ETV Bharat / state

সাগরদিঘিতে উদ্ধার ৪০০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩

৪০০ কেজি গাঁজা সহ ৩ মাদক পাচারকারীকে গ্রেপ্তার করল সাগরদিঘি থানার পুলিশ ও SOG (স্পেশাল অপারেশন গ্রুপ)।

৪০০ কেজি গাঁজা
author img

By

Published : Mar 14, 2019, 7:07 PM IST

সাগরদিঘি, ১৪ মার্চ : ৪০০ কেজি গাঁজা সহ ৩ মাদক পাচারকারীকে গ্রেপ্তার করল সাগরদিঘি থানার পুলিশ ও SOG (স্পেশাল অপারেশন গ্রুপ)। ধৃতদের নাম জকস রায় রিয়াং, বিপ্লব রিয়াং ও হুসেন শেখ। ধৃতদের মধ্যে ২ জনের বাড়ি ত্রিপুরায় আর অন্যজনের বাড়ি মণিপুরে।

আজ ধৃত ৩ জনকে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর সাগরদিঘি থানার মোরগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে একটি লরি ও ৩টি মোবাইল ফোন।

পুলিশ সূত্রে জানা গেছে, গাঁজা ভরতি লরিটি মণিপুর থেকে কলকাতার দিকে যাচ্ছিল। ফরাক্কা থেকেই সন্দেহজনক গাড়িটির উপর নজর রেখেছিল SOG টিম। মোরগ্রামে পুলিশ গাড়িটি আটক করে তল্লাশি চালিয়ে মোট ৪০টি গাঁজার প্যাকেট উদ্ধার করে। প্রতিটি প্যাকেটে সাড়ে নয় কেজি গাঁজা ভরা ছিল।

পুলিশ জানায়, ধৃতদের আগামীকাল আদালতে হাজির করা হবে।

ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে গাড়িটি কলকাতা যাচ্ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সাগরদিঘি, ১৪ মার্চ : ৪০০ কেজি গাঁজা সহ ৩ মাদক পাচারকারীকে গ্রেপ্তার করল সাগরদিঘি থানার পুলিশ ও SOG (স্পেশাল অপারেশন গ্রুপ)। ধৃতদের নাম জকস রায় রিয়াং, বিপ্লব রিয়াং ও হুসেন শেখ। ধৃতদের মধ্যে ২ জনের বাড়ি ত্রিপুরায় আর অন্যজনের বাড়ি মণিপুরে।

আজ ধৃত ৩ জনকে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর সাগরদিঘি থানার মোরগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে একটি লরি ও ৩টি মোবাইল ফোন।

পুলিশ সূত্রে জানা গেছে, গাঁজা ভরতি লরিটি মণিপুর থেকে কলকাতার দিকে যাচ্ছিল। ফরাক্কা থেকেই সন্দেহজনক গাড়িটির উপর নজর রেখেছিল SOG টিম। মোরগ্রামে পুলিশ গাড়িটি আটক করে তল্লাশি চালিয়ে মোট ৪০টি গাঁজার প্যাকেট উদ্ধার করে। প্রতিটি প্যাকেটে সাড়ে নয় কেজি গাঁজা ভরা ছিল।

পুলিশ জানায়, ধৃতদের আগামীকাল আদালতে হাজির করা হবে।

ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে গাড়িটি কলকাতা যাচ্ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Kathmandu (Nepal), Mar 14 (ANI): The Embassy of India in Nepal organized Golden Jubilee Scholarship Day on Wednesday. The 200 Nepali students of the academic year 2018-19 were awarded with scholarship certificates. The event was held at Hotel Hyatt Regency in Kathmandu. This was the 17th batch of Nepali students who received scholarship certificates from Indian Embassy. Khaga Raj Baral, Secretary Education of Nepal was invited as the Chief Guests on the Golden Jubilee Scholarship Day celebration. Indian ambassador to Nepal, Manjeet Singh Puri congratulated the students on receiving the certificates and shared motivational words with them. The embassy has been providing scholarships for students from weak economic background covering 36 undergraduate courses from 50 districts of Nepal which includes about 45 percent girls and 8 percent differently able students. In 2002, the Government of India started the prestigious Golden Jubilee Scholarship Scheme to mark the completion of 50 years of India-Nepal Economic Cooperation. At the inception of this scheme, 50 meritorious Nepali students were awarded the scholarship. In the year 2007, the numbers of scholarships were increased to 100. The Government of India provides a total of about 3000 scholarships in Medical, Science, Veterinary Sciences, Pharmacology, Dental science, Agriculture, Engineering, Arts, Commerce, Science, Computer Science, Nursing and many other disciplines to study in Universities and Colleges in Nepal and in India. These Scholarships are part of India's efforts to support human resources development in Nepal for the overall socio-economic development of the Himalayan nation.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.