ETV Bharat / state

ডোমকলে যুবতিকে পুড়িয়ে মারার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

গায়ে আগুন দিয়ে যুবতিকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শ্বশুড়বাড়ির সদস্যদের বিরুদ্ধে ৷ ডোমকল থানার জোড়গাছা এলাকার ঘটনা ।

ছবি
ছবি
author img

By

Published : Mar 9, 2020, 1:34 PM IST

Updated : Mar 9, 2020, 3:13 PM IST

ডোমকল, 9 মার্চ : যুবতিকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে ৷ মৃতের নাম ফুলমন বিবি (24) । ডোমকল থানার জোড়গাছা কালুপুর এলাকার ঘটনা । আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হলে সেখানেই তাঁর মৃত্যু হয় ।

দেখুন ভিডিয়ো

ডোমকল থানার জোড়গাছা কালুপুরের বাসিন্দা মানজুর শেখের সঙ্গে জলঙ্গি থানার সাহেবরাম পুরের ফুলমন বিবির নিকাহ হয় । অভিযোগ, বিয়ের পর থেকেই ওই যুবতির উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হত । পারিবারিক ঝামেলা কয়েকবার থানা পর্যন্ত গড়ায় । গতকাল ফুলমন বিবির শ্বশুর তাঁর কাছে মোটর বাইকের চাবি চায় । কিন্তু, তা দিতে অস্বীকার করে । এনিয়ে তাদের মধ্যে বচসা শুরু হয় । তার জেরেই ফুলমনের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ।

শওহর মানজুর শেখ কর্মসূত্রে কেরালায় কাজ করেন । কেউ চাইলেও মোটর বাইকের চাবি না দেওয়ার জন্য বিবিকে বলেছিলেন তিনি । আর সেকথা শুনে শ্বশুরকে চাবি না দেওয়াতেই তাঁকে পুড়িয়ে মারা হয় বলে অভিযোগ ।

ডোমকল, 9 মার্চ : যুবতিকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে ৷ মৃতের নাম ফুলমন বিবি (24) । ডোমকল থানার জোড়গাছা কালুপুর এলাকার ঘটনা । আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হলে সেখানেই তাঁর মৃত্যু হয় ।

দেখুন ভিডিয়ো

ডোমকল থানার জোড়গাছা কালুপুরের বাসিন্দা মানজুর শেখের সঙ্গে জলঙ্গি থানার সাহেবরাম পুরের ফুলমন বিবির নিকাহ হয় । অভিযোগ, বিয়ের পর থেকেই ওই যুবতির উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হত । পারিবারিক ঝামেলা কয়েকবার থানা পর্যন্ত গড়ায় । গতকাল ফুলমন বিবির শ্বশুর তাঁর কাছে মোটর বাইকের চাবি চায় । কিন্তু, তা দিতে অস্বীকার করে । এনিয়ে তাদের মধ্যে বচসা শুরু হয় । তার জেরেই ফুলমনের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ।

শওহর মানজুর শেখ কর্মসূত্রে কেরালায় কাজ করেন । কেউ চাইলেও মোটর বাইকের চাবি না দেওয়ার জন্য বিবিকে বলেছিলেন তিনি । আর সেকথা শুনে শ্বশুরকে চাবি না দেওয়াতেই তাঁকে পুড়িয়ে মারা হয় বলে অভিযোগ ।

Last Updated : Mar 9, 2020, 3:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.