কান্দি (মুর্শিদাবাদ), 12 ডিসেম্বর : শুক্রবার রাতে মুর্শিদাবাদের কান্দি থানার দুর্গাপুরে তৃণমূল নেতাকে খুনের অভিযোগে চারজনকে গ্রেফতার করল পুলিশ (Four Accused Arrest in Kandi TMC Leader Murder) ৷ বীরভূমের সাঁইথিয়া থেকে ওই চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷ মৃত নেপাল সাহা তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী ৷ অভিযোগ, শুক্রবার রাতে আগ্নেয়াস্ত্র ও ধারাল অস্ত্র নিয়ে দুষ্কৃতীরা তাঁর উপর চড়াও হয় (Kandi TMC Leader Murder Case) ৷ এই ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠেছে ৷
পুলিশ সূত্রে খবর, নেপাল সাহাকে প্রথমে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয় ৷ তার পর গুলি করা হয় তাঁকে ৷ এই ঘটনায় একাধিক ব্যক্তির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার ৷ আর সেখান থেকেই গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি সামনে আসে ৷ ঘটনার তদন্তে নেমে পুলিশ বীরভূমের সাঁইথিয়া থেকে 4 জনকে গ্রেফতার করেছে ৷ পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম তারকনাথ সাহা, বরুণ ঘোষ এবং বিষ্ণু দলুই ৷ এই তিনজনের বাড়ি কান্দির আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুর গ্রামে ৷ গ্রেফতার হওয়া আরেক অভিযুক্ত সপ্তম ঘোষ কান্দি থানার রূপপুরের বাসিন্দা ৷
আরও পড়ুন : tmc leader murdered at kandi : কান্দিতে তৃণমূল নেতা খুন, নেপথ্যে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ
এই ঘটনায় আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ তাঁদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে ৷ বীরভূম থেকে ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির 302, 120বি, 25 ও 27নং ধারায় মামলা রুজু করেছে পুলিশ ৷