ETV Bharat / state

পুলিশের 'তোলাবাজি' থেকে বাঁচতে পাশ কাটিয়ে গেল লরি ? ধাক্কায় মৃত্যু কিশোরের - student death

অভিযোগ, সকাল থেকে টাকা তুলছিল পুলিশ । তোলা দেবে না বলে একটি লরি পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। সেই লরির ধাক্কাতেই মৃত্যু হয় কিশোরের ।

ঘটনাস্থানের ছবি
author img

By

Published : Apr 25, 2019, 11:12 AM IST

কান্দি, 25 এপ্রিল : লরির ধাক্কায় মৃত্যু কিশোরের । মৃতের নাম জিশু মণ্ডল (17) । ঘটনাটি কান্দির মনোহরপুর সংলগ্ন কান্দি-বহরমপুর সড়কের । অভিযোগ, আজ সকাল থেকে ওই রাস্তায় লরি দাঁড় করিয়ে টাকা তুলছিল পুলিশ । কিন্তু, তোলা দিতে চাননি এক লরিচালক । তিনি তোলা দেবেন না বলে লরিটি পাশ কাটিয়ে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন । তখনই ঘটে দুর্ঘটনা । গাড়ির সামনে আসে এক কিশোর। তাকে ধাক্কা লাগে। ঘটনাস্থানেই মৃত্যু হয় তার । পালিয়ে যায় লরিটি। অভিযোগ, নিজেদের দায়িত্ব পালন না করে এলাকা ছেড়ে পালায় পুলিশকর্মীরা । এলাকায় উত্তেজনা ছড়ায়। মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা । পরে পুলিশকর্মীরা মৃতদেহ উদ্ধার করতে গেলে এলাকার লোকজনের ক্ষোভের মুখে পড়তে হয় ।

এলাকাবাসীর অভিযোগ, সকাল থেকেই ট্রাক দাঁড় করিয়ে পুলিশ টাকা তুলছিল । ডিউটি অফিসার ছিলেন রাজেশ আলি খান । পুলিশের তোলাবাজি হাত থেকে বাঁচতে একটি লরি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই সামনে চলে আসে জিশু। সেই লরি ধাক্কা মারে জিশুকে । ঘটনাস্থানেই মৃত্যু হয় তার ।

মৃতদেহ উদ্ধার করতে গিয়ে এলাকার লোকজনের ক্ষোভের মুখে পড়তে হয় পুলিশ কর্মীদের । স্থানীয়দের অভিযোগ, পুলিশের তোলাবাজির জন্য এই দুর্ঘটনা । প্রতিদিন পুলিশ এই এলাকায় তোলাবাজি করে । ফলে দুর্ঘটনা হয় । যদিও পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

কান্দি, 25 এপ্রিল : লরির ধাক্কায় মৃত্যু কিশোরের । মৃতের নাম জিশু মণ্ডল (17) । ঘটনাটি কান্দির মনোহরপুর সংলগ্ন কান্দি-বহরমপুর সড়কের । অভিযোগ, আজ সকাল থেকে ওই রাস্তায় লরি দাঁড় করিয়ে টাকা তুলছিল পুলিশ । কিন্তু, তোলা দিতে চাননি এক লরিচালক । তিনি তোলা দেবেন না বলে লরিটি পাশ কাটিয়ে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন । তখনই ঘটে দুর্ঘটনা । গাড়ির সামনে আসে এক কিশোর। তাকে ধাক্কা লাগে। ঘটনাস্থানেই মৃত্যু হয় তার । পালিয়ে যায় লরিটি। অভিযোগ, নিজেদের দায়িত্ব পালন না করে এলাকা ছেড়ে পালায় পুলিশকর্মীরা । এলাকায় উত্তেজনা ছড়ায়। মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা । পরে পুলিশকর্মীরা মৃতদেহ উদ্ধার করতে গেলে এলাকার লোকজনের ক্ষোভের মুখে পড়তে হয় ।

এলাকাবাসীর অভিযোগ, সকাল থেকেই ট্রাক দাঁড় করিয়ে পুলিশ টাকা তুলছিল । ডিউটি অফিসার ছিলেন রাজেশ আলি খান । পুলিশের তোলাবাজি হাত থেকে বাঁচতে একটি লরি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই সামনে চলে আসে জিশু। সেই লরি ধাক্কা মারে জিশুকে । ঘটনাস্থানেই মৃত্যু হয় তার ।

মৃতদেহ উদ্ধার করতে গিয়ে এলাকার লোকজনের ক্ষোভের মুখে পড়তে হয় পুলিশ কর্মীদের । স্থানীয়দের অভিযোগ, পুলিশের তোলাবাজির জন্য এই দুর্ঘটনা । প্রতিদিন পুলিশ এই এলাকায় তোলাবাজি করে । ফলে দুর্ঘটনা হয় । যদিও পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.