ETV Bharat / state

জঙ্গি সুফিয়ানের বাড়িতে সুড়ঙ্গের হদিস

বাবা সীমান্তের একটি হাইস্কুলের শিক্ষক ছিলেন । তার দাদা রানিনগরের একটি স্কুলের শিক্ষক । সুফিয়ান অবশ্য মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছে । এহেন সুফিয়ানের বাড়িতে বোমা বানানোর জিনিসপত্র উদ্ধার হওয়ায়, গোয়েন্দাদের সন্দেহ সে বিস্ফোরক বিশেষজ্ঞ ।

সুড়ঙ্গের হদিস
সুড়ঙ্গের হদিস
author img

By

Published : Sep 20, 2020, 5:37 PM IST

কলকাতা, 20 সেপ্টেম্বর : বাংলা এবং কেরালা থেকে ধৃত 9 জঙ্গিকে টানা জেরা করছেন গোয়েন্দারা। জানার চেষ্টা চলছে খুঁটিনাটি সব তথ্য। এরই মাঝে গোয়েন্দারা খোঁজ পেল একটি নতুন সুড়ঙ্গের । মুর্শিদাবাদের রানিনগরের বাসিন্দা আবু সুফিয়ানের বাড়িতে খোঁজ মিলল এই সুড়ঙ্গের । গোয়েন্দা সূত্রে খবর, সেখানে উদ্ধার হয়েছে বোমা।

আদতে পেশায় দর্জি । দীর্ঘদিন কাজ করেছে দিল্লিতে । পরিযায়ী শ্রমিক হিসেবে । সম্প্রতি বাড়িতে খুলেছিল লেদ কারখানা। তার বাড়ি রানিনগরের রামনগরের মধ্যপাড়ায় । তাকে গ্রেপ্তার করার সময় উদ্ধার হয় দুটি অ্যান্ড্রয়েড ফোন, একটি অ্যানালগ ফোন, 55 টি ফায়ার ক্র‍্যাকার, একটি 6 ভোল্টের ব্যাটারি, বোমা বানানোর দুটি সকেট, বোমা তৈরির ধাতব পাত।

তার বাবা সীমান্তের একটি হাইস্কুলের শিক্ষক ছিলেন । তার দাদা রানিনগরের একটি স্কুলের শিক্ষক । সুফিয়ান অবশ্য মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছে । এহেন সুফিয়ানের বাড়িতে বোমা বানানোর জিনিসপত্র উদ্ধার হওয়ায়, গোয়েন্দাদের সন্দেহ সে বিস্ফোরক বিশেষজ্ঞ । পাশাপাশি তার লেদ কারখানাও গোয়েন্দাদের সন্দেহের তালিকায় রয়েছে । সাম্প্রতিক বেশকিছু ঘটনায় লেদের অছিলায় অস্ত্র কারখানার হদিস পেয়েছিলেন গোয়েন্দারা। সুফিয়ানের কারখানায় কাদের আনাগোনা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সুফিয়ানের বাড়িতে মিলেছে একটি সুড়ঙ্গ। কিছুদিন আগেই সেটি তৈরি করা হয়েছে। সেই সুড়ঙ্গে পাওয়া গেছে বোমা। গোয়েন্দাদের সন্দেহ, বিস্ফোরক এবং আগ্নেয়াস্ত্র মজুত রাখার জন্যই তৈরি হয়েছিল ওই সুড়ঙ্গ। সুফিয়ানের সাম্প্রতিক কললিস্ট পেয়েছেন গোয়েন্দারা। সেই লিস্টও খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, যে চ্যাট গ্রুপের সূত্র ধরে এই জঙ্গি মডিউলের পর্দা ফাঁস করল NIA, সূত্রের খবর তার নাম ছিল গাজওয়াতুল হিন্দ । জঙ্গিরা ভারতে গাজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠার লক্ষ্যেই জেহাদ চালিয়ে যাচ্ছে । জঙ্গিদের কাছ থেকে অতীতে পাওয়া একাধিক কাগজপত্রে এই বিষয়টি গোয়েন্দাদের কাছে পরিষ্কার । সেই চ‍্যাট গ্রুপের সমস্ত তথ্য হাতে পেতে চাইছেন গোয়েন্দারা। প্রয়োজনে নির্দিষ্ট সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে যোগাযোগ করা হবে বলে গোয়েন্দা সূত্রে খবর।

এদিকে মেধাবী ছাত্র হিসেবে পরিচিত ডোমকলের গঙ্গাদাস পাড়ার বাসিন্দা নাজমুস সাকিবের ফোন থেকে উদ্ধার হয়েছে কাশ্মীরের বেশ কিছু নম্বর। ডোমকল পলিটেকনিক কলেজের কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের ছাত্রের সম্প্রতি ব্যবহারিক জীবনে পরিবর্তন এসেছে বলে জানিয়েছে স্থানীয়রা। গোয়েন্দারা জানার চেষ্টা করছেন কাশ্মীরের কাদের সঙ্গে তার যোগাযোগ ছিল ।

কলকাতা, 20 সেপ্টেম্বর : বাংলা এবং কেরালা থেকে ধৃত 9 জঙ্গিকে টানা জেরা করছেন গোয়েন্দারা। জানার চেষ্টা চলছে খুঁটিনাটি সব তথ্য। এরই মাঝে গোয়েন্দারা খোঁজ পেল একটি নতুন সুড়ঙ্গের । মুর্শিদাবাদের রানিনগরের বাসিন্দা আবু সুফিয়ানের বাড়িতে খোঁজ মিলল এই সুড়ঙ্গের । গোয়েন্দা সূত্রে খবর, সেখানে উদ্ধার হয়েছে বোমা।

আদতে পেশায় দর্জি । দীর্ঘদিন কাজ করেছে দিল্লিতে । পরিযায়ী শ্রমিক হিসেবে । সম্প্রতি বাড়িতে খুলেছিল লেদ কারখানা। তার বাড়ি রানিনগরের রামনগরের মধ্যপাড়ায় । তাকে গ্রেপ্তার করার সময় উদ্ধার হয় দুটি অ্যান্ড্রয়েড ফোন, একটি অ্যানালগ ফোন, 55 টি ফায়ার ক্র‍্যাকার, একটি 6 ভোল্টের ব্যাটারি, বোমা বানানোর দুটি সকেট, বোমা তৈরির ধাতব পাত।

তার বাবা সীমান্তের একটি হাইস্কুলের শিক্ষক ছিলেন । তার দাদা রানিনগরের একটি স্কুলের শিক্ষক । সুফিয়ান অবশ্য মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছে । এহেন সুফিয়ানের বাড়িতে বোমা বানানোর জিনিসপত্র উদ্ধার হওয়ায়, গোয়েন্দাদের সন্দেহ সে বিস্ফোরক বিশেষজ্ঞ । পাশাপাশি তার লেদ কারখানাও গোয়েন্দাদের সন্দেহের তালিকায় রয়েছে । সাম্প্রতিক বেশকিছু ঘটনায় লেদের অছিলায় অস্ত্র কারখানার হদিস পেয়েছিলেন গোয়েন্দারা। সুফিয়ানের কারখানায় কাদের আনাগোনা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সুফিয়ানের বাড়িতে মিলেছে একটি সুড়ঙ্গ। কিছুদিন আগেই সেটি তৈরি করা হয়েছে। সেই সুড়ঙ্গে পাওয়া গেছে বোমা। গোয়েন্দাদের সন্দেহ, বিস্ফোরক এবং আগ্নেয়াস্ত্র মজুত রাখার জন্যই তৈরি হয়েছিল ওই সুড়ঙ্গ। সুফিয়ানের সাম্প্রতিক কললিস্ট পেয়েছেন গোয়েন্দারা। সেই লিস্টও খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, যে চ্যাট গ্রুপের সূত্র ধরে এই জঙ্গি মডিউলের পর্দা ফাঁস করল NIA, সূত্রের খবর তার নাম ছিল গাজওয়াতুল হিন্দ । জঙ্গিরা ভারতে গাজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠার লক্ষ্যেই জেহাদ চালিয়ে যাচ্ছে । জঙ্গিদের কাছ থেকে অতীতে পাওয়া একাধিক কাগজপত্রে এই বিষয়টি গোয়েন্দাদের কাছে পরিষ্কার । সেই চ‍্যাট গ্রুপের সমস্ত তথ্য হাতে পেতে চাইছেন গোয়েন্দারা। প্রয়োজনে নির্দিষ্ট সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে যোগাযোগ করা হবে বলে গোয়েন্দা সূত্রে খবর।

এদিকে মেধাবী ছাত্র হিসেবে পরিচিত ডোমকলের গঙ্গাদাস পাড়ার বাসিন্দা নাজমুস সাকিবের ফোন থেকে উদ্ধার হয়েছে কাশ্মীরের বেশ কিছু নম্বর। ডোমকল পলিটেকনিক কলেজের কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের ছাত্রের সম্প্রতি ব্যবহারিক জীবনে পরিবর্তন এসেছে বলে জানিয়েছে স্থানীয়রা। গোয়েন্দারা জানার চেষ্টা করছেন কাশ্মীরের কাদের সঙ্গে তার যোগাযোগ ছিল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.