সাগরদিঘি, 12 এপ্রিল : ভোটের আগে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ এক যুবককে গ্রেফতার করল মুর্শিদাবাদের সাগরদিঘি থানার পুলিশ ৷ গোপন সূত্রে অস্ত্র পাচারের খবর পেয়ে ওই পাচারকারীকে মিলকি এলাকা থেকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম সুরজ সেখ (25) ৷ তার বাড়ি বহরমপুর থানার নিয়াল্লিশপাড়া এলাকায়। সোমবার ধৃতকে উদ্ধার হওয়া অস্ত্র ও কার্তুজ-সহ আদালতে হাজির করা হয় ৷
যেকোনও নির্বাচনের আগেই অস্ত্র, বারুদ আর বোমার কারবার বাড়ে মুর্শিদাবাদে ৷ পড়শি রাজ্য বিহারের মুঙ্গের থেকে অবাধে জেলায় ঢোকে আগ্নেয়াস্ত্র আর বারুদ ৷ সুতি, সামশেরগঞ্জ, জঙ্গিপুর এলাকা থেকে সেগুলি ছড়িয়ে পড়ে জেলার বিভিন্ন প্রান্তে ৷
এদিন এমনই পাচারের খবর পেয়ে সুরজ শেখকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয় ৷ ধৃতের কাছ থেকে তিনটি দেশি পাইপগান ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে ৷ অস্ত্রগুলি সে কোথা থেকে সংগ্রহ করেছিল, কাকে সেই অস্ত্র পাচারের বরাত পেয়েছিল, সবই খতিয়ে দেখছে পুলিশ ৷
আরও পড়ুন : শিলিগুড়িতে উদ্ধার দেশি পিস্তল ও কার্তুজ, গ্রেফতার 2
তবে সুরজকে প্রাথমিক জেরায় পুলিশ জানতে পেরেছে, অস্ত্রগুলি বহরমপুর এলাকায় হাতবদল করার কথা ছিল ৷ পাচারের ঘটনায় কোন রাজনৈতিক দলের হাত রয়েছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে তাও ৷ ধৃতকে এদিনই আদালতে পেশ করে পুলিশ ৷ অভিযুক্তকে তিনদিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক ৷