মুর্শিদাবাদ , 20 এপ্রিল : দেশজুড়ে চলছে লকডাউন ৷ লকডাউনে এমনিতেই বিপর্যস্ত চাষিরা । কৃষিজাত পণ্য তারা বাজারজাত করতে পারছেন না । তার উপর রবিবারের কালবৈশাখি ও শিলাবৃষ্টির জেরে কান্দির বোরো ধান চাষিরা ক্ষতির সম্মুখীন হতে চলেছে । চাষিদের বক্তব্য ,এবার বোরো চাষ করে খরচের টাকা উঠবে না ৷
এখন বোরো ধান তোলার সময় ৷ কিন্তু এই সময় শিলাবৃষ্টি আর কালবৈশাখির যৌথ দাপটে জমিতে শুয়ে পড়েছে পাকা ধান । 30 থেকে 40 শতাংশ ধান ঝরে গিয়েছে বলে আশঙ্কা করছেন কান্দির বোরো চাষিরা । পাশাপাশি ধান ফোলানোর মুখে ফুল ঝরে যাওয়ায় অধিকাংশ জমির ফলন এবার অর্ধেকের নিচে নেমে আসবে । এরপর আবার বৃষ্টি বা শিলাবৃষ্টি হলে চাষিদের আর ধান তোলা যাবে না বলে অনেকেই মনে করছেন ৷ এই অবস্থায় সরকার পাশে দাঁড়ালে তাঁদের অনেকটাই উপকার হবে বলে মনে করছে কান্দির বোরো ধান চাষিরা । তবে , রবিবারের ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি ৷
ক্ষতির কথা মেনে নিয়েছে কৃষি দপ্তর । আজ ক্ষতিগ্রস্ত এলাকা খতিয়ে দেখার পর জেলা উপ কৃষি অধিকর্তা তাপস কুণ্ডু জানান , কী পরিমাণ ক্ষতি হয়েছে তার সঠিক হিসাব না থাকলেও রবিবারের প্রাকৃতিক দুর্যোগ চাষিদের অনেকটাই ক্ষতি করে দিয়েছে ।