ETV Bharat / state

200 ও 50 টাকার জালনোটসহ ধৃত দুই - fake currency recovered

গোপন সূত্রে খবর পেয়ে শহরের ঝলঝলিয়ায় অভিযান চালিয়ে পুলিশ 200 টাকার ছ'শোটি জালনোট উদ্ধার করে ৷ উদ্ধার হয় 50 টাকার হাজারটি জালনোটও ।

উদ্ধার হওয়া টাকা
author img

By

Published : Sep 13, 2019, 11:16 PM IST

মালদা, 13 সেপ্টেম্বর : 500 ও দুই হাজার টাকার নোটের পরিবর্তে এবার 200 ও 50 টাকার জালনোট ৷ পুলিশি অভিযানে 200 ও 50 টাকার হলুদ আর নীল রঙের জালনোটসহ ধরা পড়ল দু'জন৷ গতকাল ইংরেজবাজার ও বৈষ্ণবনগরে হানা দিয়ে 1 লাখ 70 হাজার টাকার জালনোট উদ্ধার করে পুলিশ ৷

গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সন্ধ্যায় ইংরেজবাজার থানার পুলিশ শহরের ঝলঝলিয়ায় অভিযান চালায় ৷ সেখানে এক নোট পাচারকারীসহ 200 টাকার ছ'শোটি জালনোট উদ্ধার করা হয় ৷ ওই পাচারকারীকে জিজ্ঞাসাবাদ করে রাতেই বৈষ্ণবনগরে হানা দিয়ে 50 টাকার হাজারটি জালনোটসহ আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ ৷ ধৃতরা হল রাজা সিং পাল ওরফে রাজ (44) ও কাফিকুল শেখ (27) ৷ রাজ মধ্যপ্রদেশের গোয়ালিয়রের বীণানগরের বাসিন্দা ৷ কাফিকুল মালদার বৈষ্ণবনগরের শবদলপুরের বাসিন্দা ৷ ধৃতদের বিরুদ্ধে ভারতীয় আইনের 489 (বি) ও (সি) ধারায় মামলা রুজু করেছে পুলিশ ৷

মালদা
আদালতের পথে ধৃত দুই জালনোট পাচারকারী

আরও পড়ুন : পুজোর বাজার সেরে ফেরার পথে ছিনতাই, গ্রেপ্তার 4

জেলার অতিরিক্ত পুলিশ সুপার দীপক সরকার বলেন, “মালদা শহরের ঝলঝলিয়ায় জালনোট পাচার হওয়ার খবর ছিল ৷ তার ভিত্তিতে ইংরেজবাজার থানার পুলিশ ঝলঝলিয়ায় হানা দেয় ৷ পাচারকারীকে শনাক্ত করে তার হেপাজত থেকে জালনোটগুলো বাজেয়াপ্ত করা হয় ৷ ওই পাচারকারীকে জিজ্ঞাসাবাদ করে জালনোট পাচারচক্রের হদিশ মেলে ৷ তার থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৈষ্ণবনগরে হানা দিয়ে আরও এক জালনোট পাচারকারীকে গ্রেপ্তার করা হয় ৷ এর আগে 50 ও 200 টাকার জালনোট উদ্ধার হয়েছে বলে মনে হয় না ৷ জালনোটের কারবার রুখতে জেলা পুলিশ প্রশাসন আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে ৷”

মালদা, 13 সেপ্টেম্বর : 500 ও দুই হাজার টাকার নোটের পরিবর্তে এবার 200 ও 50 টাকার জালনোট ৷ পুলিশি অভিযানে 200 ও 50 টাকার হলুদ আর নীল রঙের জালনোটসহ ধরা পড়ল দু'জন৷ গতকাল ইংরেজবাজার ও বৈষ্ণবনগরে হানা দিয়ে 1 লাখ 70 হাজার টাকার জালনোট উদ্ধার করে পুলিশ ৷

গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সন্ধ্যায় ইংরেজবাজার থানার পুলিশ শহরের ঝলঝলিয়ায় অভিযান চালায় ৷ সেখানে এক নোট পাচারকারীসহ 200 টাকার ছ'শোটি জালনোট উদ্ধার করা হয় ৷ ওই পাচারকারীকে জিজ্ঞাসাবাদ করে রাতেই বৈষ্ণবনগরে হানা দিয়ে 50 টাকার হাজারটি জালনোটসহ আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ ৷ ধৃতরা হল রাজা সিং পাল ওরফে রাজ (44) ও কাফিকুল শেখ (27) ৷ রাজ মধ্যপ্রদেশের গোয়ালিয়রের বীণানগরের বাসিন্দা ৷ কাফিকুল মালদার বৈষ্ণবনগরের শবদলপুরের বাসিন্দা ৷ ধৃতদের বিরুদ্ধে ভারতীয় আইনের 489 (বি) ও (সি) ধারায় মামলা রুজু করেছে পুলিশ ৷

মালদা
আদালতের পথে ধৃত দুই জালনোট পাচারকারী

আরও পড়ুন : পুজোর বাজার সেরে ফেরার পথে ছিনতাই, গ্রেপ্তার 4

জেলার অতিরিক্ত পুলিশ সুপার দীপক সরকার বলেন, “মালদা শহরের ঝলঝলিয়ায় জালনোট পাচার হওয়ার খবর ছিল ৷ তার ভিত্তিতে ইংরেজবাজার থানার পুলিশ ঝলঝলিয়ায় হানা দেয় ৷ পাচারকারীকে শনাক্ত করে তার হেপাজত থেকে জালনোটগুলো বাজেয়াপ্ত করা হয় ৷ ওই পাচারকারীকে জিজ্ঞাসাবাদ করে জালনোট পাচারচক্রের হদিশ মেলে ৷ তার থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৈষ্ণবনগরে হানা দিয়ে আরও এক জালনোট পাচারকারীকে গ্রেপ্তার করা হয় ৷ এর আগে 50 ও 200 টাকার জালনোট উদ্ধার হয়েছে বলে মনে হয় না ৷ জালনোটের কারবার রুখতে জেলা পুলিশ প্রশাসন আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে ৷”

Intro:মালদা, ১৩ সেপ্টেম্বরঃ জালনোট কারবারীদের নতুন ছক সামনে এল মালদায়। সবুজ কিংবা গোলাপী নয়, এবার জালনোট কারবারীদের নকশায় হলুদ আর নীল নোট। ৫০০ ও ২০০০ টাকার নোটের পরিবর্তে এবার মালদায় ধরা পড়ল ২০০ ও ৫০ টাকার জালনোট। জেলায় তো বটেই সম্ভবত দেশেও প্রথম ২০০ ও ৫০ টাকার জালনোট উদ্ধারের ঘটনা ঘটল। গতকাল ইংরেজবাজার ও বৈষ্ণবনগরে হানা দিয়ে ১ লক্ষ ৭০ হাজার টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ভিন রাজ্যের এক ব্যক্তি সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের ৭ দিনের পুলিশি হেপাজতের আবেদনে আজ মালদা জেলা আদালতে তোলা হয়েছে।Body:গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সন্ধেয় ইংরেজবাজার থানার পুলিশ মালদা শহরের ঝলঝলিয়ায় হানা দেয়। ঝলঝলিয়ায় এক জালনোট পাচারকারীর হেপাজত থেকে ২০০ টাকার ৬০০টি জাল নোট উদ্ধার করা হয়। ওই পাচারকারীকে জিজ্ঞাসাবাদ করে রাতেই বৈষ্ণবনগর থানার পুলিশের সহযোগিতায় হানা দিয়ে ৫০ টাকার হাজারটি জালনোট সহ আরেক পাণ্ডাকে গ্রেফতার করা হয়। ধৃত দুই পাচারকারীর নাম রাজা সিং পাল ওরফে রাজ (৪৪) ও কাফিকুল শেখ (২৭)। রাজার বাড়ি মধ্যপ্রদেশের গোয়ালিয়রের বীনানগরে ও কাফিকুল মালদা জেলার বৈষ্ণবনগরের শবদলপুরের বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় আইনের ৪৮৯ (বি) ও ৪৮৯ (সি) ধারায় মামলা রুজু করে আজ মালদা জেলা আদালতে তোলা হয়েছে।Conclusion:ঘটনাপ্রসঙ্গে মালদা জেলার অতিরিক্ত পুলিশ সুপার দীপক সরকার জানান, “মালদা শহরের ঝলঝলিয়ায় জাল টাকার পাচার হওয়ার খবর ছিল আমাদের কাছে। সেই খবরের ভিত্তিতে ইংরেজবাজার থানার পুলিশ ঝলঝলিয়ায় হানা দেয়। পাচারকারীকে শনাক্ত করে তার হেপাজত থেকে ২০০ টাকার ৬০০টি জাল নোট বাজেয়াপ্ত করা হয়। ওই পাচারকারীকে জিজ্ঞাসাবাদ করে জালনোট পাচারচক্রের আরও হদিশ মেলে। সেই তথ্য অনুযায়ী বৈষ্ণবনগরে হানা দিয়ে আরও এক জালনোট চক্রের পাণ্ডাকে গ্রেফতার করা হয়। তার হেপাজত থেকে ৫০ টাকার হাজারটি জাল নোট বাজেয়াপ্ত করা হয়েছে। এর আগে ৫০ ও ২০০ টাকার জালনোট উদ্ধার হয়েছে বলে মনে হয় না। জালনোটের কারবার রুখতে জেলা পুলিশ প্রশাসন আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে।”
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.