মুর্শিদাবাদ, 7 ডিসেম্বর : প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিবাদ ৷ আর তার জেরে অ্য়াসিড হামলার শিকার হলেন এক কলেজ ছাত্রী ৷ ঘটনাটি মুর্শিদাবাদের কান্দির ৷ অভিযোগ বেশ কয়েক বছর ধরেই প্রতিবেশীদের সঙ্গে বাড়ির পাশের রাস্তা নিয়ে বিবাদ চলছিল ৷ সেই বিবাদের কারণেই এদিন প্রতিবেশী নিশান শেখ এবং রিন্টু শেখ ওই যুবতির উপর অ্য়াসিড ছোড়ে বলে অভিযোগ পরিবারের ৷ ঘটনায় নিশান শেখকে পুলিশ আটক করেছে ৷
আক্রান্তের পরিবারের অভিযোগ, বাড়ির পাশের রাস্তা নিয়ে দুই পরিবারে মধ্য়ে বিবাদ চলছিল ৷ সে নিয়ে এর আগেও তাঁদের উপর হামলা চালিয়েছিল নিশান, রিন্টুরা ৷ সেবার পুলিশে অভিযোগ জানাতে গেলে, পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ ওঠে ৷ এমনকী অভিযোগ জানাতে গেলে আক্রান্তের বাবাকে সেবার কর্তব্য়রত অফিসার জেলেও ঢুকিয়ে দেন বলে অভিযোগ ৷ তবে, সোমবার দুপুরে ফের ঝামেলা শুরু হলে, নিশান ও রিন্টু শেখ তাঁদের মেয়ের উপরে অ্য়াসিড ছোড়ে বলে অভিযোগ ৷ এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেছে আক্রান্ত ছাত্রীর পরিবার ৷ পুলিশ নিশান শেখকে আটক করেছে ৷
আরও পড়ুন :আগামী দিনেও মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ব, বললেন সাহসী নীলাঞ্জনা
এনিয়ে পুলিশের তরফে কোনও কিছু জানানো হয়নি ৷ তবে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন তদন্তকারী অফিসাররা ৷ আক্রান্ত ওই ছাত্রীকে গুরুতর অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে ভরতি করানো হয়েছে ৷