বেলডাঙা, ভগবানগোলা ও সামসেরগঞ্জ, 16 এপ্রিল: মুর্শিদাবাদের তিনটি লোকসভা আসনের মধ্যে মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে নির্বাচন আগামী 23 এপ্রিল এবং বহরমপুর আসনে নির্বাচন আগামী 29 এপ্রিল। নির্বাচনের আগে গতকাল মুর্শিদাবাদে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি দুটি জনসভা করেন।
বহরমপুর কেন্দ্রের বেলডাঙার সভামঞ্চ থেকে মোদি সরকারকে আক্রমণ করে তিনি বলেন, "ভোটের সময় হিন্দুস্থান আর পাকিস্তানের নামে রাজনীতি করছে মোদি সরকার। হিটলারি কায়দায় দেশ চালাচ্ছেন মোদি। অসমে যখন NRC হল, 20 লাখ হিন্দু বাঙালি আর 20 লাখ মুসলিম বাঙালির নাম বাদ গেল। কেউ প্রতিবাদ করেনি। শুধু মাত্র আমরাই প্রতিনিধি দল পাঠিয়েছিলাম। তাঁদের অসমে ঢুকতে দেওয়া হয়নি। তাঁদের মারধর পর্যন্ত করা হয়েছে। তাও আমরা লড়াই করেছি। বাংলায় NRC কেউ করতে পারবে না।" তিনি আরও বলেন, "বর্ডার এলাকায় BSF, CRPF, CISF-কে কোথাও কোথাও ভয় দেখিয়ে BJP-র হয়ে কাজ করতে বলা হচ্ছে। আমি তাঁদের সম্মান জানিয়ে অনুরোধ করছি, এসব করবেন না। আইনশৃঙ্খলা সামলানোর দায়িত্ব রাজ্য সরকারের। দয়া করে BJP-র হয়ে ক্যাম্পেনিং করবেন না। ওপার থেকে টাকা আসছে কি না সেটা দেখুন। এখন আবার কালো, লাল, নীল বাক্স আসছে। মোবাইলে ছবি তুলে রাখুন। ভয় করবেন না। এখানে আমাদের সরকার আপনাদের পাশে আছে।"
বেলডাঙার পর তিনি ভগবানগোলায় আবু তাহের খানের সমর্থনে আরও একটি জনসভা করেন। ভগবানগোলায় জনসভায় ভিড়ের মধ্যে অসুস্থ হয়ে পড়েন এক যুবতি। নাম শাহিনা সুলতানা। স্থানীয়দের অভিযোগ, সভাস্থানে মাথার উপর ছাউনি না থাকায় গরমে অসুস্থ হয়ে পড়েন ওই যুবতি। সভায় উপস্থিত ভলান্টিয়াররা তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যান।
অন্যদিকে গতকাল মুর্শিদাবাদের সামসেরগঞ্জে দক্ষিণ মালদা কেন্দ্রের দলীয় প্রার্থী মোয়াজ্জেম হোসেনের সমর্থনে প্রচারে আসেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। তিনি ছাড়াও সভামঞ্চে উপস্থিত ছিলেন সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, ব্লক সভাপতি শহিদুল ইসলাম, সামিউল হক সহ অন্যরা।
জনসভায় বক্তব্য রাখতে গিয়ে দেব বলেন, "ভারতের মতো দেশে যাঁরা ধর্ম নিয়ে রাজনীতি করেন তাঁদের একটিও ভোট নয়। সাত বছরের তৃণমূল সরকারের উন্নয়নের নিরিখে আপনারা ভোট দিন।" তিনি আরও বলেন, "BJP ধর্ম নিয়ে রাজনীতি করেছে। BJPর আমলেই দেশে সবথেকে বেশি কৃষক আত্মহত্যা করেছে।" মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করতে তিনি তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানান।