সালার, 18 এপ্রিল: কোরোনা ছোবল এবার মুর্শিদাবাদে । জেলার সালার ব্লকের ভূষণ্ডা গ্রামের এক বৃদ্ধ কোরোনায় আক্রান্ত হয়েছেন । এরপরই প্রশাসনের নির্দেশে গোটা গ্রাম ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয় । পাশাপাশি মুর্শিদাবাদের সঙ্গে অন্য জেলার যোগাযোগ পথও বন্ধ করে দেওয়া হয়েছে । এদিকে কোরোনা আক্রান্ত ওই ব্যক্তি আদৌ জীবিত আছেন কী না তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা । বৃদ্ধের পরিবারকে সালারের কোয়ারান্টাইন সেন্টারে রাখা হয়েছে ।
বৃহস্পতিবার ভূষণ্ডা গ্রামের ওই বৃদ্ধের লালারসের নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে । এই খবর চাউর হতেই আতঙ্কে রয়েছে গ্রামবাসীরা । লকডাউনের কারণে এতদিন গ্রামের ভিতরের পথ দিয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করছিল মানুষজন । যাতায়াত বন্ধ করতে প্রথমেই গাছের ডাল কেটে রাস্তার মোড়ে ফেলে অবরুদ্ধ করে দেয় গ্রামবাসীরা । ব্যারিকেড করে পুরো গ্রাম ঘিরে দেওয়া হয়েছে । যাতে বাইরের কেউ যেন গ্রামে ঢুকতে না পারে বা গ্রাম থেকে কেউ বেরোতে না পারে ।
![গ্রামে ঢোকার পথে ব্যারিকেড দেওয়া হয়েছে](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-msd-01-coronaaffected-wb10008_18042020141239_1804f_1587199359_1062.png)
কোরোনা আক্রান্তের হদিশ মিলতেই তড়িঘড়ি মুর্শিদাবাদ জেলার সমস্ত সীমান্ত সিল করে দেওয়া হয় । আজ থেকে বীরভুম, বর্ধমান ও নদিয়ার সঙ্গে মুর্শিদাবাদের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে । পার্শ্ববর্তী জেলা থেকে মুর্শিদাবাদ ঢোকার সমস্ত রাস্তা লোহা বা বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে । যদিও অনেক আগেই ঝাড়খণ্ড সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছিল । ঝাড়খণ্ড সীমান্ত ও আন্তর্জাতিক ভারত বাংলাদেশ সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি ।
![আতঙ্কে গ্রামবাসী](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-msd-01-coronaaffected-wb10008_18042020141239_1804f_1587199359_643.png)
এদিকে সালারের ওই কোরোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়েছে খবর রটে যায় গ্রামে । গ্রামবাসীদের মতে, শুক্রবর রাত আড়াইটে নাগাদ নাকি মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের । যদিও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত না করায় ধোঁয়াশা তৈরি হয়েছে । এই নিয়ে জেলা স্বাস্থ্য আধিকারিক প্রশান্ত বিশ্বাস বলেন, "সালারের কোরোনা আক্রান্তের মৃত্যু নিয়ে কোনও তথ্য পাওয়া যায়নি ৷ তবে সংক্রমণের খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যে ওই ব্যক্তির পরিবারের সকলকে কোয়ারান্টাইন সেন্টারে রাখা হয়েছে ।"