ETV Bharat / state

বাংলাদেশে পাচারের আগে ফেনসিডিল সহ BSF-র জালে 1 - খাসমহল

খাসমহল এলাকার BOP-র চর থেকে কাকড়ামারি থেকে মানিজুল হক নামে ওই পাচারকারীকে গ্রেপ্তার করে BSF. জানা গিয়েছে, ওই 5 পাচারকারী দেড় হাজার ফেনসিডিল নিয়ে বাংলাদেশে পাচার করছিল তারা ৷

msd-bsf-arrested-a-person-with-phensedyl
বাংলাদেশে পাচারের সময় ফেনসিডিল সহ BSF-র জালে 1
author img

By

Published : Nov 11, 2020, 7:40 PM IST

মুর্শিদাবাদ, 11 নভেম্বর : শীত পড়তেই ভারত-বাংলাদেশ সীমান্তে বাড়তে শুরু করেছে পাচারকারীদের রমরমা ৷ তেমনি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেনসিডিল পাচার করতে গিয়ে BSF-র 141 নং ব্য়াটেলিয়নের হাতে ধরা পড়ল 1 পাচারকারী ৷ তবে, আরও 4 পাচারকারী BSF-র তাড়ায় পদ্মায় ঝাঁপ দিয়ে পালিয়ে যায় ৷ ধৃতের কাছ থেকে 420 বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে ৷

খাসমহল এলাকার BOP-র চর কাকড়ামারি থেকে মানিজুল হক নামে ওই পাচারকারীকে গ্রেপ্তার করে BSF। জানা গিয়েছে, ওই 5 পাচারকারী দেড় হাজার ফেনসিডিল নিয়ে বাংলাদেশে পাচার করছিল ৷ সে সময় BSF-র নজরে চলে আসায় 4 জন সেখান থেকে পালিয়ে যায় ৷ পলাতক 4 পাচারকারীর মধ্য়ে 3 জন বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা বলে জানিয়েছে ধৃত মিনাজুল ৷ তার বাড়ি সাগরপাড়া থানার সীতানগরে ৷ তাকে সাগরপাড়া পুলিশের হাতে তুলে দিয়েছে BSF.

BSF সূত্রে খবর, শীতকালে কুয়াশার ফায়দা তুলে পাচারকারীরা কাঁটাতার পেরোয় ৷ সেভাবেই এবার শীত আসতেই পাচারকারীদের রমরমা বাড়তে শুরু করেছে ৷ ধৃতের কাছ থেকে পাঁচটি ব্য়াগে 420 বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে ৷ 5 জনের কাছে মোট দেড় হাজার ফেনসিডিল ছিল বলে জেরায় স্বীকার করেছে মিনাজুল হক ৷

মুর্শিদাবাদ, 11 নভেম্বর : শীত পড়তেই ভারত-বাংলাদেশ সীমান্তে বাড়তে শুরু করেছে পাচারকারীদের রমরমা ৷ তেমনি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেনসিডিল পাচার করতে গিয়ে BSF-র 141 নং ব্য়াটেলিয়নের হাতে ধরা পড়ল 1 পাচারকারী ৷ তবে, আরও 4 পাচারকারী BSF-র তাড়ায় পদ্মায় ঝাঁপ দিয়ে পালিয়ে যায় ৷ ধৃতের কাছ থেকে 420 বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে ৷

খাসমহল এলাকার BOP-র চর কাকড়ামারি থেকে মানিজুল হক নামে ওই পাচারকারীকে গ্রেপ্তার করে BSF। জানা গিয়েছে, ওই 5 পাচারকারী দেড় হাজার ফেনসিডিল নিয়ে বাংলাদেশে পাচার করছিল ৷ সে সময় BSF-র নজরে চলে আসায় 4 জন সেখান থেকে পালিয়ে যায় ৷ পলাতক 4 পাচারকারীর মধ্য়ে 3 জন বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা বলে জানিয়েছে ধৃত মিনাজুল ৷ তার বাড়ি সাগরপাড়া থানার সীতানগরে ৷ তাকে সাগরপাড়া পুলিশের হাতে তুলে দিয়েছে BSF.

BSF সূত্রে খবর, শীতকালে কুয়াশার ফায়দা তুলে পাচারকারীরা কাঁটাতার পেরোয় ৷ সেভাবেই এবার শীত আসতেই পাচারকারীদের রমরমা বাড়তে শুরু করেছে ৷ ধৃতের কাছ থেকে পাঁচটি ব্য়াগে 420 বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে ৷ 5 জনের কাছে মোট দেড় হাজার ফেনসিডিল ছিল বলে জেরায় স্বীকার করেছে মিনাজুল হক ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.