ডোমকল, 19 সেপ্টেম্বর : এলাকায় মেধাবী ছাত্র হিসাবেই পরিচিত নাজিমুল সাকিব। মাধ্যমিক, উচ্চমাধ্যমিকে ভালো ফল করে বসন্তপুর ইঞ্জিনিয়ারিং কলেজে কম্পিউটার সায়েন্সে ভরতি হয়েছিল ৷ প্রতিবেশীদের দাবি, কিছুদিন থেকেই তার আচার আচরণে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল। দাড়ি রাখতে শুরু করে । বছর খানেক আগেই জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়েছিল বলে দাবি NIA-এর।
তারপরই আজ ভোর তিনটে নাগাদ ডোমকল পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের দোতলা বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে NIA ৷ বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি ল্যাপটপ, দুটি মোবাইল সহ বেশ কিছু নথি। যে নথির সঙ্গে জঙ্গিযোগ রয়েছে বলেই জানা গিয়েছে।
মুর্শিদাবাদ থেকে যে ছয়জন জঙ্গি সন্দেহে ধরা পড়েছে তাদের মধ্যে অবস্থাপন্ন পরিবারের মেধাবী ছাত্র নাজমুল। বাবা নুরুল ইসলামের মুড়ির মিল রয়েছে। সোশাল মিডিয়ায় জঙ্গিসংগঠনের সক্রিয় সদস্য ছিল নাজমুল। কম্পিউটার সায়েন্সে মেধাবী ছাত্র হওয়ায় তার মগজ ধোলায় করেই জঙ্গি সংগঠনের সদস্য, এমনই সন্দেহ প্রতিবেশীদের। যদিও ধৃতের দাদা, রিজুয়ান আমিনের বক্তব্য, ভাই পড়াশোনা, নামাজ, রোজা নিয়েই থাকত। শান্ত স্বভাবের নাজমুল এখনও পর্যন্ত কলকাতা চেনে না। তার সঙ্গে জঙ্গিযোগ কল্পনাই করতে পারছে না পরিবারের কেউ।