ETV Bharat / state

Blast at ICDS Center: ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদ

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে একটি অঙ্গনওয়াড়ি রবিবার বিস্ফোরণের ঘটনা ঘটে ৷ বোমা ফেটে ওই বিস্ফোরণ হয় বলে অনুমাণ ৷ তদন্তে নেমেছে পুলিশ ৷

ETV Bharat
অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিস্ফোরণ
author img

By

Published : Aug 20, 2023, 10:55 PM IST

ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদ

রঘুনাথগঞ্জ, 20 অগস্ট: রবিবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে একটি আইসিডিএস সেন্টারে বোমা বিস্ফরণের ঘটনা ঘটে ৷ যার জেরে উড়ে যায় ওই সেন্টারের ছাদ । ঘটনাকে কেন্দ্র করে এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায় ৷ রবিবার সকালে ঘটনাটি ঘটে রঘুনাথগঞ্জের লক্ষ্মীজোলায় একটি বন্ধ আইসিডিএস সেন্টারে ৷ তবে বন্ধ আইসিডিএস সেন্টারে বোমা এল কোথা থেকে সেই প্রশ্ন উঠছে ৷ ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় ৷

মনে করা হচ্ছে আইসিডিএস সেন্টারটি বন্ধ থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে । যদিও জানা গিয়েছে, আইসিডিএস সেন্টারটির মূল ভবনটি বন্ধ রেখেই বাইরে শিশুদের ক্লাস হয় । স্থানীয়রা জানিয়েছেন, এদিন বিকট শব্দে ওই সেন্টারে বোমা বিস্ফোরণ ঘটে । আশেপাশের লোকজন ছুটে এসে দেখেন সমগ্র এলাকা ধোঁয়ায় ঢেকে গিয়েছে এবং সেন্টারের ছাদ উড়ে গিয়েছে । পুরো ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ । স্থানীয়রা জানিয়েছেন দীর্ঘদিন ধরেই বন্ধ এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি ৷

আরও পড়ুন: পোষ্যকে নিয়ে সমস্যা, রাগে স্ত্রী ও দুই সন্তানকে কুপিয়ে খুন! আত্মঘাতী অভিযুক্ত

মাত্র এক সপ্তাহ আগে কান্দি থানার মুনিগ্রামের এক অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে উদ্ধার হয় সাতটি তাজা বোমা । তারপর থেকে আতঙ্কে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু পাঠাতে চাইছেন না বহু অভিভসবক । কে বা কারা বোমা রেখেছিল তারও কোনও কিনারা করতে পারেনি পুলিশ । এইঅ অবস্থায় রবিবার ফের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিস্ফোরণ ঘটায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে, দুস্কৃতীরা কি বোমা মজুতের আঁতুড় ঘর তৈরি করেছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে ! 2014 সালে তৈরি হলেও এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি ব্যবহার করা হত না বলেই খবর ৷ রঘুনাথগঞ্জের আইসি সন্দীপ চট্টরাজ জানিয়েছেন, ঘটনাস্থল থেকে কিছু বোমের স্প্লিন্টার এবং সুতলি পাওয়া গিয়েছে ৷ এর থেকে মনে করা হচ্ছে মজুত বোমা থেকেই বিস্ফোরণ ঘটেছে ৷

ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদ

রঘুনাথগঞ্জ, 20 অগস্ট: রবিবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে একটি আইসিডিএস সেন্টারে বোমা বিস্ফরণের ঘটনা ঘটে ৷ যার জেরে উড়ে যায় ওই সেন্টারের ছাদ । ঘটনাকে কেন্দ্র করে এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায় ৷ রবিবার সকালে ঘটনাটি ঘটে রঘুনাথগঞ্জের লক্ষ্মীজোলায় একটি বন্ধ আইসিডিএস সেন্টারে ৷ তবে বন্ধ আইসিডিএস সেন্টারে বোমা এল কোথা থেকে সেই প্রশ্ন উঠছে ৷ ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় ৷

মনে করা হচ্ছে আইসিডিএস সেন্টারটি বন্ধ থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে । যদিও জানা গিয়েছে, আইসিডিএস সেন্টারটির মূল ভবনটি বন্ধ রেখেই বাইরে শিশুদের ক্লাস হয় । স্থানীয়রা জানিয়েছেন, এদিন বিকট শব্দে ওই সেন্টারে বোমা বিস্ফোরণ ঘটে । আশেপাশের লোকজন ছুটে এসে দেখেন সমগ্র এলাকা ধোঁয়ায় ঢেকে গিয়েছে এবং সেন্টারের ছাদ উড়ে গিয়েছে । পুরো ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ । স্থানীয়রা জানিয়েছেন দীর্ঘদিন ধরেই বন্ধ এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি ৷

আরও পড়ুন: পোষ্যকে নিয়ে সমস্যা, রাগে স্ত্রী ও দুই সন্তানকে কুপিয়ে খুন! আত্মঘাতী অভিযুক্ত

মাত্র এক সপ্তাহ আগে কান্দি থানার মুনিগ্রামের এক অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে উদ্ধার হয় সাতটি তাজা বোমা । তারপর থেকে আতঙ্কে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু পাঠাতে চাইছেন না বহু অভিভসবক । কে বা কারা বোমা রেখেছিল তারও কোনও কিনারা করতে পারেনি পুলিশ । এইঅ অবস্থায় রবিবার ফের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিস্ফোরণ ঘটায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে, দুস্কৃতীরা কি বোমা মজুতের আঁতুড় ঘর তৈরি করেছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে ! 2014 সালে তৈরি হলেও এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি ব্যবহার করা হত না বলেই খবর ৷ রঘুনাথগঞ্জের আইসি সন্দীপ চট্টরাজ জানিয়েছেন, ঘটনাস্থল থেকে কিছু বোমের স্প্লিন্টার এবং সুতলি পাওয়া গিয়েছে ৷ এর থেকে মনে করা হচ্ছে মজুত বোমা থেকেই বিস্ফোরণ ঘটেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.