ETV Bharat / state

High Madrasah Result 2023: দ্রারিদ্রতাকে হারিয়ে হাই মাদ্রাসায় প্রথম হকারের ছেলে মুর্শিদাবাদের আশিক

author img

By

Published : May 20, 2023, 10:36 PM IST

হাই মাদ্রাসায় ফলাফলে মুর্শিদাবাদের জয়জয়কার ৷ হাই মাদ্রাসা পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসার ছাত্র আশিক ইকবাল ৷ দ্বিতীয় রানিনগর ব্লকের কোন্নগর হাই মাদ্রাসার ছাত্র নাসিরউদ্দিন মোল্লা ৷

High Madrasah Result
আশিক ইকবাল
হাই মাদ্রাসায় প্রথম হকারের ছেলে মুর্শিদাবাদের আশিক

মুর্শিদাবাদ , 20 মে: মাধ্যমিকে মেধাতালিকায় জায়গা করতে পারেনি মুর্শিদাবাদ । তবে সেই অভাব পূরন করল আশিক ইকবাল । বাবা পেশায় হকার ৷ চরম আর্থিক প্রতিকূলতা জয় করে হাই মাদ্রাসা পরীক্ষায় প্রথম হয়েছে মুর্শিদাবাদের এই ছাত্র ৷ তাঁর প্রাপ্ত নম্বর 781 ৷ দ্বিতীয় নাসিরউদ্দিন মোল্লা ৷ প্রাপ্ত নম্বর 775 ৷ সে রানিনগর ব্লকের কোন্নগর হাই মাদ্রাসার ছাত্র ৷ বেলডাঙা থানার ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসার স্কুলের পড়ুয়া আশিক ৷ ছোট থেকেই মেধাবী এবং পরিশ্রমী সে । নিম্নমধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা আশিকের এমন দুর্দান্ত ফলাফলে আশায় বুক বাঁধছে গ্রামবাসীরা । তার সাফল্যে গর্বিত বাবা মা, প্রতিবেশী ও স্কুলের শিক্ষকরা ।

আশিক ইকবাল বলে, "ভালো রেজাল্ট হবে জানতাম । তবে এত ভালো হবে ধারনা করিনি । পড়াশোনার নির্দিষ্ট কোনও সময় ছিল না । যেদিন যতটুকু দরকার ততটুকুই পড়তাম ।" স্কুল শিক্ষকরা জানালেন, আশিক তাঁদের স্কুলের গর্ব । সব সময় তাকে বিভিন্নভাবে স্কুল থেকে সাহায্য করা হয়েছে । তাঁদের বিশ্বাস ছিল সে স্কুলের মুখ উজ্জ্বল করবে ।

প্রসঙ্গত, এবার মাধ্যমিকের রেজাল্ট মুর্শিদাবাদকে হতাশ করেছে । মেধা তালিকায় 1-10 এর মধ্যে নেই এই জেলার কেউ । হাই মাদ্রাসা বোর্ডে প্রথম হয়ে সেই অভাব মেটালেন আশিক ইকবাল । ভাবতার বাসিন্দা আশিক ৷ ছোট্ট চালাঘরে বসেই এলাকায় শিক্ষার আলো জ্বেলে দিয়েছে সে । ছোট থেকেই স্বল্পভাষী আশিক অত্যন্ত মেধাবি ছাত্র । পরিবারের সামর্থ ছিল না গৃহশিক্ষক দেওয়ার । স্কুলের শিক্ষকদের সাহায্য নিয়েছে যখন যেমন প্রয়োজন পড়েছে ।

বাবা মহম্মদ ইয়ামিন শেখ পেশায় হকার । কলকাতায় সাইকেলে ভাঙা জিনিসপত্র কেনাবেচা করেন । সেই আয়ের টাকা থেকেই সংসার চলে তাঁর । কলকাতা থেকে মাসে একবার বাড়ি এসেও ছেলের খোঁজখবর নেওয়ার ফুরসত থাকত না । মায়ের পরিচর্যাতেই বড় হয়ে উঠেছে আশিক । মা অল্পশিক্ষত নিপাট গৃহবধূ । তবে ছেলে মেয়েদের উপর নজর ছিল সর্বক্ষণের । বাবা ইয়ামিন শেখ বলেন, "প্রচণ্ড আর্থিক অভাবে দিন কেটেছে । সেভাবে ছেলের চাহিদা পূরন করতে পারিনি । তবে স্কুলের শিক্ষক প্রতিবেশীরা বলত আশিক খুব ভালো ছেলে । খুবই গর্ব হচ্ছে ।" আশিক ইকবালের প্রাপ্ত নম্বর বাংলায়-94, ইংরাজি-96, গণিত-100, ভৌতবিজ্ঞান-100, জীবনবিজ্ঞান-99 ইতিহাস-95 ভুগোল-97 ও ইসলামিক বিষয়ে প্রাপ্ত নম্বর 100 ৷

আরও পড়ুন: প্রকাশিত হাই মাদ্রাসা, আলিম ও ফাজিলের ফল, বাড়ল পাশের হার

হাই মাদ্রাসায় প্রথম হকারের ছেলে মুর্শিদাবাদের আশিক

মুর্শিদাবাদ , 20 মে: মাধ্যমিকে মেধাতালিকায় জায়গা করতে পারেনি মুর্শিদাবাদ । তবে সেই অভাব পূরন করল আশিক ইকবাল । বাবা পেশায় হকার ৷ চরম আর্থিক প্রতিকূলতা জয় করে হাই মাদ্রাসা পরীক্ষায় প্রথম হয়েছে মুর্শিদাবাদের এই ছাত্র ৷ তাঁর প্রাপ্ত নম্বর 781 ৷ দ্বিতীয় নাসিরউদ্দিন মোল্লা ৷ প্রাপ্ত নম্বর 775 ৷ সে রানিনগর ব্লকের কোন্নগর হাই মাদ্রাসার ছাত্র ৷ বেলডাঙা থানার ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসার স্কুলের পড়ুয়া আশিক ৷ ছোট থেকেই মেধাবী এবং পরিশ্রমী সে । নিম্নমধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা আশিকের এমন দুর্দান্ত ফলাফলে আশায় বুক বাঁধছে গ্রামবাসীরা । তার সাফল্যে গর্বিত বাবা মা, প্রতিবেশী ও স্কুলের শিক্ষকরা ।

আশিক ইকবাল বলে, "ভালো রেজাল্ট হবে জানতাম । তবে এত ভালো হবে ধারনা করিনি । পড়াশোনার নির্দিষ্ট কোনও সময় ছিল না । যেদিন যতটুকু দরকার ততটুকুই পড়তাম ।" স্কুল শিক্ষকরা জানালেন, আশিক তাঁদের স্কুলের গর্ব । সব সময় তাকে বিভিন্নভাবে স্কুল থেকে সাহায্য করা হয়েছে । তাঁদের বিশ্বাস ছিল সে স্কুলের মুখ উজ্জ্বল করবে ।

প্রসঙ্গত, এবার মাধ্যমিকের রেজাল্ট মুর্শিদাবাদকে হতাশ করেছে । মেধা তালিকায় 1-10 এর মধ্যে নেই এই জেলার কেউ । হাই মাদ্রাসা বোর্ডে প্রথম হয়ে সেই অভাব মেটালেন আশিক ইকবাল । ভাবতার বাসিন্দা আশিক ৷ ছোট্ট চালাঘরে বসেই এলাকায় শিক্ষার আলো জ্বেলে দিয়েছে সে । ছোট থেকেই স্বল্পভাষী আশিক অত্যন্ত মেধাবি ছাত্র । পরিবারের সামর্থ ছিল না গৃহশিক্ষক দেওয়ার । স্কুলের শিক্ষকদের সাহায্য নিয়েছে যখন যেমন প্রয়োজন পড়েছে ।

বাবা মহম্মদ ইয়ামিন শেখ পেশায় হকার । কলকাতায় সাইকেলে ভাঙা জিনিসপত্র কেনাবেচা করেন । সেই আয়ের টাকা থেকেই সংসার চলে তাঁর । কলকাতা থেকে মাসে একবার বাড়ি এসেও ছেলের খোঁজখবর নেওয়ার ফুরসত থাকত না । মায়ের পরিচর্যাতেই বড় হয়ে উঠেছে আশিক । মা অল্পশিক্ষত নিপাট গৃহবধূ । তবে ছেলে মেয়েদের উপর নজর ছিল সর্বক্ষণের । বাবা ইয়ামিন শেখ বলেন, "প্রচণ্ড আর্থিক অভাবে দিন কেটেছে । সেভাবে ছেলের চাহিদা পূরন করতে পারিনি । তবে স্কুলের শিক্ষক প্রতিবেশীরা বলত আশিক খুব ভালো ছেলে । খুবই গর্ব হচ্ছে ।" আশিক ইকবালের প্রাপ্ত নম্বর বাংলায়-94, ইংরাজি-96, গণিত-100, ভৌতবিজ্ঞান-100, জীবনবিজ্ঞান-99 ইতিহাস-95 ভুগোল-97 ও ইসলামিক বিষয়ে প্রাপ্ত নম্বর 100 ৷

আরও পড়ুন: প্রকাশিত হাই মাদ্রাসা, আলিম ও ফাজিলের ফল, বাড়ল পাশের হার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.