ETV Bharat / state

মালদায় চোর সন্দেহে যুবককে বেঁধে গণপিটুনি

author img

By

Published : Nov 30, 2019, 8:34 PM IST

সাইকেল চোর সন্দেহে যুবকের হাত-পা বেঁধে চলল গণপিটুনি । পরে ওই যুবককে উদ্ধার করে মালদা মেডিকেলে ভরতি করে পুলিশ ।

image
আক্রান্ত যুবক

মালদা, 30 নভেম্বর : গণপিটুনি রুখতে মানুষকে সচেতন করার কাজ চলছে জেলাজুড়ে ৷ কিন্তু তবুও এমন ঘটনায় রেশ টানা যাচ্ছে না ৷ এবার সাইকেল চোর সন্দেহে হাত-পা বেঁধে চলল গণপিটুনি । এদিকে, একাধিকবার ফোন করা হলেও ঘটনাস্থানে অনেক দেরিতে পৌঁছানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে ।

মালদা শহরের ব্যস্ততম এলাকা রথবাড়ি মোড় । অন্যদিনের মতো শনিবারও লোকজন নিজেদের কাজে ব্যস্ত ছিল । হঠাৎ এক যুবককে ধরে চলল গণপ্রহার । স্থানীয় সূত্রে জানা গেছে, রথবাড়ি এলাকায় গত কয়েকদিনে বেশ কয়েকটি সাইকেল চুরি হয়েছে । আজ দুপুরে সুজিত সরকার নামে এক যুবককে সাইকেলের তালা ভাঙার প্লাস নিয়ে ঘুরতে দেখা যায় । এরপরই সাইকেল চোর সন্দেহে ওই যুবককে ধরে চলতে থাকে গণপ্রহার । একাধিকবার পুলিশে ফোন করে স্থানীয় বাসিন্দারা । কিন্তু দেখা মিলল না পুলিশের । ঘটনার অনেক পরে ওই যুবককে উদ্ধার করে মালদা মেডিকেলে ভরতি করে পুলিশ ।

গণপিটুনির মতো ঘটনা রুখতে জেলাজুড়ে প্রচার চালাচ্ছে পুলিশ প্রশাসন । কিন্তু রোখা যাচ্ছে না গণপিটুনির মতো ঘটনা । 26 জুন মালদায় চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয় ৷ 19 সেপ্টেম্বর ছেলেধরা সন্দেহে হরিশ্চন্দ্রপুরে চারব্যক্তিকে গণপিটুনি দেওয়া হয় ৷

মালদা, 30 নভেম্বর : গণপিটুনি রুখতে মানুষকে সচেতন করার কাজ চলছে জেলাজুড়ে ৷ কিন্তু তবুও এমন ঘটনায় রেশ টানা যাচ্ছে না ৷ এবার সাইকেল চোর সন্দেহে হাত-পা বেঁধে চলল গণপিটুনি । এদিকে, একাধিকবার ফোন করা হলেও ঘটনাস্থানে অনেক দেরিতে পৌঁছানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে ।

মালদা শহরের ব্যস্ততম এলাকা রথবাড়ি মোড় । অন্যদিনের মতো শনিবারও লোকজন নিজেদের কাজে ব্যস্ত ছিল । হঠাৎ এক যুবককে ধরে চলল গণপ্রহার । স্থানীয় সূত্রে জানা গেছে, রথবাড়ি এলাকায় গত কয়েকদিনে বেশ কয়েকটি সাইকেল চুরি হয়েছে । আজ দুপুরে সুজিত সরকার নামে এক যুবককে সাইকেলের তালা ভাঙার প্লাস নিয়ে ঘুরতে দেখা যায় । এরপরই সাইকেল চোর সন্দেহে ওই যুবককে ধরে চলতে থাকে গণপ্রহার । একাধিকবার পুলিশে ফোন করে স্থানীয় বাসিন্দারা । কিন্তু দেখা মিলল না পুলিশের । ঘটনার অনেক পরে ওই যুবককে উদ্ধার করে মালদা মেডিকেলে ভরতি করে পুলিশ ।

গণপিটুনির মতো ঘটনা রুখতে জেলাজুড়ে প্রচার চালাচ্ছে পুলিশ প্রশাসন । কিন্তু রোখা যাচ্ছে না গণপিটুনির মতো ঘটনা । 26 জুন মালদায় চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয় ৷ 19 সেপ্টেম্বর ছেলেধরা সন্দেহে হরিশ্চন্দ্রপুরে চারব্যক্তিকে গণপিটুনি দেওয়া হয় ৷

Intro:মালদা, ৩০ নভেম্বরঃ গণপিটুনি রুখতে সতর্ক রয়েছে পুলিশ৷ মানুষকে সচেতন করার কাজ চলছে জেলা জুড়ে৷ কিন্তু তবুও এমন ঘটনায় রেশ টানতে পারছে না প্রশাসন৷ আরও একবার তার প্রমাণ মিলল৷ এবার খোদ মালদা শহরে৷ সাইকেল চোর সন্দেহে হাত-পা বেঁধে এক যুবককে গণপিটুনির অভিযোগ উঠল। এদিকে, একাধিকবার ফোন করা হলেও ঘটনাস্থলে অনেক দেরিতে পৌঁছনোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।Body:শহরের ব্যস্ততম এলাকা রথবাড়ি মোড়। অন্যান্য দিনের মতো শনিবারও লোকজন নিজেদের কাজে ব্যস্ত ছিল। হঠাৎ এক যুবককে ধরে চলল গণপ্রহার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রথবাড়ি এলাকায় গত কয়েকদিনে বেশ কয়েকটি সাইকেল চুরি হয়েছে। আজ দুপুরে সুজিত সরকার নামে এক যুবককে সাইকেলের তালা ভাঙার প্লাস নিয়ে ঘুরতে দেখা যায়। এরপরেই সাইকেল চোর সন্দেহে ওই যুবককে ধরে চলতে থাকে গণপ্রহার। একাধিকবার পুলিশে ফোন করে স্থানীয় বাসিন্দারা। কিন্তু দেখা মিলল না পুলিশের। ঘটনার অনেক পরে ওই যুবককে উদ্ধার করে মালদা মেডিকেলে ভরতি করে পুলিশ।Conclusion:গণপিটুনির মতো ঘটনা রুখতে জেলা জুড়ে প্রচার চালাচ্ছে পুলিশ প্রশাসন। কিন্তু রোখা যাচ্ছে না গণপিটুনির মতো ঘটনা। তবে কি গণপিটুনির মতো ঘটনা রুখতে অন্য কোনও পদক্ষেপ নিতে হবে পুলিশ প্রশাসনকে? আপাতত এই প্রশ্নের উত্তরে শহরবাসী।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.