ETV Bharat / state

তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ, জাতীয় সড়কে ভস্মীভূত লরি - Fire News

ভয়াবহ আগুনে ভস্মীভূত 10 চাকার পণ্যবাহী লরি । আগুন ধরার পর চালক গাড়িটি রাস্তার পাশের খাদে গড়িয়ে দেওয়ায় কোন প্রাণহানি ঘটনা ঘটেনি । শনিবার রাত সাড়ে এগারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর পলসন্ডায় ।

A ten wheeler lorry destroyed due to massive fire in Nabagram
ভয়াবহ আগুনে ভস্মীভূত দশ চাকার লরি
author img

By

Published : Feb 16, 2020, 5:23 AM IST

Updated : Feb 16, 2020, 6:16 AM IST

বহরমপুর, 16 ফেব্রুয়ারি : ভয়াবহ আগুনে ভস্মীভূত 10 চাকার পণ্যবাহী লরি । আগুন ধরার পর চালক গাড়িটি রাস্তার পাশের খাদে গড়িয়ে দেওয়ায় কোন প্রাণহানির ঘটনা ঘটেনি । দমকল কেন্দ্রে খবর দেওয়া হলে ঘটনাস্থানে এসে আগুন নেভায় একটি ইঞ্জিন । তবে তার আগেই তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণের জেরে ভস্মীভূত হয়ে যায় গাড়িটি । শনিবার রাত সাড়ে এগারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর পলসন্ডায় ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পণ্যবাহী লরিটি মালদার দিক থেকে বহরমপুর আসছিল । পলসন্ডা ঢোকার আগে গাড়িটিতে আগুন ধরে যায় । গাড়ির শর্ট সার্কিট থেকেই আগুন ধরে বলে প্রাথমিক অনুমান পুলিশের। দাউদাউ করে জ্বলতে দেখে আর বিপদ আসন্ন বুঝেই চালক গাড়িটি ইচ্ছাকৃতভাবে খাদে গড়িয়ে দেয় । চালকের তাৎক্ষণিক বুদ্ধিতেই প্রাণহানির মতো দুর্ঘটনা ঘটেনি ।

জাতীয় সড়কে ভস্মীভূত লরি

দমকল কেন্দ্রে খবর দেওয়া হলে জাতীয় সড়কে যানজটের কারণে দমকল পৌঁছাতে পারেনি । দমকলের ইঞ্জিন আসার আগেই ভস্মীভূত হয়ে যায় গাড়িটি । ঘটনাস্থানে পৌঁছায় নবগ্রাম থানার পুলিশ ।

বহরমপুর, 16 ফেব্রুয়ারি : ভয়াবহ আগুনে ভস্মীভূত 10 চাকার পণ্যবাহী লরি । আগুন ধরার পর চালক গাড়িটি রাস্তার পাশের খাদে গড়িয়ে দেওয়ায় কোন প্রাণহানির ঘটনা ঘটেনি । দমকল কেন্দ্রে খবর দেওয়া হলে ঘটনাস্থানে এসে আগুন নেভায় একটি ইঞ্জিন । তবে তার আগেই তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণের জেরে ভস্মীভূত হয়ে যায় গাড়িটি । শনিবার রাত সাড়ে এগারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর পলসন্ডায় ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পণ্যবাহী লরিটি মালদার দিক থেকে বহরমপুর আসছিল । পলসন্ডা ঢোকার আগে গাড়িটিতে আগুন ধরে যায় । গাড়ির শর্ট সার্কিট থেকেই আগুন ধরে বলে প্রাথমিক অনুমান পুলিশের। দাউদাউ করে জ্বলতে দেখে আর বিপদ আসন্ন বুঝেই চালক গাড়িটি ইচ্ছাকৃতভাবে খাদে গড়িয়ে দেয় । চালকের তাৎক্ষণিক বুদ্ধিতেই প্রাণহানির মতো দুর্ঘটনা ঘটেনি ।

জাতীয় সড়কে ভস্মীভূত লরি

দমকল কেন্দ্রে খবর দেওয়া হলে জাতীয় সড়কে যানজটের কারণে দমকল পৌঁছাতে পারেনি । দমকলের ইঞ্জিন আসার আগেই ভস্মীভূত হয়ে যায় গাড়িটি । ঘটনাস্থানে পৌঁছায় নবগ্রাম থানার পুলিশ ।

Last Updated : Feb 16, 2020, 6:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.