ETV Bharat / state

CBI Raid at MLA House: জীবনকৃষ্ণের বাড়ি লাগোয়া জঙ্গলে মিলল 6 ব্যাগ !

জীবনকৃষ্ণ সাহার বসত বাড়ির পিছনের জঙ্গল থেকে উদ্ধার করা হল ছ'টি ব্যাগ ! শেষ পাওয়া খবর অনুসারে, তাঁর বড়ঞার বাড়িতে এখনও চলছে তল্লাশি অভিযান ৷ অন্যদিকে, বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ ৷

author img

By

Published : Apr 15, 2023, 3:20 PM IST

CBI seized six bags during Raid at TMC MLA Jiban Krishna Saha house in Burwan of Murshidabad
বিধায়কের বাড়িতে সিবিআই অভিযান
জঙ্গল থেকে উদ্ধার 6টি ব্যাগ

বড়ঞা (মুর্শিদাবাদ), 15 এপ্রিল: তাঁর নাকি এতটাই অহং বোধ যে মানুষজনকে বলতেন, তাঁকে ভোট দিয়ে জেতানোর কোনও প্রয়োজন নেই ! এলাকাবাসীর সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারও করতেন ! উন্নয়নের জন্য কখনও কোনও কাজ করেননি ! বদলে চাকরি দেওয়ার নামে শুধুই মানুষের কাছ থেকে টাকা তুলেছিলেন ! বিধায়ক জীবনকৃষ্ণ সাহা সম্পর্কে এমনই সব অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা ৷ শুক্রবার থেকে তাঁর মুর্শিদাবাদের বড়ঞার বাড়িতে তল্লাশি শুরু করেছে সিবিআই ৷ 24 ঘণ্টা কেটে গেলেও সেই তল্লাশি পর্ব শেষ হয়নি ৷ এই গোটা সময়টায় বাইরের কাউকে ওই বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি ৷ বের হতে পারেননি বাড়ির ভিতরে থাকা মানুষজনও ৷ এরই মধ্যে বিধায়কের বাড়ির পিছনের জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে ছ'টি ব্যাগ ! সেগুলি ঘিরে বাড়ছে রহস্য ৷

সম্প্রতি বাম আমলের শিক্ষা দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা ৷ শুক্রবার সেই তাঁরই বাড়িতে পৌঁছে যায় সিবিআই ৷ শুরু হয় খানাতল্লাশি ৷ জীবনকৃষ্ণের বিরুদ্ধে রাজ্যের নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে ৷ সূত্রের দাবি, ইতিমধ্যেই বিধায়ককে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৷ তার মধ্যেই তিনি না কি পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেন ! তবে, গোয়েন্দারা তাঁর সেই উদ্যোগে জল ঢেলে দেন ! তাঁকে পাকড়াও করে পাঁচিল থেকে নামিয়ে আনা হয় ৷ আরও জানা গিয়েছে, সিবিআই অভিযান চলাকালীনই বাড়ির পিছনের পুকুরে দু'টি মোবাইল ও একটি পেনড্রাইভ ছুড়ে ফেলে দেন তিনি ! সেগুলি উদ্ধার করতে পাম্প বসিয়ে পুকুরে জল ছেঁচার কাজ শুরু হয়েছে ৷

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় বড়ঞার তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই হানা

এর পাশাপাশি, বিধায়কের বাড়ির আশপাশ ঘিরে থাকা জঙ্গলেও তল্লাশি শুরু করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ সেই জঙ্গল থেকেই মিলেছে ছ'টি ব্য়াগ ! মনে করা হচ্ছে, ওই ব্যাগগুলির মধ্যে কোনও গুরুত্বপূর্ণ নথি বা তথ্যপ্রমাণ থাকতে পারে ৷ ফলে তা নিয়ে রহস্য বাড়ছে ৷ আর এসবের মধ্যেই বিধায়কের বিরুদ্ধে একটু একটু করে মুখ খুলছেন এলাকাবাসীর একাংশ ৷ বিধায়কের বিরুদ্ধে হাজারো অভিযোগ রয়েছে তাঁদের ৷ এমনকী, কেউ কেউ জীবনকৃষ্ণকে গ্রেফতার করারও দাবি তুলেছেন !

জঙ্গল থেকে উদ্ধার 6টি ব্যাগ

বড়ঞা (মুর্শিদাবাদ), 15 এপ্রিল: তাঁর নাকি এতটাই অহং বোধ যে মানুষজনকে বলতেন, তাঁকে ভোট দিয়ে জেতানোর কোনও প্রয়োজন নেই ! এলাকাবাসীর সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারও করতেন ! উন্নয়নের জন্য কখনও কোনও কাজ করেননি ! বদলে চাকরি দেওয়ার নামে শুধুই মানুষের কাছ থেকে টাকা তুলেছিলেন ! বিধায়ক জীবনকৃষ্ণ সাহা সম্পর্কে এমনই সব অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা ৷ শুক্রবার থেকে তাঁর মুর্শিদাবাদের বড়ঞার বাড়িতে তল্লাশি শুরু করেছে সিবিআই ৷ 24 ঘণ্টা কেটে গেলেও সেই তল্লাশি পর্ব শেষ হয়নি ৷ এই গোটা সময়টায় বাইরের কাউকে ওই বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি ৷ বের হতে পারেননি বাড়ির ভিতরে থাকা মানুষজনও ৷ এরই মধ্যে বিধায়কের বাড়ির পিছনের জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে ছ'টি ব্যাগ ! সেগুলি ঘিরে বাড়ছে রহস্য ৷

সম্প্রতি বাম আমলের শিক্ষা দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা ৷ শুক্রবার সেই তাঁরই বাড়িতে পৌঁছে যায় সিবিআই ৷ শুরু হয় খানাতল্লাশি ৷ জীবনকৃষ্ণের বিরুদ্ধে রাজ্যের নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে ৷ সূত্রের দাবি, ইতিমধ্যেই বিধায়ককে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৷ তার মধ্যেই তিনি না কি পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেন ! তবে, গোয়েন্দারা তাঁর সেই উদ্যোগে জল ঢেলে দেন ! তাঁকে পাকড়াও করে পাঁচিল থেকে নামিয়ে আনা হয় ৷ আরও জানা গিয়েছে, সিবিআই অভিযান চলাকালীনই বাড়ির পিছনের পুকুরে দু'টি মোবাইল ও একটি পেনড্রাইভ ছুড়ে ফেলে দেন তিনি ! সেগুলি উদ্ধার করতে পাম্প বসিয়ে পুকুরে জল ছেঁচার কাজ শুরু হয়েছে ৷

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় বড়ঞার তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই হানা

এর পাশাপাশি, বিধায়কের বাড়ির আশপাশ ঘিরে থাকা জঙ্গলেও তল্লাশি শুরু করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ সেই জঙ্গল থেকেই মিলেছে ছ'টি ব্য়াগ ! মনে করা হচ্ছে, ওই ব্যাগগুলির মধ্যে কোনও গুরুত্বপূর্ণ নথি বা তথ্যপ্রমাণ থাকতে পারে ৷ ফলে তা নিয়ে রহস্য বাড়ছে ৷ আর এসবের মধ্যেই বিধায়কের বিরুদ্ধে একটু একটু করে মুখ খুলছেন এলাকাবাসীর একাংশ ৷ বিধায়কের বিরুদ্ধে হাজারো অভিযোগ রয়েছে তাঁদের ৷ এমনকী, কেউ কেউ জীবনকৃষ্ণকে গ্রেফতার করারও দাবি তুলেছেন !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.