মালদা, 9 এপ্রিল : লকডাউনে নাকা চেকিং ভেঙে, পুলিশের গাড়িকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করে ব্যর্থ হল একটি লরি ৷ ঘটনাটি হরিশ্চন্দ্রপুরের বাংলা-বিহার সীমান্তের । লরিটিকে আটক করা হলেও, চালক পলাতক ৷ তার খোঁজে পুলিশি তল্লাশি জারি রয়েছে ৷
লকডাউনে আন্তঃরাজ্য সীমান্তে কড়া প্রহরায় রয়েছে জেলা পুলিশ ৷ গতকাল দুপুরে হরিশ্চন্দ্রপুরের কুশিদার বাংলা-বিহার সীমান্তে নাকা চেকিং ভাঙে একটি লরি ৷ সঙ্গে সঙ্গে নাকা চেকিংয়ে থাকা কর্তব্যরত পুলিশকর্মীরা ওই লরির পিছু নেন । এরপর হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটা বাসস্ট্যান্ডের কাছে পুলিশের গাড়িতেও ধাক্কা মারে লরিটি ৷ শেষে তিনডাঙি গ্রামে লরিটিকে ছেড়ে পালায় গাড়ির চালক । পরে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এসে ওই লরিটিকে বাজেয়াপ্ত করে ৷
হরিশ্চন্দ্রপুর থানার IC সঞ্জয় কুমার দাস বলেন, " একটি গ্রাম থেকে লরিটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে ৷ আটক হওয়া লরিতে কোনও পণ্য ছিল না ৷ লরির চালক পলাতক ৷ ওই লরির চালকের খোঁজে পুলিশি তল্লাশি জারি রয়েছে ৷"