ETV Bharat / state

Bomb Recover : বাঁশবাগানে দুই ব্যাগ ভর্তি বোমা উদ্ধার, আতঙ্কিত সামশেরগঞ্জবাসী - সামশেরগঞ্জ

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার কোহেতপুরে বাঁশবাগানে দুই ব্যাগ ভর্তি বোমা উদ্ধার ৷ ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ ৷ এর জন্য বিভিন্ন রাজনৈতিক দলকেই দায়ী করেছেন তাঁরা ৷

at least 30 bombs recover in Samserganj of Murshidabad
Bomb Recover : বাঁশবাগানে দুই ব্যাগ ভরতি বোমা উদ্ধার, আতঙ্কিত সামশেরগঞ্জবাসী
author img

By

Published : Aug 4, 2021, 3:02 PM IST

সামশেরগঞ্জ, 4 অগস্ট : সাতসকালে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার কোহেতপুরে ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন এলাকাবাসীই প্রথম বোমাগুলি পড়ে থাকতে দেখেন ৷ তাঁরা জানিয়েছেন, দাবিদারহীন দু’টি ব্য়াগের ভিতর রাখা ছিল বোমাগুলি ৷ এলাকার বাসিন্দাদের কাছ থেকে সেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামশেরগঞ্জ থানার পুলিশ ৷ ওই বাঁশবাগান থেকে বোমা-সহ ব্যাগ দু’টি উদ্ধার করে নিয়ে যায় তারা ৷ তাতে অন্তত 30 টি বোমা ছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে ৷ বোমাগুলি নিস্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : Bomb Recovered: কান্দিতে 12টি বোমা উদ্ধার, গ্রেফতার তৃণমূল নেতা

এই ঘটনার পরই যে জায়গা থেকে বোমাগুলি উদ্ধার করা হয়, সেটিকে ঘিরে ফেলে পুলিশ ৷ ওই এলাকায় আরও বোমা রয়েছে কিনা, তা খুঁজে দেখা হচ্ছে ৷ এদিকে, বোমা উদ্ধারের কথা চাউর হতেই এলাকায় উত্তেজনা ছড়ায় ৷ ঘটনাস্থলে উৎসাহী মানুষের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকর্মীদের ৷ তবে নিরাপত্তার খাতিরে তাঁদের কাউকেই ঘটনাস্থলের কাছে ঘেঁষতে দেওয়া হয়নি ৷

প্রসঙ্গত, মুর্শিদাবাদের এই কেন্দ্রে বিধানসভা নির্বাচন হয়নি ৷ নিয়ম মাফিক, উপনির্বাচনের সময়েই এই কেন্দ্রে ভোট করানো হবে ৷ তাই রাজ্য়ের অন্য়ান্য অংশে ভোটের উত্তেজনা থিতিয়ে গেলেও এখানে তা অব্যাহত ৷ আর সেই কারণেই জারি রয়েছে ভোটকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের আকচাআকচি ৷ বিশেষ করে শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে উঠেছে ৷ এই অবস্থায় একের পর এক বোমা উদ্ধারের ঘটনা ঘটছে ৷

আরও পড়ুন : বড়ঞায় নির্মীয়মাণ বাড়ি থেকে 54টি বোমা উদ্ধার

পুলিশ সূত্রে খবর, মাস দু’য়েক আগেই সামশেরগঞ্জ থেকে 122 টি বোমা উদ্ধার করা হয়েছিল ৷ তারপর আবার এই ঘটনা ৷ এলাকাবাসীর অভিযোগ, রাজনৈতিক লড়াইয়ের জন্যই বোমা মজুত করা হচ্ছে ৷ এর জন্য সব দলকেই কাঠগড়ায় তুলছেন স্থানীয় বাসিন্দারা ৷ গোটা ঘটনায় তাঁরা আতঙ্কিত ৷ বাসিন্দারা চান, পুলিশ আরও সক্রিয় হোক ৷ যাতে ভোটকে কেন্দ্র করে কোথাও কোনও অশান্তি না ছড়ায় ৷

সামশেরগঞ্জ, 4 অগস্ট : সাতসকালে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার কোহেতপুরে ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন এলাকাবাসীই প্রথম বোমাগুলি পড়ে থাকতে দেখেন ৷ তাঁরা জানিয়েছেন, দাবিদারহীন দু’টি ব্য়াগের ভিতর রাখা ছিল বোমাগুলি ৷ এলাকার বাসিন্দাদের কাছ থেকে সেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামশেরগঞ্জ থানার পুলিশ ৷ ওই বাঁশবাগান থেকে বোমা-সহ ব্যাগ দু’টি উদ্ধার করে নিয়ে যায় তারা ৷ তাতে অন্তত 30 টি বোমা ছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে ৷ বোমাগুলি নিস্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : Bomb Recovered: কান্দিতে 12টি বোমা উদ্ধার, গ্রেফতার তৃণমূল নেতা

এই ঘটনার পরই যে জায়গা থেকে বোমাগুলি উদ্ধার করা হয়, সেটিকে ঘিরে ফেলে পুলিশ ৷ ওই এলাকায় আরও বোমা রয়েছে কিনা, তা খুঁজে দেখা হচ্ছে ৷ এদিকে, বোমা উদ্ধারের কথা চাউর হতেই এলাকায় উত্তেজনা ছড়ায় ৷ ঘটনাস্থলে উৎসাহী মানুষের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকর্মীদের ৷ তবে নিরাপত্তার খাতিরে তাঁদের কাউকেই ঘটনাস্থলের কাছে ঘেঁষতে দেওয়া হয়নি ৷

প্রসঙ্গত, মুর্শিদাবাদের এই কেন্দ্রে বিধানসভা নির্বাচন হয়নি ৷ নিয়ম মাফিক, উপনির্বাচনের সময়েই এই কেন্দ্রে ভোট করানো হবে ৷ তাই রাজ্য়ের অন্য়ান্য অংশে ভোটের উত্তেজনা থিতিয়ে গেলেও এখানে তা অব্যাহত ৷ আর সেই কারণেই জারি রয়েছে ভোটকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের আকচাআকচি ৷ বিশেষ করে শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে উঠেছে ৷ এই অবস্থায় একের পর এক বোমা উদ্ধারের ঘটনা ঘটছে ৷

আরও পড়ুন : বড়ঞায় নির্মীয়মাণ বাড়ি থেকে 54টি বোমা উদ্ধার

পুলিশ সূত্রে খবর, মাস দু’য়েক আগেই সামশেরগঞ্জ থেকে 122 টি বোমা উদ্ধার করা হয়েছিল ৷ তারপর আবার এই ঘটনা ৷ এলাকাবাসীর অভিযোগ, রাজনৈতিক লড়াইয়ের জন্যই বোমা মজুত করা হচ্ছে ৷ এর জন্য সব দলকেই কাঠগড়ায় তুলছেন স্থানীয় বাসিন্দারা ৷ গোটা ঘটনায় তাঁরা আতঙ্কিত ৷ বাসিন্দারা চান, পুলিশ আরও সক্রিয় হোক ৷ যাতে ভোটকে কেন্দ্র করে কোথাও কোনও অশান্তি না ছড়ায় ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.