বহরমপুর , 13 এপ্রিল : যান্ত্রিক ত্রুটির কারণে উড়তে পারল না দিলীপ ঘোষের হেলিকপ্টার ৷ বহরমপুরে ঘন্টা দেড়েক হেলিকপ্টারে অপেক্ষার পর অবশেষে বেলা আড়াইটে নাগাদ সড়কপথেই কলকাতার উদ্দেশ্যে রওনা দেন বিজেপির রাজ্য সভাপতি। যদিও কপ্টার বিভ্রাট নিয়ে কোনও মন্তব্য করতে চাননি দিলীপ ঘোষ।
সোমবার জঙ্গিপুর মহকুমায় চারটি জনসভা করেন দিলীপ ঘোষ। রাতে সড়কপথে বহরমপুরের এক হোটেলে বিশ্রাম নেন। মঙ্গলবার সকালে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে চা চক্রেও যোগ দেন। এদিন সকাল সাড়ে দশটা নাগাদ রঘুনাথগঞ্জ থেকে তাঁর হেলিকপ্টার এসে পৌঁছয় বহরমপুর স্টেডিয়াম মাঠে। সাড়ে বারোটা নাগাদ সেখান থেকেই হেলিকপ্টারে কলকাতা রওনা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু হেলিকপ্টারে ওঠার পর কোনোভাবেই হেলিকপ্টারটি আর উপরে উঠতে পারেনি। যান্ত্রিক ত্রুটির কারণেই এই ঘটনা বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, প্রায় দেড় ঘণ্টা হেলিকপ্টারেই বসে ছিলেন দিলীপ ঘোষ। পরে বহরমপুরে এক বেসরকারি হোটেলে বিশ্রাম নেন। ততক্ষণে সড়কপথে যাওয়ার ব্যবস্থা করা হয়। দুপুর আড়াইটে নাগাদ সড়কপথেই কলকাতার উদ্দেশ্যে রওনা দেন দিলীপ ঘোষ। এই বিলম্বের কারণে আজকের দিলীপবাবুর পরবর্তী সভা স্থগিত রাখতে হয়।
আরও পড়ুন : মমতা-মোদি-অমিত, তিনজনের মধ্যে কোথাও যেন খুব ভাব