মুর্শিদাবাদ, 20 ফেব্রুয়ারি : নিমতিতা স্টেশনে বোমা বিস্ফোরণকাণ্ডে উচ্চ পর্যায়ের তদন্ত চলছে ৷ এরই মধ্যে আজ ঘটনাস্থল থেকে 3 কিলোমিটার দূরে একটি চায়ের দোকানের পাশে বস্তাভরতি বারুদ উদ্ধার হল ৷ নিমতিতা স্টেশন থেকে মাত্র তিন কিলোমিটার দূরে ঔরঙ্গবাদে ওই বিস্ফোরক উদ্ধার হয়েছে । এই ঘটনার সঙ্গে নিমতিতা বিস্ফোরণকাণ্ডের কোনও যোগ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ৷
নিমতিতা স্টেশনে বিস্ফোরণে রাজ্যের মন্ত্রী জখম হওয়ার পর কী ধরনের বিস্ফোরক সেখানে ব্যবহার হয়েছিল তা এখনও জানা যায়নি । গত বুধবার রাতে ওই ঘটনার পর বৃহস্পতিবার তদন্ত শুরু করেছে সিআইডি ও ফরেনসিক দল। আর তারই মাঝে আজ সকালে নিমতিতা স্টেশনের কাছে এই বারুদ উদ্ধারের ঘটনায় এলাকায় শোরগোল পড়েছে ৷ সকাল থেকে ওই বারুদকে ছাই ভেবে মুঠো মুঠো নিয়ে যাচ্ছিল স্থানীয় কিছু বাচ্চা । কিন্তু সেগুলি দেখে এলাকাবাসীর সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেয় তারা । সুতি থানার পুলিশ এসে সেই বস্তা থেকে বারুদ উদ্ধার করে ৷
আরও পড়ুন : নিমতিতা স্টেশনের ছাদ থেকে মিলল কাটা আঙুলের টুকরো
এই বারুদ উদ্ধারের ঘটনায় যদি নিমতিতা স্টেশনের বিস্ফোরণের যোগ থাকে তবে, তদন্তের মোড় ঘুরে যেতে পারে বলে মনে করা হচ্ছে ৷ পাশাপাশি এই ঘটনা আরও একটি দিকও উড়িয়ে দিচ্ছে না পুলিশ ৷ তাদের মতে, নিমতিতা স্টেশনের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত শুরু হওয়ায় স্থানীয় দুষ্কৃতীরা বারুদ ফেলে রেখে যেতে পারে ৷ নিমতিতার ঘটনার সঙ্গে এই বারুদের সম্পর্ক রয়েছে কি না তা এখন তদন্ত সাপেক্ষ ৷ ইতিমধ্যে সুতি থানার পুলিশ বারুদ উদ্ধার করে নিয়ে গিয়েছে।