মালদা, 3 এপ্রিল: মেয়েকে দেখতে এসেছিল পাত্র ৷ মেয়ের বদলে তাঁর পছন্দ হয়ে যায় মেয়ের মাকে ৷ হবু জামাইকে মনে ধরেছিল শাশুড়িরও ৷ শেষ পর্যন্ত হবু শাশুড়িকে নিয়ে পালান জামাই ৷ এখন স্ত্রীকে ফিরে পেতে সোমবার পুলিশের দ্বারস্থ হয়েছেন পলাতক বধূর স্বামী ৷ ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে মালদার গাজোল জুড়ে ৷ পলাতক বধূর খোঁজে গাজোল থানার পুলিশ ৷
নিখোঁজ বধূর নাম সরলা সাউরিয়া ৷ পরিবারের সদস্যরা জানিয়েছেন, সরলার বয়স 35 বছর ৷ স্বামী অমল সাউরিয়া পেশায় শ্রমিক ৷ বাড়ি গাজোল ব্লকের করকচ গ্রাম পঞ্চায়েতের ইচাহারের বিপ্লবী পাড়ায় ৷ ভিনরাজ্যেই মূলত কাজ করেন তিনি ৷ কখনও কখনও স্বামীর সঙ্গে ভিনরাজ্যে কাজে যেতেন সরলাদেবীও ৷ তাঁদের তিন মেয়ে, এক ছেলে ৷ ছেলে হায়দরাবাদে শ্রমিকের কাজে কর্মরত ৷ তিনটি মেয়েই বিবাহযোগ্য ৷ এই পরিস্থিতিতে বড় মেয়ের বিয়ের তোড়জোড় শুরু করেছিলেন অমলবাবু ৷
কিছুদিন আগে দক্ষিণ দিনাজপুর থেকে একটি ছেলে তাঁর মেয়েকে দেখতে আসেন ৷ কিন্তু মেয়ের বদলে মেয়ের মাকে পছন্দ হয়ে যায় তাঁর ৷ যুবকের প্রেমে পড়েন সরলাদেবীও ৷ শেষ পর্যন্ত গত 25 মার্চ হবু জামাইয়ের হাত ধরে বাড়ি ছেড়ে পালিয়ে যান তিনি ৷ কয়েকদিন সব জায়গায় খোঁজাখুঁজি করেও স্ত্রীর খোঁজ না পেয়ে শেষ পর্যন্ত সোমবার তাঁর নামে গাজোল থানায় অভিযোগ দায়ের করেন অমলবাবু ৷
অমলবাবু বলেন, "ছেলেটির নাম অতুল বর্মন ৷ কিছুদিন আগে আমার বড় মেয়েকে দেখতে এসেছিল ৷ মেয়েকে তার পছন্দ বলেও জানিয়েছিল ৷ তখন বুঝতে পারিনি, মেয়েকে নয়, মেয়ের মাকে তার মনে ধরেছে ৷ শেষ পর্যন্ত সে আমার বউকে নিয়ে পালিয়ে গিয়েছে ৷ ওরা কোথায় পালিয়েছে, বুঝতে পারছি না ৷ এই ক’দিন সব জায়গায় বউয়ের খোঁজ করেছি ৷ বাপের বাড়ি-সহ সব জায়গায় খোঁজ নিয়েছি ৷ এমনকি ছেলেটির বাড়ির সঙ্গেও যোগাযোগ করেছি ৷ সেখানই থেকে জানতে পেরেছি, ছেলেটা ওর মায়ের 10 হাজার টাকা চুরি করে আমার বউকে নিয়ে পালিয়েছে ৷ জানি, আমার বউ ভুল করেছে ৷ তবুও আমি ওকে ফেরত চাই ৷"
সরলাদেবীর দিদি কমলা পাহাড়িয়া বলেন, "আমার বোন একটি ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছে ৷ এখনও পর্যন্ত ওর কোনও খোঁজ মেলেনি ৷ ওকে ফিরে পেতে আমার মা আর ভগ্নিপতি পুলিশকে সব জানিয়েছে ৷"
আরও পড়ুন: মিষ্টান্নের পাত্রে টাকা ! আম্বানিদের আতিথেয়তায় তাজ্জব নেটদুনিয়া