ETV Bharat / state

অসমে খুন মুর্শিদাবাদের যুবক - boy

পেশার টানে অসমে গিয়ে নিজের দোকানের ভিতরেই রহস্যজনক ভাবে খুন হলেন মুর্শিদাবাদের এক যুবক।

যুবক
author img

By

Published : Mar 8, 2019, 11:28 PM IST

Updated : Mar 8, 2019, 11:52 PM IST

জঙ্গিপুর, ৮ মার্চ : পেশার টানে অসমে গিয়ে নিজের দোকানের ভিতরেই রহস্যজনক ভাবে খুন হলেন মুর্শিদাবাদের এক যুবক। মৃতের নাম রাজারাম দাস(৩৮)। বাড়ি উমরপুরের ঘোরশালা। আজ সকালে বাড়িতে মৃত্যু সংবাদ আসতেই বাড়িতে কান্নার রোল পড়ে যায়। কে বা কারা রাজারামকে খুন করেছে তা নিয়ে ধন্দে পরিবার। মৃত রাজরামের বাড়িতে এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী রয়েছেন।

পরিবার সূত্রে জানা গেছে, উমরপুরের ঘোরশালা এলাকার অজিত দাসের পুত্র রাজারাম দাস দীর্ঘ পনেরো বছর ধরে অসমের জোরহাটে প্লাস্টিকের ব্যবসা করতেন। মাস খানেক আগে বাড়িতে ছুটি কাটাতে এসেছিলেন। পরে ফিরে যান। নিত্যদিনের মতো গতকালও পরিবারের সাথে কথা বলেছিলেন। আজ সকাল ৯টা নাগাদ বাড়িতে খবর আসে দোকানের দরজার তালা ভাঙা এবং ক্ষতবিক্ষত হয়ে পড়ে রয়েছেন রাজারাম। মৃতের স্ত্রী সুলতা দাস জানান, গতরাতেও তাঁর স্বামীর সাথে কথা হয়েছে। সকালে স্থানীয় একজন ফোন করে জানান ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে আছে দেহ। কোনও কারণ ছাড়াই হঠাৎ কীভাবে খুন হল তা নিয়ে ধন্দে পরিবার। মৃত্যুর খবর পেয়েই অসমের উদ্দেশে রওনা দিয়েছেন পরিবারের সদস্যরা। জানা গেছে, অসম পৌঁছে তাঁরা স্থানীয় থানায় অভিযোগ দায়ের করবেন।

জঙ্গিপুর, ৮ মার্চ : পেশার টানে অসমে গিয়ে নিজের দোকানের ভিতরেই রহস্যজনক ভাবে খুন হলেন মুর্শিদাবাদের এক যুবক। মৃতের নাম রাজারাম দাস(৩৮)। বাড়ি উমরপুরের ঘোরশালা। আজ সকালে বাড়িতে মৃত্যু সংবাদ আসতেই বাড়িতে কান্নার রোল পড়ে যায়। কে বা কারা রাজারামকে খুন করেছে তা নিয়ে ধন্দে পরিবার। মৃত রাজরামের বাড়িতে এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী রয়েছেন।

পরিবার সূত্রে জানা গেছে, উমরপুরের ঘোরশালা এলাকার অজিত দাসের পুত্র রাজারাম দাস দীর্ঘ পনেরো বছর ধরে অসমের জোরহাটে প্লাস্টিকের ব্যবসা করতেন। মাস খানেক আগে বাড়িতে ছুটি কাটাতে এসেছিলেন। পরে ফিরে যান। নিত্যদিনের মতো গতকালও পরিবারের সাথে কথা বলেছিলেন। আজ সকাল ৯টা নাগাদ বাড়িতে খবর আসে দোকানের দরজার তালা ভাঙা এবং ক্ষতবিক্ষত হয়ে পড়ে রয়েছেন রাজারাম। মৃতের স্ত্রী সুলতা দাস জানান, গতরাতেও তাঁর স্বামীর সাথে কথা হয়েছে। সকালে স্থানীয় একজন ফোন করে জানান ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে আছে দেহ। কোনও কারণ ছাড়াই হঠাৎ কীভাবে খুন হল তা নিয়ে ধন্দে পরিবার। মৃত্যুর খবর পেয়েই অসমের উদ্দেশে রওনা দিয়েছেন পরিবারের সদস্যরা। জানা গেছে, অসম পৌঁছে তাঁরা স্থানীয় থানায় অভিযোগ দায়ের করবেন।


Thoothukudi (TN), Mar 04 (ANI): Union Railway Minister Piyush Goyal on Monday said that the alliance of AIADMK-PMK-BJP and other parties will work for a better future for Tamil Nadu to keep the people of Tamil Nadu to safe and secure. Goyal said, "The country has many challenges particularly from terrorism and needs a strong and decisive and stable government led by a strong leader and today Prime Minister Narendra Modi is the one leader who can keep the country safe and protect the unity and integrity of India. We are confident that the people of India and the people of Tamil Nadu will give a strong and decisive mandate will make a strong government in the country. On March 6, we will have a grand meeting of the alliance near Chennai. PM Modi will attend the meeting along with Tamil Nadu CM, Deputy CM, the PMK leaders and several other leaders will share the stage."
Last Updated : Mar 8, 2019, 11:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.