ETV Bharat / state

আশপাশে নেই জঙ্গল, হঠাত্ লোকালয়ে 2 হরিণ দেখে হুলুস্থুল - হরিণ

হঠাত্ লোকালয়ে 2টি হরিণ ঢুকে পড়ায় হুলুস্থুল পড়ে গেল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ৷ আশপাশে কোনও জঙ্গল না-থাকায় কোথা থেকে সেই হরিণ এল তা নিয়ে সন্দিহান স্থানীয়রা ৷

deer found at raghunathganj
আশপাশে নেই জঙ্গল, হঠাত্ লোকালয়ে 2 হরিণ দেখে হুলুস্থুল
author img

By

Published : Apr 30, 2021, 3:33 PM IST

রঘুনাথগঞ্জ, 30 এপ্রিল: ধারেপাশে নেই কোনও জঙ্গল বা অভয়ারণ্য । সেখানেই আচমকা লোকালয়ে ঢুকে পড়ল দুটি হরিণ । সকাল সকাল হঠাৎ হরিণের ছোটাছুটিতে এলাকায় হুলুস্থুল পড়ে যায়। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ঘটনা। কীভাবে দুটি হরিণ লোকালয়ে ঢুকে পড়ল, তা নিয়ে খোঁজ খবর শুরু হয়েছে ।

আশেপাশে কোনও জঙ্গল না থাকলেও গ্রামীণ এলাকায় দুটি হরিণের আগমন ঘিরে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় । জানা গিয়েছে, শুক্রবার সকালে হঠাতই রঘুনাথগঞ্জ-2 নম্বর ব্লকের সেকেন্দ্রা অঞ্চলে দুটি হরিণ দেখতে পান এলাকাবাসীরা । শুরু হয়ে যায় হুলুস্থুল কাণ্ড । হরিণকে তাড়া করতে শুরু করেন এলাকাবাসীরা ।

আরও পড়ুন: নয়া 55 অক্সিজেন প্ল্যান্টের কাজ দ্রুত শুরু করতে তত্পর রাজ্য

হরিণকে তাড়া স্থানীয়দের

ওই এলাকায় হরিণ কোথা থেকে এল, তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে । স্থানীয়দের একাংশের দাবি, নদিয়ার দিক থেকে হরিণ দুটি এসে পৌঁছেছে সেকেন্দ্রায় । কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, প্রশাসনের নজর এড়িয়ে কীভাবে এতটা পথ পাড়ি দিয়ে গ্রামীণ এলাকায় এল ওই হরিণ ? এ দিকে হরিণের ছোটাছুটির খবর দেওয়া হয়ে বন দফতরের আধিকারিকদের । হরিণ দুটি ধরার চেষ্টা করছে বনদফতর ।

রঘুনাথগঞ্জ, 30 এপ্রিল: ধারেপাশে নেই কোনও জঙ্গল বা অভয়ারণ্য । সেখানেই আচমকা লোকালয়ে ঢুকে পড়ল দুটি হরিণ । সকাল সকাল হঠাৎ হরিণের ছোটাছুটিতে এলাকায় হুলুস্থুল পড়ে যায়। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ঘটনা। কীভাবে দুটি হরিণ লোকালয়ে ঢুকে পড়ল, তা নিয়ে খোঁজ খবর শুরু হয়েছে ।

আশেপাশে কোনও জঙ্গল না থাকলেও গ্রামীণ এলাকায় দুটি হরিণের আগমন ঘিরে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় । জানা গিয়েছে, শুক্রবার সকালে হঠাতই রঘুনাথগঞ্জ-2 নম্বর ব্লকের সেকেন্দ্রা অঞ্চলে দুটি হরিণ দেখতে পান এলাকাবাসীরা । শুরু হয়ে যায় হুলুস্থুল কাণ্ড । হরিণকে তাড়া করতে শুরু করেন এলাকাবাসীরা ।

আরও পড়ুন: নয়া 55 অক্সিজেন প্ল্যান্টের কাজ দ্রুত শুরু করতে তত্পর রাজ্য

হরিণকে তাড়া স্থানীয়দের

ওই এলাকায় হরিণ কোথা থেকে এল, তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে । স্থানীয়দের একাংশের দাবি, নদিয়ার দিক থেকে হরিণ দুটি এসে পৌঁছেছে সেকেন্দ্রায় । কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, প্রশাসনের নজর এড়িয়ে কীভাবে এতটা পথ পাড়ি দিয়ে গ্রামীণ এলাকায় এল ওই হরিণ ? এ দিকে হরিণের ছোটাছুটির খবর দেওয়া হয়ে বন দফতরের আধিকারিকদের । হরিণ দুটি ধরার চেষ্টা করছে বনদফতর ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.