ETV Bharat / state

দুই মালদার একাধিক বুথে EVM বিভ্রাট, স্থগিত ভোটগ্রহণ

উত্তর ও দক্ষিণ মালদার একাধিক বুথে EVM বিভ্রাটের জেরে স্থগিত ভোটগ্রহণ । বুথগুলির বাইরে রয়েছে ভোটারদের লম্বা লাইন ।

ভোটারদের লম্বা লাইন
author img

By

Published : Apr 23, 2019, 8:13 AM IST

মালদা, 23 এপ্রিল : উত্তর ও দক্ষিণ মালদার একাধিক বুথে EVM বিভ্রাটের জেরে স্থগিত ভোটগ্রহণ । উত্তর মালদা লোকসভা কেন্দ্রের চাঁচল বিধানসভার অন্তর্গত মদনপুর গ্রাম পঞ্চায়েতের হাজরতপুর 135 নম্বর বুথে আপাতত ভোটগ্রহণ স্থগিত আছে । জানা গেছে ভোট কর্মীরা EVM ও VVPAT সঠিকভাবে সংযুক্ত না করার জন্য এখনও ভোটগ্রহণ শুরু করা যায়নি । পাশাপাশি চাঁচলের মতিহারপুরেও 124 নম্বর বুথে EVM খারাপ । বুথগুলির বাইরে রয়েছে ভোটারদের লম্বা লাইন ।

এদিকে রতুয়ার 117 নম্বর বুথেও EVM খারাপ । সেখানে ভোট শুরু করা যায়নি। গাজোল 176 নম্বর ভোট কেন্দ্রে EVM খারাপ । উত্তর মালদার চাঁচল বিধানসভার মতিহারপুর 124 নম্বর বুথে EVM মেশিন খারাপ থাকার ফলে এখনও ভোটগ্রহণপর্ব শুরু হয়নি।

উত্তরের পাশাপাশি দক্ষিণ মালদা কেন্দ্রের একাধিক বুথে EVM বিভ্রাটের খবর পাওয়া গেছে । মালদা শহরের শান্তিসেন বালিকা বিদ্যালয়ের ১৯২, ১৯৩ ও ১৯৪ নম্বর বুথে এখনও ভোটগ্রহণ শুরু হয়নি। পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার 153 নম্বর বলাতুলি বুথেও EVM খারাপ থাকার জন্য ভোট প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে ।

EVM বিভ্রাটের বিষয়টি নির্বাচনী আধিকারিকদের জানানো হয়েছে । তবে এখনও পর্যন্ত নতুন EVM বুথগুলিতে এসে পৌঁছয়নি ।

মালদা, 23 এপ্রিল : উত্তর ও দক্ষিণ মালদার একাধিক বুথে EVM বিভ্রাটের জেরে স্থগিত ভোটগ্রহণ । উত্তর মালদা লোকসভা কেন্দ্রের চাঁচল বিধানসভার অন্তর্গত মদনপুর গ্রাম পঞ্চায়েতের হাজরতপুর 135 নম্বর বুথে আপাতত ভোটগ্রহণ স্থগিত আছে । জানা গেছে ভোট কর্মীরা EVM ও VVPAT সঠিকভাবে সংযুক্ত না করার জন্য এখনও ভোটগ্রহণ শুরু করা যায়নি । পাশাপাশি চাঁচলের মতিহারপুরেও 124 নম্বর বুথে EVM খারাপ । বুথগুলির বাইরে রয়েছে ভোটারদের লম্বা লাইন ।

এদিকে রতুয়ার 117 নম্বর বুথেও EVM খারাপ । সেখানে ভোট শুরু করা যায়নি। গাজোল 176 নম্বর ভোট কেন্দ্রে EVM খারাপ । উত্তর মালদার চাঁচল বিধানসভার মতিহারপুর 124 নম্বর বুথে EVM মেশিন খারাপ থাকার ফলে এখনও ভোটগ্রহণপর্ব শুরু হয়নি।

উত্তরের পাশাপাশি দক্ষিণ মালদা কেন্দ্রের একাধিক বুথে EVM বিভ্রাটের খবর পাওয়া গেছে । মালদা শহরের শান্তিসেন বালিকা বিদ্যালয়ের ১৯২, ১৯৩ ও ১৯৪ নম্বর বুথে এখনও ভোটগ্রহণ শুরু হয়নি। পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার 153 নম্বর বলাতুলি বুথেও EVM খারাপ থাকার জন্য ভোট প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে ।

EVM বিভ্রাটের বিষয়টি নির্বাচনী আধিকারিকদের জানানো হয়েছে । তবে এখনও পর্যন্ত নতুন EVM বুথগুলিতে এসে পৌঁছয়নি ।

Intro:মালদা, ২২ এপ্রিল : কেন্দ্রীয় বাহিনীর দাবিতে হবিবপুর বিধানসভা কেন্দ্রের বামনগোলা গঙ্গাপ্রসাদ কলোনি গ্রামে বুথে তালা মেরে দিলেন গ্রামবাসীরা৷ নির্বাচন কমিশনের প্রতিনিধি ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করলেও এখনও পর্যন্ত সফল হননি৷ এখনও চলছে গ্রামবাসীদের বিক্ষোভ৷Body:         গ্রামবাসীদের অভিযোগ, গত পঞ্চায়েত হবিবপুর বিধানসভা কেন্দ্রের গঙ্গাপ্রসাদ কলোনির ৩১ নম্বর বুথে ভোট লুট হয়৷ গ্রামবাসীদের অধিকাংশকেই সেখানে ভোট দিতে দেওয়া হয়নি৷ লোকসভা নির্বাচনের জন্য আজ ওই বুথে ভোটকর্মীরা পৌঁছোন৷ তাঁদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী না থাকায় প্রথমেই প্রশ্ন তোলেন গ্রামের লোকজন৷ সেই সময় অনেকে গ্রামবাসীদের বলেন, পরে কেন্দ্রীয় বাহিনী বুথে আসবে৷ কিন্তু রাত হয়ে গেলেও কেন্দ্রীয় বাহিনী বুথে না আসায় ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা৷ তাঁরা বুথের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন৷ একসময় বুথে তালাও মেরে দেন তাঁরা৷ Conclusion:         গ্রামবাসীদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নির্বাচন কমিশনের এক প্রতিনিধি৷ তিনি প্রথমে গ্রামবাসীদের বোঝান, হবিবপুর বিধানসভা কেন্দ্রের ১২১টি বুথের মধ্যে ১১৯টি বুথেই কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হয়েছে৷ শুধুমাত্র দুটি বুথে বাহিনী নিয়োগ হয়নি৷ ওই দুটি বুথে ১৪ জন করে পুলিশকর্মী নিয়োগ করা হচ্ছে৷ নির্বাচন কমিশনের ওই অফিসার এই বুথে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দেন৷ কিন্তু গ্রামবাসীরা তাঁর কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি দাবি করেন৷ জয়ন্তী চৌধুরি নামে এক গ্রামবাসী সাফ জানান, পঞ্চায়েত নির্বাচনে তাঁরা ভোট দিতে পারেননি৷ এবার তাঁরা নিশ্চিতভাবে ভোট দেবেন৷ কেন্দ্রীয় বাহিনী ছাড়া তাঁরা কেউ ভোট দেবেন না৷ কমিশনের অফিসার তাঁদের কাছে ৩০ মিনিট সময় চেয়েছেন৷ তিনি এনিয়ে টালবাহানা করছেন৷
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.