ফরাক্কা, ৬ এপ্রিল : জলের তোড়ে ভেঙে গেল ফরাক্কা ব্যারেজের ২৩ নম্বর লকগেট। আজ সন্ধ্যের দিকে লকগেটটি ভেঙে যায়। রক্ষণাবেক্ষণের অভাবেই লকগেটটি ভেঙে গেছে বলে প্রাথমিক অনুমান। ব্যারেজ কর্তৃপক্ষ জানিয়েছে, লকগেটটি দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।
গত বর্ষায় ফরাক্কা ব্যারেজের একটি লকগেট ভেঙে যায়। আপৎকালীন পরিস্থিতিতে গেট মেরামত করে পরিস্থিতি সামাল দেওয়া হয়। এবছর এখনও বর্ষা শুরু হয়নি। জলের চাপও নেই। তার আগেই ভাঙল আরও একটি লকগেট। গেট ভেঙে অতিরিক্ত জল ঢুকতে শুরু করেছে বাংলাদেশের দিকে। অন্যদিকে, নদীতে জলস্তর নেমে যাওয়ারও সম্ভাবনা দেখা দিয়েছে।
লকগেট ভাঙা নিয়ে ব্যারেজ কর্তৃপক্ষের তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি।