ETV Bharat / state

বাসস্ট্যান্ডে হাতবদল হবে জালনোট, খবর পেয়ে তল্লাশি চালাল পুলিশ - one arrested

২ লাখ ১০ হাজার টাকার জালনোট সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল রঘুনাথগঞ্জ থানার পুলিশ। মর্তুজ জালনোট নিয়ে রঘুনাথগঞ্জের অজগরপাড়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় তল্লাশি শুরু করে।

fake notes
author img

By

Published : Feb 27, 2019, 7:59 AM IST

জঙ্গিপুর, ২৭ ফেব্রুয়ারি : ২ লাখ ১০ হাজার টাকার জালনোট সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ধৃতের নাম মর্তুজ শেখ। তার বাড়ি মালদার বৈষ্ণবনগরে।

সোমবার সন্ধেয় অজগরপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে রঘুনাথগঞ্জ পুলিশ। পুলিশ জানতে পেরেছে, মর্তুজ জাল নোটগুলো মালদা থেকে এনেছিল। সেগুলি অজগরপাড়ায় তার অন্য একজনকে দেওয়ার কথা ছিল। ধৃতকে গতকাল জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হলে তাকে তিনদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত।

পুলিশ সূত্রে জানা গেছে, মর্তুজ জালনোট নিয়ে রঘুনাথগঞ্জের অজগরপাড়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিল। সেখানেই নোটগুলো হাতবদল করার কথা ছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় তল্লাশি শুরু করে।

ব্যাগ হাতে একটি দোকানের পাশে দাঁড়িয়ে থাকা মর্তুজকে দেখে পুলিশের সন্দেহ হয়। এরপর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে জালনোট উদ্ধার করে পুলিশ। এই জালনোট পাচারের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

জঙ্গিপুর, ২৭ ফেব্রুয়ারি : ২ লাখ ১০ হাজার টাকার জালনোট সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ধৃতের নাম মর্তুজ শেখ। তার বাড়ি মালদার বৈষ্ণবনগরে।

সোমবার সন্ধেয় অজগরপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে রঘুনাথগঞ্জ পুলিশ। পুলিশ জানতে পেরেছে, মর্তুজ জাল নোটগুলো মালদা থেকে এনেছিল। সেগুলি অজগরপাড়ায় তার অন্য একজনকে দেওয়ার কথা ছিল। ধৃতকে গতকাল জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হলে তাকে তিনদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত।

পুলিশ সূত্রে জানা গেছে, মর্তুজ জালনোট নিয়ে রঘুনাথগঞ্জের অজগরপাড়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিল। সেখানেই নোটগুলো হাতবদল করার কথা ছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় তল্লাশি শুরু করে।

ব্যাগ হাতে একটি দোকানের পাশে দাঁড়িয়ে থাকা মর্তুজকে দেখে পুলিশের সন্দেহ হয়। এরপর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে জালনোট উদ্ধার করে পুলিশ। এই জালনোট পাচারের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.