ETV Bharat / state

Students Drown : নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই পড়ুয়া - মালদা

সৌম্যদীপ বহরমপুরে একটি বেসরকারি স্কুলে দ্বাদশ শ্রেণিতে পড়ত। লেখাপড়ায় সে বরাবরই ভাল ছিল বলে জানান গ্রামবাসীরা। অন্যদিকে, মৃণাল স্থানীয় বীরনগর হাইস্কুলে দ্বাদশ শ্রেণির পড়ুয়া। দশমীর মেলা দেখে তারা বেশ কয়েকজন বন্ধু মিলে নদীতে স্নান করতে গিয়েছিল। সাঁতার কাটার সময় স্রোতের পাকে পড়ে সৌম্যদীপ ও মৃণাল তলিয়ে যায়।

Students Drowned in River
নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই পড়ুয়া
author img

By

Published : Oct 16, 2021, 10:41 PM IST

মালদা, 16 অক্টোবর : গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক। ঘটনাটি ঘটেছে কালিয়াচক 3 ব্লকের লক্ষ্মীপুর বিহারীটোলা গঙ্গাঘাটে। এলাকাবাসীর অভিযোগ, ঘটনার 24 ঘণ্টা পরও এলাকায় কোনও ডুবুরি নামানো হয়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল বিকেলে কালিয়াচক 3 ব্লকের লক্ষ্মীপুর বিহারীটোলা গঙ্গাঘাটে স্নান করতে নামে আট বন্ধু। হঠাৎ দুই বন্ধু মৃণাল মণ্ডল (18) ও সৌম্যদীপ মণ্ডল (18) নদীতে তলিয়ে যায়। দুজনেই স্থানীয় 17 মাইল এলাকার বাসিন্দা। বাকি পাঁচ বন্ধু বিষয়টি স্থানীয় বাসিন্দাদের জানালে, তড়িঘড়ি এলাকাবাসীরা নদীতে খোঁজ শুরু করেন। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে বৈষ্ণবনগর থানার পুলিশ। পুলিশের তরফে একটি স্পিডবোট গঙ্গায় নামানো হয়। কিন্তু দু'জনের দেহের কোনও সন্ধান মেলেনি।

তবে ঘটনার 24 ঘণ্টা পরেও তলিয়ে যাওয়া যুবকদের উদ্ধারের জন্য কোনও ডুবুরি নদীতে নামানো হয়নি বলে অভিযোগ ৷ প্রশিক্ষিত ডুবুরি নামানো হলে, হয়ত দুই বন্ধুর দেহ খুঁজে পাওয়া যেত বলে মনে করছেন গ্রামবাসীরা। একই বক্তব্য সৌম্যদীপের বাবা কাশীনাথ মণ্ডল ও মৃণালের বাবা ধ্রুব মণ্ডলের। প্রশাসনের তেমন সহযোগিতা না-পেয়ে স্থানীয় মাঝিরাই গঙ্গায় জাল ও বঁড়শি ফেলে দেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। তবে সন্ধে পর্যন্ত কোনও দেহের সন্ধান মেলেনি।

আরও পড়ুন : তারস্বরে বাজছিল গান, ঘুমের অসুবিধে হওয়ায় মণ্ডপে ভাঙচুরের অভিযোগ পুলিশে বিরুদ্ধে

সৌম্যদীপ বহরমপুরে একটি বেসরকারি স্কুলে দ্বাদশ শ্রেণিতে পড়ত। লেখাপড়ায় সে বরাবরই ভাল ছিল বলে জানান গ্রামবাসীরা। অন্যদিকে, মৃণাল স্থানীয় বীরনগর হাইস্কুলে দ্বাদশ শ্রেণির পড়ুয়া। দশমীর মেলা দেখে তারা বেশ কয়েকজন বন্ধু মিলে নদীতে স্নান করতে গিয়েছিল। সাঁতার কাটার সময় স্রোতের পাকে পড়ে সৌম্যদীপ ও মৃণাল তলিয়ে যায়। এমনই বক্তব্য পাড়ে উঠে আসা বাকি বন্ধুদের।

মালদা, 16 অক্টোবর : গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক। ঘটনাটি ঘটেছে কালিয়াচক 3 ব্লকের লক্ষ্মীপুর বিহারীটোলা গঙ্গাঘাটে। এলাকাবাসীর অভিযোগ, ঘটনার 24 ঘণ্টা পরও এলাকায় কোনও ডুবুরি নামানো হয়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল বিকেলে কালিয়াচক 3 ব্লকের লক্ষ্মীপুর বিহারীটোলা গঙ্গাঘাটে স্নান করতে নামে আট বন্ধু। হঠাৎ দুই বন্ধু মৃণাল মণ্ডল (18) ও সৌম্যদীপ মণ্ডল (18) নদীতে তলিয়ে যায়। দুজনেই স্থানীয় 17 মাইল এলাকার বাসিন্দা। বাকি পাঁচ বন্ধু বিষয়টি স্থানীয় বাসিন্দাদের জানালে, তড়িঘড়ি এলাকাবাসীরা নদীতে খোঁজ শুরু করেন। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে বৈষ্ণবনগর থানার পুলিশ। পুলিশের তরফে একটি স্পিডবোট গঙ্গায় নামানো হয়। কিন্তু দু'জনের দেহের কোনও সন্ধান মেলেনি।

তবে ঘটনার 24 ঘণ্টা পরেও তলিয়ে যাওয়া যুবকদের উদ্ধারের জন্য কোনও ডুবুরি নদীতে নামানো হয়নি বলে অভিযোগ ৷ প্রশিক্ষিত ডুবুরি নামানো হলে, হয়ত দুই বন্ধুর দেহ খুঁজে পাওয়া যেত বলে মনে করছেন গ্রামবাসীরা। একই বক্তব্য সৌম্যদীপের বাবা কাশীনাথ মণ্ডল ও মৃণালের বাবা ধ্রুব মণ্ডলের। প্রশাসনের তেমন সহযোগিতা না-পেয়ে স্থানীয় মাঝিরাই গঙ্গায় জাল ও বঁড়শি ফেলে দেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। তবে সন্ধে পর্যন্ত কোনও দেহের সন্ধান মেলেনি।

আরও পড়ুন : তারস্বরে বাজছিল গান, ঘুমের অসুবিধে হওয়ায় মণ্ডপে ভাঙচুরের অভিযোগ পুলিশে বিরুদ্ধে

সৌম্যদীপ বহরমপুরে একটি বেসরকারি স্কুলে দ্বাদশ শ্রেণিতে পড়ত। লেখাপড়ায় সে বরাবরই ভাল ছিল বলে জানান গ্রামবাসীরা। অন্যদিকে, মৃণাল স্থানীয় বীরনগর হাইস্কুলে দ্বাদশ শ্রেণির পড়ুয়া। দশমীর মেলা দেখে তারা বেশ কয়েকজন বন্ধু মিলে নদীতে স্নান করতে গিয়েছিল। সাঁতার কাটার সময় স্রোতের পাকে পড়ে সৌম্যদীপ ও মৃণাল তলিয়ে যায়। এমনই বক্তব্য পাড়ে উঠে আসা বাকি বন্ধুদের।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.