ETV Bharat / state

ধর্ষণে বাধা দেওয়ায় যুবতিকে ধারাল অস্ত্রের কোপ - young woman

ধর্ষণে বাধা দেওয়ায় এক যুবতিকে ধারালো অস্ত্র গিয়ে এলোপাথারি আঘাত করে এক যুবক। গুরুতর জখম ওই যুবতি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ৷

ছবি
author img

By

Published : Oct 29, 2019, 10:03 PM IST

মালদা, 29 অক্টোবর : বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মালদার গাজোলের এক যুবতিকে ধর্ষণের চেষ্টা । বাধা দেওয়ায় ওই যুবতিকে ধারালো অস্ত্র গিয়ে এলোপাথারি আঘাত করে অভিযুক্ত যুবক। গুরুতর জখম ওই যুবতি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্ত যুবক ৷ ওই মহিলার প্রতিবেশিরা গাজোল থানায় মৌখিকভাবে অভিযোগ জানিয়েছে৷


আক্রান্ত যুবতির স্বামী বছর পাঁচেক আগে মারা গিয়েছেন৷ দুই সন্তান নিয়ে একাই বাড়িতে থাকেন তিনি ৷ অভিযোগ, বছর দুয়েক ধরে অভিযুক্ত তাঁকে বিয়ের প্রস্তাব দিয়ে উত্যক্ত করত ৷ বার বার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেও ওই যুবক তাঁকে উত্যক্ত করতে থাকে । পুজোর সময় থেকে অভিযুক্ত তাঁকে কুপ্রস্তাব দিতে শুরু করে৷

মঙ্গলবার গভীর রাতে অভিযুক্ত যুবক ওই যুবতির ঘরে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা করে৷ তিনি চিৎকার শুরু করলে অভিযুক্ত তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় ৷

গাজোল থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি৷

মালদা, 29 অক্টোবর : বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মালদার গাজোলের এক যুবতিকে ধর্ষণের চেষ্টা । বাধা দেওয়ায় ওই যুবতিকে ধারালো অস্ত্র গিয়ে এলোপাথারি আঘাত করে অভিযুক্ত যুবক। গুরুতর জখম ওই যুবতি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্ত যুবক ৷ ওই মহিলার প্রতিবেশিরা গাজোল থানায় মৌখিকভাবে অভিযোগ জানিয়েছে৷


আক্রান্ত যুবতির স্বামী বছর পাঁচেক আগে মারা গিয়েছেন৷ দুই সন্তান নিয়ে একাই বাড়িতে থাকেন তিনি ৷ অভিযোগ, বছর দুয়েক ধরে অভিযুক্ত তাঁকে বিয়ের প্রস্তাব দিয়ে উত্যক্ত করত ৷ বার বার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেও ওই যুবক তাঁকে উত্যক্ত করতে থাকে । পুজোর সময় থেকে অভিযুক্ত তাঁকে কুপ্রস্তাব দিতে শুরু করে৷

মঙ্গলবার গভীর রাতে অভিযুক্ত যুবক ওই যুবতির ঘরে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা করে৷ তিনি চিৎকার শুরু করলে অভিযুক্ত তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় ৷

গাজোল থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি৷

Intro:মালদা, ২৯ অক্টোবর : বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ঘরে ঢুকে এক বিধবাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এলাকারই এক যুবকের বিরুদ্ধে৷ বাধা দিতে গিয়ে ওই যুবকের হাতে আক্রান্ত হন ওই মহিলা৷ ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় তাঁকে৷ বর্তমানে ওই মহিলা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্ত যুবক৷ এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের না হলেও গ্রামবাসীরা স্থানীয় থানায় মৌখিকভাবে গোটা ঘটনা জানিয়েছে৷ গতকাল রাতে ঘটনাটি ঘটেছে গাজোল থানার পাণ্ডুয়া গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামে৷Body:         পাণ্ডুয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ওই বিধবার স্বামী বছর পাঁচেক আগে মারা গিয়েছেন৷ দুই সন্তান নিয়ে একাই বাড়িতে থাকেন তিনি৷ অভিযোগ, বছর দুয়েক ধরে গ্রামের এক যুবক টোটোন বসাক তাঁকে বিয়ের প্রস্তাব দিত৷ তিনি সেই প্রস্তাবে রাজি হননি৷ কিছুদিন থেকে টোটোন তাঁকে কুপ্রস্তাব দিতে শুরু করে৷ তিনি টোটোনকে এড়িয়ে চলতে শুরু করেন৷ শেষ পর্যন্ত গতকাল বেশি রাতে টোটোন তাঁর ঘরে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা করে৷ তিনি চিৎকার চ্যাঁচামেচি শুরু করলে সে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়৷ এদিকে তাঁর চিৎকার শুনে গ্রামবাসীদের একাংশ তাঁর বাড়িতে ছুটে আসে৷ লোকজন দেখে টোটোন সেখান থেকে গা ঢাকা দেয়৷ গ্রামবাসীরাই তাঁকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করে৷
         আক্রান্ত মহিলার এক বান্ধবী রোজি বিবি আজ বলেন, “আক্রান্ত মহিলা আমার বান্ধুবী৷ বছর দেড়েক ধরে টোটোন তাকে বিয়ে করতে চাইছে৷ কিন্তু ছেলেমেয়েকে ছেড়ে বান্ধবী তাকে বিয়ে করতে রাজি নয়৷ স্বামী মারা যাওয়ার পর আমার বান্ধবী এলাকায় কাজকর্ম করে৷ টোটোন তাকে সেই কাজও করতে দিতে চায় না৷ গতকাল রাতে টোটোন ওই মহিলার ঘরে ঢুকে তাকে ধর্ষণ করার চেষ্টা করে৷ সে নিজেকে রক্ষা করতে চিৎকার শুরু করলে টোটোন তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়৷ আমার দিদি আমাকে ফোনে সেকথা জানায়৷ এখন বান্ধবীকে মালদা মেডিকেলে ভরতি করেছি৷ পুলিশকে সব ঘটনা জানিয়েছি৷”Conclusion:         গাজোল থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি৷ তবে গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে টোটোনের খোঁজ চলছে৷ সে এই মুহূর্তে পলাতক৷
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.