ETV Bharat / state

জলঙ্গিতে বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার নিষিদ্ধ কাফ সিরাপ - চোরাচালানকারী

বাংলাদেশ সীমান্তে লক্ষাধিক টাকার নিষিদ্ধ ফেনসিডিল সহ 18টি মহিষ বাজেয়াপ্ত করল BSF । পাচারকারীদের সঙ্গে গুলি বিনিময়ও চলে ।

India-Bangladesh border
India-Bangladesh border
author img

By

Published : Jul 12, 2020, 7:53 PM IST

জলঙ্গি, 12 জুলাই : পৃথক দু'টি অভিযানে বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে লক্ষাধিক টাকার নিষিদ্ধ ফেনসিডিল ও 18টি মহিষ বাজেয়াপ্ত করল BSF-এর 141 নম্বর ব্যাটেলিয়ন । অভিযান চলাকালীন পাচারকারীদের সঙ্গে গুলি বিনিময়ও হয় ।

জলঙ্গি BOP এলাকা থেকে উদ্ধার হয়েছে 500 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ । BSF সূত্রে জানা গেছে, জলঙ্গি BOP-র কাঁটাতার এলাকায় চোরাচালানকারীদের গতিবিধি নজরে আসতেই ধাওয়া করেন 141 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা । উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময়ও হয় । BSF-এর তাড়া খেয়ে পাচারের সামগ্রী ফেলেই চম্পট দেয় তারা । উদ্ধার হয়েছে 500 বোতল নিষিদ্ধ ফেনসিডিল ।

এদিকে আজ ভোররাতে কাঁটাতার কেটে মহিষ পাচারের চেষ্টা করছিল পাচারকারীরা । BOP এলাকায় BSF জওয়ানরা ধাওয়া করে উদ্ধার করেন মোট 18টি মহিষ । উদ্ধার হওয়া মহিষগুলির আনুমানিক মূল্য সাড়ে চার লাখ টাকা বলে BSF-এর তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে ।

জলঙ্গি, 12 জুলাই : পৃথক দু'টি অভিযানে বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে লক্ষাধিক টাকার নিষিদ্ধ ফেনসিডিল ও 18টি মহিষ বাজেয়াপ্ত করল BSF-এর 141 নম্বর ব্যাটেলিয়ন । অভিযান চলাকালীন পাচারকারীদের সঙ্গে গুলি বিনিময়ও হয় ।

জলঙ্গি BOP এলাকা থেকে উদ্ধার হয়েছে 500 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ । BSF সূত্রে জানা গেছে, জলঙ্গি BOP-র কাঁটাতার এলাকায় চোরাচালানকারীদের গতিবিধি নজরে আসতেই ধাওয়া করেন 141 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা । উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময়ও হয় । BSF-এর তাড়া খেয়ে পাচারের সামগ্রী ফেলেই চম্পট দেয় তারা । উদ্ধার হয়েছে 500 বোতল নিষিদ্ধ ফেনসিডিল ।

এদিকে আজ ভোররাতে কাঁটাতার কেটে মহিষ পাচারের চেষ্টা করছিল পাচারকারীরা । BOP এলাকায় BSF জওয়ানরা ধাওয়া করে উদ্ধার করেন মোট 18টি মহিষ । উদ্ধার হওয়া মহিষগুলির আনুমানিক মূল্য সাড়ে চার লাখ টাকা বলে BSF-এর তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.