ETV Bharat / state

Blast : বহরমপুরে বিস্ফোরণে উড়ে গেল ছাদ, জখম বৃদ্ধা - বহরমপুর

বহরমপুরে বিস্ফোরণে উড়ল বাড়ির ছাদ ৷ ঘটনায় জখম হয়েছেন এক বৃদ্ধা ৷ প্রতিবেশীদের অভিযোগ, তাঁর ছেলে স্থানীয় তৃণমূল নেতা ৷ তিনিই বাড়িতে বোমা মজুত করেছিলেন ৷ সেই বোমা বিস্ফোরণ ঘটেছে ৷ বহরমপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

বহরমপুরে ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল ছাদ, জখম বৃদ্ধা
বহরমপুরে ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল ছাদ, জখম বৃদ্ধা
author img

By

Published : Aug 25, 2021, 5:57 PM IST

Updated : Aug 25, 2021, 6:17 PM IST

বহরমপুর, 25 অগস্ট : ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল বাড়ির ছাদ । ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক বৃদ্ধা ৷ বাড়িতে মজুত বোমার বিস্ফোরণ ঘটেই এই দুর্ঘটনা বলে অনুমান পুলিশের । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । মঙ্গলবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে বহরমপুর থানার 2 নম্বর বানজেটিয়ার বেলতলা এলাকায় । জখম বৃদ্ধাকে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সবিতা মণ্ডল (65) বাড়িতে একাই থাকতেন ৷ হঠাৎই এদিন রাতে প্রচণ্ড বিস্ফোরণে এলাকা কেঁপে ওঠে । স্থানীয়রা এসে দেখেন বাড়ির টিনের চাল বিস্ফোরণে উড়ে গিয়েছে । রক্তাক্ত অবস্থায় ছটফট করছেন বৃদ্ধা ৷ আহতকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয় ।

স্থানীয়রা জানাচ্ছেন, বৃদ্ধার ছেলে ব্যবসায়ী প্রবীর মণ্ডলের ওই বাড়িতে যাতায়াত ছিল । প্রবীর স্থানীয় তৃণমূল নেতা ৷ প্রতিবেশীদের অভিযোগ, বৃদ্ধার বাড়িতে প্রচুর বোমা মজুত করা ছিল । বোমাগুলি তাঁর ছেলেই মজুত করেছিলেন বলে অভিযোগ তাঁদের । সেই বোমাই বিস্ফোরণ ঘটেছে ৷

বহরমপুরের 2 নম্বর বানজেটিয়ার বেলতলা এলাকায় বিস্ফোরণের ঘটনায় স্থানীয়রা দাবি করছেন, আগে থেকেই বাড়িতে বোমা মজুত করা ছিল ৷

বহরমপুর থানার পুলিশ বিস্ফোরণের তদন্ত শুরু করেছে । তবে ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি ৷

আরও পড়ুন : Migrant Worker Death : হায়দরাবাদে মৃত্যু মালদার পরিযায়ী শ্রমিকের, গ্রেফতার হাতুড়ে

বহরমপুর, 25 অগস্ট : ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল বাড়ির ছাদ । ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক বৃদ্ধা ৷ বাড়িতে মজুত বোমার বিস্ফোরণ ঘটেই এই দুর্ঘটনা বলে অনুমান পুলিশের । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । মঙ্গলবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে বহরমপুর থানার 2 নম্বর বানজেটিয়ার বেলতলা এলাকায় । জখম বৃদ্ধাকে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সবিতা মণ্ডল (65) বাড়িতে একাই থাকতেন ৷ হঠাৎই এদিন রাতে প্রচণ্ড বিস্ফোরণে এলাকা কেঁপে ওঠে । স্থানীয়রা এসে দেখেন বাড়ির টিনের চাল বিস্ফোরণে উড়ে গিয়েছে । রক্তাক্ত অবস্থায় ছটফট করছেন বৃদ্ধা ৷ আহতকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয় ।

স্থানীয়রা জানাচ্ছেন, বৃদ্ধার ছেলে ব্যবসায়ী প্রবীর মণ্ডলের ওই বাড়িতে যাতায়াত ছিল । প্রবীর স্থানীয় তৃণমূল নেতা ৷ প্রতিবেশীদের অভিযোগ, বৃদ্ধার বাড়িতে প্রচুর বোমা মজুত করা ছিল । বোমাগুলি তাঁর ছেলেই মজুত করেছিলেন বলে অভিযোগ তাঁদের । সেই বোমাই বিস্ফোরণ ঘটেছে ৷

বহরমপুরের 2 নম্বর বানজেটিয়ার বেলতলা এলাকায় বিস্ফোরণের ঘটনায় স্থানীয়রা দাবি করছেন, আগে থেকেই বাড়িতে বোমা মজুত করা ছিল ৷

বহরমপুর থানার পুলিশ বিস্ফোরণের তদন্ত শুরু করেছে । তবে ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি ৷

আরও পড়ুন : Migrant Worker Death : হায়দরাবাদে মৃত্যু মালদার পরিযায়ী শ্রমিকের, গ্রেফতার হাতুড়ে

Last Updated : Aug 25, 2021, 6:17 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.