বহরমপুর, 30 মে : "মমতা ব্যানার্জি যে পাপের রাজনীতির জন্ম দিয়েছিল আজ তিনি তারই শিকার ।" আজ একথা বলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরি ।
লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 18 টি আসনে জয়লাভ করেছে BJP । তারপর থেকেই রাজনৈতিক মহলে একটাই প্রশ্ন ঘুরপাক করছিল । মুকুল রায়, অর্জুন সিং, অনুপম হাজরার পর আর কে কে BJP-তে যোগ দিচ্ছে । 28মে তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায় ও কংগ্রেস এবং CPI(M)-এর দুই বিধায়ক BJP-তে যোগ দেওয়ায় সেইসব প্রশ্ন নিয়ে জল্পনা শুরু হয় রাজনৈতিক মহল ।
আজ এবিষয়ে অধীর চৌধুরিকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, " যে পাপের রাজনীতির মমতা ব্যানার্জি জন্ম দিয়েছিল আজ তিনি তারই শিকার । কথায় আছে, তুমি যেমন চাষ করবে তেমন ফল পাবে । উনি ভেবেছিলেন এই পাপের রাজনীতি শুধু কংগ্রেসের ওপরেই প্রয়োগ করা যায় । কিন্তু মমতা ব্যানার্জি বুঝতে পারেননি যে, আজ যেটা কংগ্রেসের উপর প্রয়োগ করছেন তিনি কাল তা ওনার উপর প্রয়োগ হবে । মমতা ব্যানার্জির পার্টি আর থাকবে না ।"
অধীরবাবু বলেন, "কারা কোথায় যাচ্ছে আমার জানার দরকার নেই । আসল কথা হল বাংলা কোন ধরনের রাজনীতির শিকার হচ্ছে সেটা। আমরা যদি আত্মসমীক্ষা করি তাহলে বাংলার এই অবক্ষয়ের জন্য দায়ি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । মমতা ব্যানার্জি ভেবেছিল কংগ্রেস আর CPI(M)-কে উৎখাত করে দিয়েছি । কিন্তু আসলে কংগ্রেস আর CPI(M)-কে উৎখাত করে নিজেরই বিপদ ডেকে এনেছেন মুখ্যমন্ত্রী ।"