাদে লরি ও তেলের ট্যাঙ্কারের সংঘর্ষে মৃত এক
মুর্শিদাবাদে লরি ও তেলের ট্যাঙ্কারের সংঘর্ষে মৃত এক
author img

By

Published : May 11, 2021, 11:44 AM IST

সাগরদিঘি, 11 মে : মুর্শিদাবাদে লরি ও তেলের ট্যাঙ্কারের সংঘর্ষ ৷ ঘটনায় মৃত্যু হয়েছে লরির চালকের ৷ গুরুতর জখম অপর এক চালক সহ খালাসি । মঙ্গলবার সকাল দশটা নাগাদ 34 নম্বর জাতীয় সড়কের উপর সাগরদিঘি থানার শেখদিঘিতে দুর্ঘটনাটি ঘটে । মৃত ও জখমদের নাম পরিচয় জানা যায়নি। আহত দু’জনকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, পাট বোঝাই একটি লরিকে ওভারটেক করতে গিয়ে একটি তেলের ট্যাঙ্কার ভর্তি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে লরিটিকে ধাক্কা মারে ৷ ফলে দুমড়ে মুচড়ে যায় দু‘টি গাড়ি । স্থানীয় বাসিন্দারা লরির গেট ভেঙে চালক ও খালাসিদের উদ্ধার করে । ঘটনাস্থলেই মৃত্যু হয় লরি চালকের । অন্যদিকে, গুরুতর জখম হন তেলের ট্যাঙ্কারের চালকসহ দুই খালাসি ৷ তাঁদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ।

আরও পড়ুন, অনন্তনাগে ফের এনকাউন্টার, বাহিনীর ফাঁদে 3 সন্দেহভাজন লস্কর জঙ্গি

ঘটনার জেরে তীব্র যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে । পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে ।

সাগরদিঘি, 11 মে : মুর্শিদাবাদে লরি ও তেলের ট্যাঙ্কারের সংঘর্ষ ৷ ঘটনায় মৃত্যু হয়েছে লরির চালকের ৷ গুরুতর জখম অপর এক চালক সহ খালাসি । মঙ্গলবার সকাল দশটা নাগাদ 34 নম্বর জাতীয় সড়কের উপর সাগরদিঘি থানার শেখদিঘিতে দুর্ঘটনাটি ঘটে । মৃত ও জখমদের নাম পরিচয় জানা যায়নি। আহত দু’জনকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, পাট বোঝাই একটি লরিকে ওভারটেক করতে গিয়ে একটি তেলের ট্যাঙ্কার ভর্তি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে লরিটিকে ধাক্কা মারে ৷ ফলে দুমড়ে মুচড়ে যায় দু‘টি গাড়ি । স্থানীয় বাসিন্দারা লরির গেট ভেঙে চালক ও খালাসিদের উদ্ধার করে । ঘটনাস্থলেই মৃত্যু হয় লরি চালকের । অন্যদিকে, গুরুতর জখম হন তেলের ট্যাঙ্কারের চালকসহ দুই খালাসি ৷ তাঁদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ।

আরও পড়ুন, অনন্তনাগে ফের এনকাউন্টার, বাহিনীর ফাঁদে 3 সন্দেহভাজন লস্কর জঙ্গি

ঘটনার জেরে তীব্র যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে । পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.