ETV Bharat / state

প্রতিশ্রুতি দিয়ে সহবাস, পরে নিকাহ করতে অস্বীকার যুবকের - young girl

নিকাহর প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকার সঙ্গে সহবাস। পরে অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় প্রেমিকাকে নিকাহ করতে অস্বীকার যুবকের।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Mar 11, 2019, 7:49 PM IST

মালদা, ১১ মার্চ : নিকাহর প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকার সঙ্গে সহবাস। পরে অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় প্রেমিকাকে নিকাহ করতে অস্বীকার যুবকের। ঘটনায় অভিযুক্তর বিরুদ্ধে মালদা থানায় অভিযোগ দায়ের করে ওই যুবতি। অভিযুক্তর নাম সোয়াগ শেখ। ঘটনাটি পুরাতন মালদা এলাকার।

পরিবার সূত্রে খবর, ৬ মাস আগে পুরাতন মালদার বাসিন্দা সোয়াগ শেখের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সুমনা খাতুন (নাম পরিবর্তিত)। তারপর থেকে প্রায়ই নিকাহের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সহবাস করত সোয়াগ। ঘটনায় অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই যুবতি। বিষয়টি সোয়াগকে জানালে সে ডাক্তারি পরীক্ষা করায়। এরপর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি গোপন রাখতে বলে। কিন্তু শনিবার(৯ মার্চ) সোয়াগকে অন্য যুবতির সঙ্গে হাতেনাতে ধরে ফেলে স্থানীয়রা। বিষয়টি জানার পর সোয়াগের সঙ্গে যোগাযোগ করে সুমনা। সেইসময় সোয়াগ সাফ জানিয়ে দেয় তাকে নিকাহ করবে না। এরপর পরিবারের লোকজনকে পুরো ঘটনাটি জানায় ওই যুবতি। সমস্যার সমাধান করতে সালিশি সভা বসানো হয়। কিন্তু সালিশি সভায় সমস্যার সমাধান না হওয়ায় আজ ওই যুবতি মালদা থানায় অভিযোগ দায়ের করে।

সুমনা বলে, "৬ মাস ধরে নিকাহের প্রতিশ্রুতি দিয়ে সোয়াগ আমার সঙ্গে সহবাস করেছে। এখন আমি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। শনিবার স্থানীয় লোকজন সোয়াগকে অপর এক যুবতির সঙ্গে হাতেনাতে ধরে ফেলে। তারপর থেকে সোয়াগ আমার সঙ্গে নিকাহ করতে রাজি হচ্ছে না। আমি ওর শাস্তি চাই।"

মালদা, ১১ মার্চ : নিকাহর প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকার সঙ্গে সহবাস। পরে অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় প্রেমিকাকে নিকাহ করতে অস্বীকার যুবকের। ঘটনায় অভিযুক্তর বিরুদ্ধে মালদা থানায় অভিযোগ দায়ের করে ওই যুবতি। অভিযুক্তর নাম সোয়াগ শেখ। ঘটনাটি পুরাতন মালদা এলাকার।

পরিবার সূত্রে খবর, ৬ মাস আগে পুরাতন মালদার বাসিন্দা সোয়াগ শেখের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সুমনা খাতুন (নাম পরিবর্তিত)। তারপর থেকে প্রায়ই নিকাহের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সহবাস করত সোয়াগ। ঘটনায় অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই যুবতি। বিষয়টি সোয়াগকে জানালে সে ডাক্তারি পরীক্ষা করায়। এরপর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি গোপন রাখতে বলে। কিন্তু শনিবার(৯ মার্চ) সোয়াগকে অন্য যুবতির সঙ্গে হাতেনাতে ধরে ফেলে স্থানীয়রা। বিষয়টি জানার পর সোয়াগের সঙ্গে যোগাযোগ করে সুমনা। সেইসময় সোয়াগ সাফ জানিয়ে দেয় তাকে নিকাহ করবে না। এরপর পরিবারের লোকজনকে পুরো ঘটনাটি জানায় ওই যুবতি। সমস্যার সমাধান করতে সালিশি সভা বসানো হয়। কিন্তু সালিশি সভায় সমস্যার সমাধান না হওয়ায় আজ ওই যুবতি মালদা থানায় অভিযোগ দায়ের করে।

সুমনা বলে, "৬ মাস ধরে নিকাহের প্রতিশ্রুতি দিয়ে সোয়াগ আমার সঙ্গে সহবাস করেছে। এখন আমি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। শনিবার স্থানীয় লোকজন সোয়াগকে অপর এক যুবতির সঙ্গে হাতেনাতে ধরে ফেলে। তারপর থেকে সোয়াগ আমার সঙ্গে নিকাহ করতে রাজি হচ্ছে না। আমি ওর শাস্তি চাই।"

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.