ETV Bharat / state

দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত 2

পথ দুর্ঘটনায় কান্দিতে 2 মোটর বাইক আরোহীর মৃত্যু ৷ বাইক দুটিকে বাজেয়াপ্ত করেছে কান্দি থানার পুলিশ ৷

2 died on aroad accident at kandi
দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত
author img

By

Published : Sep 23, 2020, 3:25 PM IST

কান্দি, 23 সেপ্টেম্বর : দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ ৷ মৃত 2, আহত 1 ৷ মৃতদের নাম আবসার শেখ(57) ও বিষ্ণু চন্দ্র(26) ৷ আজ সকালে কান্দি থানা এলাকার কল্যাণপুরের পথ দুর্ঘটনাটি ঘটে ৷ কান্দি থানার পুলিশ ঘটনাস্থানে আসে ৷ পুলিশ মোটর বাইক দুটি বাজেয়াপ্ত করেছে ৷

স্থানীয় সূত্রে জানা গেছে, আবসার বাইকে চেপে কান্দি থেকে সবজি নিয়ে পাঁচথুপি যাচ্ছিলেন ৷ সেই সময় উলটো দিক দিয়ে বিষ্ণু বাইকে করে বাড়ি ফিরছিলেন, তখন রাস্তার বিপরীত দিক ধরে দ্রুত আসছিলেন ৷ তখনই দুটি বাইকের মধ্যে ধাক্কা লাগে ৷

আবসার বড়ঞা থানার পাঁচথুপি এলাকার বাসিন্দা ৷ বিষ্ণু গোপrনাথপুর এলাকার বাসিন্দা ৷ পরিবার সূত্রে জানা গেছে, আবসার পেশায় সবজি বিক্রেতা ছিলেন এবং বিষ্ণু হোম ডেলিভারির কাজ করতেন ৷

ঘটনাস্থানে পুলিশ এসে দেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে পাঠায় ৷ সেখানে চিকিৎসক আবসার ও বিষ্ণুকে মৃত বলে ঘোষণা করে ৷ আহতকে চিকিৎসা জন্য হাসপাতালে ভরতি করা হয় ৷ ময়নাতদন্তের জন্য মৃতদেহ কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ৷

কান্দি, 23 সেপ্টেম্বর : দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ ৷ মৃত 2, আহত 1 ৷ মৃতদের নাম আবসার শেখ(57) ও বিষ্ণু চন্দ্র(26) ৷ আজ সকালে কান্দি থানা এলাকার কল্যাণপুরের পথ দুর্ঘটনাটি ঘটে ৷ কান্দি থানার পুলিশ ঘটনাস্থানে আসে ৷ পুলিশ মোটর বাইক দুটি বাজেয়াপ্ত করেছে ৷

স্থানীয় সূত্রে জানা গেছে, আবসার বাইকে চেপে কান্দি থেকে সবজি নিয়ে পাঁচথুপি যাচ্ছিলেন ৷ সেই সময় উলটো দিক দিয়ে বিষ্ণু বাইকে করে বাড়ি ফিরছিলেন, তখন রাস্তার বিপরীত দিক ধরে দ্রুত আসছিলেন ৷ তখনই দুটি বাইকের মধ্যে ধাক্কা লাগে ৷

আবসার বড়ঞা থানার পাঁচথুপি এলাকার বাসিন্দা ৷ বিষ্ণু গোপrনাথপুর এলাকার বাসিন্দা ৷ পরিবার সূত্রে জানা গেছে, আবসার পেশায় সবজি বিক্রেতা ছিলেন এবং বিষ্ণু হোম ডেলিভারির কাজ করতেন ৷

ঘটনাস্থানে পুলিশ এসে দেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে পাঠায় ৷ সেখানে চিকিৎসক আবসার ও বিষ্ণুকে মৃত বলে ঘোষণা করে ৷ আহতকে চিকিৎসা জন্য হাসপাতালে ভরতি করা হয় ৷ ময়নাতদন্তের জন্য মৃতদেহ কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.