মালদা, 13 সেপ্টেম্বর : 500 ও দুই হাজার টাকার নোটের পরিবর্তে এবার 200 ও 50 টাকার জালনোট ৷ পুলিশি অভিযানে 200 ও 50 টাকার হলুদ আর নীল রঙের জালনোটসহ ধরা পড়ল দু'জন৷ গতকাল ইংরেজবাজার ও বৈষ্ণবনগরে হানা দিয়ে 1 লাখ 70 হাজার টাকার জালনোট উদ্ধার করে পুলিশ ৷
গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সন্ধ্যায় ইংরেজবাজার থানার পুলিশ শহরের ঝলঝলিয়ায় অভিযান চালায় ৷ সেখানে এক নোট পাচারকারীসহ 200 টাকার ছ'শোটি জালনোট উদ্ধার করা হয় ৷ ওই পাচারকারীকে জিজ্ঞাসাবাদ করে রাতেই বৈষ্ণবনগরে হানা দিয়ে 50 টাকার হাজারটি জালনোটসহ আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ ৷ ধৃতরা হল রাজা সিং পাল ওরফে রাজ (44) ও কাফিকুল শেখ (27) ৷ রাজ মধ্যপ্রদেশের গোয়ালিয়রের বীণানগরের বাসিন্দা ৷ কাফিকুল মালদার বৈষ্ণবনগরের শবদলপুরের বাসিন্দা ৷ ধৃতদের বিরুদ্ধে ভারতীয় আইনের 489 (বি) ও (সি) ধারায় মামলা রুজু করেছে পুলিশ ৷
আরও পড়ুন : পুজোর বাজার সেরে ফেরার পথে ছিনতাই, গ্রেপ্তার 4
জেলার অতিরিক্ত পুলিশ সুপার দীপক সরকার বলেন, “মালদা শহরের ঝলঝলিয়ায় জালনোট পাচার হওয়ার খবর ছিল ৷ তার ভিত্তিতে ইংরেজবাজার থানার পুলিশ ঝলঝলিয়ায় হানা দেয় ৷ পাচারকারীকে শনাক্ত করে তার হেপাজত থেকে জালনোটগুলো বাজেয়াপ্ত করা হয় ৷ ওই পাচারকারীকে জিজ্ঞাসাবাদ করে জালনোট পাচারচক্রের হদিশ মেলে ৷ তার থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৈষ্ণবনগরে হানা দিয়ে আরও এক জালনোট পাচারকারীকে গ্রেপ্তার করা হয় ৷ এর আগে 50 ও 200 টাকার জালনোট উদ্ধার হয়েছে বলে মনে হয় না ৷ জালনোটের কারবার রুখতে জেলা পুলিশ প্রশাসন আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে ৷”