ETV Bharat / state

1100 টাকা নিয়ে বিবাদে মালদায় যুবক খুন

1100 টাকার জন্য খুন হলেন এক যুবক ৷ ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার বাখরাবাদ চর এলাকায় ৷ নিহত যুবকের নাম নুরুল শেখ ৷ বয়স 32 বছর ৷ খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে দু’জনকে ৷ বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বৈষ্ণবনগর থানার পুলিশ ৷

youth murdered for only Rs. 1100 in Malda
1100 টাকা নিয়ে বিবাদ, খুন মালদার যুবক
author img

By

Published : Jun 4, 2021, 8:30 PM IST

মালদা, 4 জুন : মাত্র 1100 টাকার জন্য খুন হলেন এক যুবক ৷ শুক্রবার ভোরে মালদা মেডিক্যালে ওই যুবকের মৃত্যু হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার বাখরাবাদ চর এলাকায় ৷ এই ঘটনায় দুই অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ ৷ বাকিদের খোঁজে পুলিশি তল্লাশি জারি রয়েছে ৷

নিহত যুবকের নাম নুরুল শেখ ৷ বয়স 32 বছর ৷ তাঁর বাড়ি বাখরাবাদ চর এলাকায় ৷ নুরুলের দাদা আনারুল শেখ আসবাবপত্র ব্যবসায়ী ৷ প্রায় সাত মাস আগে তাঁর দোকান থেকে একটি আসবাব কেনেন এলাকারই রুহুল শেখ ৷ তার দাম বাবদ 1100 টাকা পেতেন আনারুল ৷

বারবার বকেয়া টাকা চাইলেও তা মেটাচ্ছিলেন না রুহুল ৷ বৃহস্পতিবার রাতে আনারুল ফের বকেয়া টাকা চাইতে রুহুলের বাড়ি যান ৷ এ নিয়ে তাঁদের মধ্যে কথা কাটাকাটিও হয় ৷ সেখান থেকে বাড়ি ফিরে আসেন আনারুল ৷ অভিযোগ, তখনই রুহুল, তাঁর ছেলে জাহিদুল শেখ, সরিফুল ইসলাম-সহ মোট সাতজন লাঠি ও রড নিয়ে আনারুলের বাড়িতে এসে হামলা চালান ৷ তাঁরা আনারুলকে মারার চেষ্টা করেন ৷ তা দেখে দাদাকে বাঁচাতে এগিয়ে আসেন নুরুল ৷ হামলাকারীরা আনারুলকে ছেড়ে নুরুলের উপর ঝাঁপিয়ে পড়েন ৷ শেষ পর্যন্ত গ্রামবাসীরা ছুটে এসে নুরুলকে উদ্ধার করেন ৷ সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে ৷ তাঁকে মালদা মেডিকেলে রেফার করা হলেও পরে চিকিৎসকরা নুরুলকে কলকাতা নিয়ে যাওয়ার পরামর্শ দেন ৷ কিন্তু অর্থাভাবে রাতে নুরুলকে কলকাতা নিয়ে যেতে পারেননি পরিবারের সদস্যরা ৷ শুক্রবার ভোরে মালদা মেডিক্য়ালেই মারা যান তিনি ৷

আরও পড়ুন : নদিয়ায় যুবক খুনে গ্রেফতার বোন ও তার প্রেমিক

নুরুলের মামা বাদিউর রহমান বলেন, “শোকেসের দাম বাবদ আনারুল, রুহুলের কাছে 1100 টাকা পেতেন ৷ ছ’মাস পর সেই টাকার জন্য আনারুল বৃহস্পতিবার রাতে রুহুলের বাড়ি যান ৷ এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ হয় ৷ সেই সময় রুহুলের স্ত্রী ঝগড়া শুরু করেন ৷ তাতে ক্ষুব্ধ হয়ে রুহুল স্ত্রীকে মারধর করেন ৷ তখন রুহুলের ছেলেরা বাড়ি থেকে লাঠি, লোহার রড নিয়ে আনারুলের বাড়িতে গিয়ে হামলা চালান ৷ দাদাকে বাঁচাতে নুরুল এগিয়ে এলে তাঁকে বেধড়ক মারধর করা হয় ৷ মালদা মেডিক্য়াল থেকে নুরুলকে কলকাতা রেফার করে দেওয়া হয় ৷ কিন্তু আমরা গরিব ৷ নুরুলকে সঙ্গে সঙ্গে কলকাতা নিয়ে যেতে পারিনি ৷ ভোরে নুরুল মারা যান ৷ আমরা বৈষ্ণবনগর থানায় অভিযোগ দায়ের করেছি ৷ মালদা শহর থেকে দুই অভিযুক্ত ধরাও পড়েছে ৷ তবে বাকিরা পালিয়েছে ৷’’

মালদা, 4 জুন : মাত্র 1100 টাকার জন্য খুন হলেন এক যুবক ৷ শুক্রবার ভোরে মালদা মেডিক্যালে ওই যুবকের মৃত্যু হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার বাখরাবাদ চর এলাকায় ৷ এই ঘটনায় দুই অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ ৷ বাকিদের খোঁজে পুলিশি তল্লাশি জারি রয়েছে ৷

নিহত যুবকের নাম নুরুল শেখ ৷ বয়স 32 বছর ৷ তাঁর বাড়ি বাখরাবাদ চর এলাকায় ৷ নুরুলের দাদা আনারুল শেখ আসবাবপত্র ব্যবসায়ী ৷ প্রায় সাত মাস আগে তাঁর দোকান থেকে একটি আসবাব কেনেন এলাকারই রুহুল শেখ ৷ তার দাম বাবদ 1100 টাকা পেতেন আনারুল ৷

বারবার বকেয়া টাকা চাইলেও তা মেটাচ্ছিলেন না রুহুল ৷ বৃহস্পতিবার রাতে আনারুল ফের বকেয়া টাকা চাইতে রুহুলের বাড়ি যান ৷ এ নিয়ে তাঁদের মধ্যে কথা কাটাকাটিও হয় ৷ সেখান থেকে বাড়ি ফিরে আসেন আনারুল ৷ অভিযোগ, তখনই রুহুল, তাঁর ছেলে জাহিদুল শেখ, সরিফুল ইসলাম-সহ মোট সাতজন লাঠি ও রড নিয়ে আনারুলের বাড়িতে এসে হামলা চালান ৷ তাঁরা আনারুলকে মারার চেষ্টা করেন ৷ তা দেখে দাদাকে বাঁচাতে এগিয়ে আসেন নুরুল ৷ হামলাকারীরা আনারুলকে ছেড়ে নুরুলের উপর ঝাঁপিয়ে পড়েন ৷ শেষ পর্যন্ত গ্রামবাসীরা ছুটে এসে নুরুলকে উদ্ধার করেন ৷ সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে ৷ তাঁকে মালদা মেডিকেলে রেফার করা হলেও পরে চিকিৎসকরা নুরুলকে কলকাতা নিয়ে যাওয়ার পরামর্শ দেন ৷ কিন্তু অর্থাভাবে রাতে নুরুলকে কলকাতা নিয়ে যেতে পারেননি পরিবারের সদস্যরা ৷ শুক্রবার ভোরে মালদা মেডিক্য়ালেই মারা যান তিনি ৷

আরও পড়ুন : নদিয়ায় যুবক খুনে গ্রেফতার বোন ও তার প্রেমিক

নুরুলের মামা বাদিউর রহমান বলেন, “শোকেসের দাম বাবদ আনারুল, রুহুলের কাছে 1100 টাকা পেতেন ৷ ছ’মাস পর সেই টাকার জন্য আনারুল বৃহস্পতিবার রাতে রুহুলের বাড়ি যান ৷ এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ হয় ৷ সেই সময় রুহুলের স্ত্রী ঝগড়া শুরু করেন ৷ তাতে ক্ষুব্ধ হয়ে রুহুল স্ত্রীকে মারধর করেন ৷ তখন রুহুলের ছেলেরা বাড়ি থেকে লাঠি, লোহার রড নিয়ে আনারুলের বাড়িতে গিয়ে হামলা চালান ৷ দাদাকে বাঁচাতে নুরুল এগিয়ে এলে তাঁকে বেধড়ক মারধর করা হয় ৷ মালদা মেডিক্য়াল থেকে নুরুলকে কলকাতা রেফার করে দেওয়া হয় ৷ কিন্তু আমরা গরিব ৷ নুরুলকে সঙ্গে সঙ্গে কলকাতা নিয়ে যেতে পারিনি ৷ ভোরে নুরুল মারা যান ৷ আমরা বৈষ্ণবনগর থানায় অভিযোগ দায়ের করেছি ৷ মালদা শহর থেকে দুই অভিযুক্ত ধরাও পড়েছে ৷ তবে বাকিরা পালিয়েছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.