বহরমপুর, 25 মার্চ : মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার হল তিনজন। সুতি থানার পুলিশ ধৃতদের বাড়ি সংলগ্ন এলাকায় মাটি খুঁড়ে উদ্ধার করে ৯টি আগ্নেয়াস্ত্র ও ২২টি গুলি।
ধৃতদের নাম বীরচন্দ্র দাস, জিশু দাস ও নিবিড় দাস। তাদের বাড়ি সুতি থানার সাদিকপুরে ঘোষপাড়ায়। গোপন সূত্রে খবর পেয়ে সুতি থানার পুলিশ তাদের বাড়িতে অভিযান চালায়। মাটির খুঁড়ে এই অস্ত্রগুলি উদ্ধার হয়। পুলিশ সুপার মুকেশ কুমার বলেন, "অস্ত্রগুলি সাহেবগঞ্জ থেকে এনে মাটির তলায় লুকিয়ে রাখা হয়েছিল। "
নির্বাচনের দিন ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত মুর্শিদাবাদ জেলা পুলিশ ২৯৬টি বেআইনি আগ্নেয়াস্ত্র ও ৭৩৩ রাউন্ড গুলি বাজেয়াপ্ত করেছে। ১৩২টি কেসে ১৯১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াো ৩৯ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। লোকসভা ভোটে জেলায় সন্ত্রাস দমনে তৎপরতার সঙ্গে ধরপাকড় শুরু হয়েছে।