ETV Bharat / state

জটলা ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, পালাতে গিয়ে 2 শিশুর গায়ে পড়ল গরম চা

জঙ্গিপুর লোকসভার সুতি থানার হরিপুরে পুলিশের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ । আতঙ্কে ছুটে পালাতে গিয়ে গরম চা পড়ে জখম দুই শিশু ।

জখম দুই শিশু
author img

By

Published : Apr 23, 2019, 11:39 AM IST

জঙ্গিপুর, 23 এপ্রিল : জঙ্গিপুর লোকসভার সুতি থানার হরিপুরে পুলিশের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ । আতঙ্কে ছুটে পালাতে গিয়ে গরম চা পড়ে জখম দুই শিশু । বুথ থেকে তিনশো থেকে চারশো মিটার দূরে চায়ের দোকানে জটলা ছত্রভঙ্গ করার চেষ্টা করতে গিয়েই এই বিপত্তি ।

নিয়ম অনুয়ায়ী কোনও বুথ থেকে 200 মিটার পর্যন্ত 144 ধারা জারি থাকে । জানা গেছে সুতি থানার হরিপুরের ওই এলাকার 93 ও 94 নম্বর বুথের থেকে মোটামুটি তিনশো থেকে চারশো মিটার দূরে একটি দোকানে জটলা দেখতে পান টহলরত পুলিশ, সেক্টর অফিসার ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । অভিযোগ, সেই জটলা ছত্রভঙ্গ করতে গিয়ে তাণ্ডব চালায় পুলিশ ।

দেখুন ভিডিয়ো

স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছিল 93 ও 94 নম্বর বুথে । তবে ভোটগ্রহণ শুরুর দু'ঘণ্টা পর হঠাৎ ভোটারদের উপর চড়াও হয় টহলরত নিরাপত্তারক্ষীরা । চায়ের দোকানে ঢুকে লাঠিচার্জ করা হয় বলেও অভিযোগ ।

জঙ্গিপুর, 23 এপ্রিল : জঙ্গিপুর লোকসভার সুতি থানার হরিপুরে পুলিশের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ । আতঙ্কে ছুটে পালাতে গিয়ে গরম চা পড়ে জখম দুই শিশু । বুথ থেকে তিনশো থেকে চারশো মিটার দূরে চায়ের দোকানে জটলা ছত্রভঙ্গ করার চেষ্টা করতে গিয়েই এই বিপত্তি ।

নিয়ম অনুয়ায়ী কোনও বুথ থেকে 200 মিটার পর্যন্ত 144 ধারা জারি থাকে । জানা গেছে সুতি থানার হরিপুরের ওই এলাকার 93 ও 94 নম্বর বুথের থেকে মোটামুটি তিনশো থেকে চারশো মিটার দূরে একটি দোকানে জটলা দেখতে পান টহলরত পুলিশ, সেক্টর অফিসার ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । অভিযোগ, সেই জটলা ছত্রভঙ্গ করতে গিয়ে তাণ্ডব চালায় পুলিশ ।

দেখুন ভিডিয়ো

স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছিল 93 ও 94 নম্বর বুথে । তবে ভোটগ্রহণ শুরুর দু'ঘণ্টা পর হঠাৎ ভোটারদের উপর চড়াও হয় টহলরত নিরাপত্তারক্ষীরা । চায়ের দোকানে ঢুকে লাঠিচার্জ করা হয় বলেও অভিযোগ ।

Intro:বহরমপুর - দিদি এখানে দাদাগিরি করে গরিবদের অধিকার থেকে বঞ্চিত করেছে । বাংলার সরকার বারবার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের' মদত দিয়ে বাংলার সুরক্ষাকে গভীর সংকটের মধ্যে ফেলেছে । সোমবার বহরমপুর এফ ইউ সি মাঠের নির্বাচনী জনসভা থেকে মমতা ব্যানার্জীর বিরুদ্ধে এ ভাষাতেই আক্রমণও শানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । পাশাপাশি বাংলা দুরবস্থা নিয়ে বাম কংগ্রেসকেও দায়ী করেছেন তিনি ।


Body:বহরমপুর এর নির্বাচনী সভায় 30 মিনিটের বক্তব্যে অডিটিনাথ সিংহভাগ ব্যয় করলেন তৃণমূলের বিরুদ্ধে। তিনি বলেন, ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে কংগ্রেসের ষড়যন্ত্রে মুর্শিদাবাদ বাংলাদেশের চলে যেত । বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ এ গরিবি ,শোষণ ,অত্যাচার, দুর্ভিক্ষের যে বর্ণনা দেওয়া হয়েছে স্বাধীনতার 70 বছর পরেও কংগ্রেস ,সিপিএম, তৃণমূল সরকার গরিবি বেরোজগারি অনুপ্রবেশকারীদের' রুখতে কোন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়নি । এরা বাংলার মানুষের সঙ্গে ন্যায় করলে বাংলায় শোনা ফল তো । কিন্তু রাজনৈতিক নেতৃত্ব বেকারি গরিবের দিকে বাংলাকে ঠেলে দিয়েছে । রাজনীতির স্বার্থে অনুপ্রবেশকারীদের' মধ্য দিয়ে বাংলার সুরক্ষা গভীর সংকটের মধ্যে ফেলেছে ।তিনি আরো বলেন, বাংলায় বিজেপি সরকার থাকলে সবার বিকাশ হত কিন্তু দুর্ভাগ্য বাংলার তৃণমূল সরকারের যা করা উচিত ছিল তা করেনি। তার কারণেই বাংলার মানুষের কাছে কেন্দ্রে সাহায্য পৌঁছাচ্ছে না । দিদি এখানে দাদাগিরি করে গরিবদের অধিকার থেকে বঞ্চিত করছে । তাই মোদিজি প্রধানমন্ত্রী মানেই ভারতের সুরক্ষা ব্যবস্থা আরো পাকা হওয়া। বাংলাদেশী অনুপ্রবেশকারীদের সমস্যা সমাধান করাই আমাদের লক্ষ্য।


Conclusion:এদিন বহরমপুর এফ ইউ সি মাঠ যোগী আদিত্যনাথ এর বক্তব্য শুনতে কানায় কানায় ভরে গিয়েছিল । বিভিন্ন সময় বিজেপি সমর্থকরা করতালি ও যোগীজি যোগীজি বলে তাকে উৎসাহিত করেছেন।।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.