ETV Bharat / state

TMC Factionalism in Malda: পঞ্চায়েত নির্বাচনের আগে ঘরোয়া কোন্দলে জেরবার মালদা তৃণমূল

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগে ঘরোয়া কোন্দলে জেরবার মালদা জেলা তৃণমূল কংগ্রেস (TMC Factionalism in Malda)৷ বিধায়ক নীহাররঞ্জন ঘোষের বিরুদ্ধে তোপ দাগলেন চাঁচলের (Malda News) তৃণমূল জেলা পরিষদ সদস্য সামিউল ইসলাম ৷

tmc-factionalism-in-malda-ahead-of-panchayat-election
পঞ্চায়েত নির্বাচনের আগে ঘরোয়া কোন্দলে জেরবার মালদা তৃণমূল
author img

By

Published : Nov 9, 2022, 12:19 PM IST

Updated : Nov 9, 2022, 2:07 PM IST

মালদা, 9 নভেম্বর: এগিয়ে আসছে পঞ্চায়েত ভোট (Panchayat Election)৷ ইডি-সিবিআইয়ের দাপটে অস্বস্তিতে রাজ্যের শাসকদল ৷ তবে মালদা (Malda News) জেলায় পরিস্থিতিটা আরও ঘোরালো ৷ বিভিন্ন ইস্যুতে দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, আদালত পর্যন্তও তার কিছু গড়িয়েছে ৷ সে সব ঝামেলা তো রয়েছেই, তার থেকেও বেশি ঝামেলা পোহাতে হচ্ছে দলের অন্দরে (TMC Factionalism in Malda)৷ হরিশ্চন্দ্রপুর, রতুয়া, কালিয়াচক ছাড়িয়ে সেই কোন্দল ধাক্কা দিয়েছে চাঁচল তৃণমূলের দরজায় ৷ একদিকে জেলা পরিষদ সদস্য, অন্যদিকে বিধায়ক ৷ দুই তৃণমূল নেতার কাজিয়া তারিয়ে উপভোগ করছে বিরোধীরা ৷ ভোটাররাও ৷

এ বার দলীয় বিধায়কের বিরুদ্ধে বারুদে আগুন ধরিয়েছেন চাঁচলের তৃণমূল জেলা পরিষদ সদস্য সামিউল ইসলাম ৷ তাঁর বক্তব্য, “চাঁচলের বিধায়ক পরিযায়ী ৷ বাইরে থেকে এসে এখানে জুড়ে বসেছেন ৷ বিধানসভা ভোটের আগে আমি আইপ্যাকের নির্দেশে এই এলাকাকে সাজিয়েছিলাম ৷ জমি চাষ করে ফসল লাগালাম ৷ আর সেই জমির ফসল অন্য কেউ কেটে নিয়ে যাবে, তা আমরা হতে দেব না ৷ বিধায়ক নীহার ঘোষের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে ৷ ভাড়া বাড়িতে থেকে তিনি কয়েকজন ঠিকাদার নিয়ে দল পরিচালনা করছেন ৷ অঞ্চল কিংবা ব্লক কমিটি গঠনের ক্ষেত্রে স্থানীয় নেতাদের গুরুত্ব দিচ্ছেন না ৷ প্রকাশ্যেই বলছেন, স্থানীয়রা কোনও নেতাই নন ৷ 2014 সাল থেকে এই দলটা করছি ৷ পরিযায়ী বিধায়কের এমন কাজকর্ম মেনে নিতে পারছি না ৷ আমি জেলা সভাপতিকে আমার লিখিত অভিযোগ জানিয়েছি ৷ দলনেত্রী আর সর্বভারতীয় সম্পাদককেও বিষয়টি লিখিতভাবে জানাব ৷”

এ দিকে, বিধায়ক নীহাররঞ্জন ঘোষ বলছেন, “গত বিধানসভা নির্বাচনে বিরোধীদের কাছে কোনও কিছুর বিনিময়ে যিনি বিক্রি হয়ে গিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট করেছিলেন, তাঁর মুখে এ সব কথা শোভা পায় না ৷ ব্লক কিংবা জেলা কমিটিতে তো আরও নেতৃত্ব রয়েছেন ৷ তাছাড়া এখন তো অঞ্চল কিংবা ব্লক কমিটিই তৈরি হয়নি ৷ এ সব ভিত্তিহীন অভিযোগ করে দলকে আরও বিপদে ফেলা হচ্ছে ৷ দলের মধ্যে ভেদাভেদ তৈরি করা হচ্ছে ৷ এতদিন তাঁরা চাঁচলে তৃণমূলের কোনও বিধায়ক দিতে পারেননি ৷ এমনকী গত পঞ্চায়েত ভোটে চাঁচল 1 নম্বর ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটি অথবা দুটিতে তৃণমূল জিতেছিল ৷ এখনও পর্যন্ত চাঁচল 1 নম্বর পঞ্চায়েত সমিতি বিরোধীদের দখলে ৷ তিনি যদি অনেক বড় সংগঠকই হন, তবে এতদিন দলকে এখানে প্রতিষ্ঠা দিতে পারেননি কেন ?”

আরও পড়ুন: পার্টি অফিস দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব শীতলকুচিতে

পঞ্চায়েত ভোটের আগে শাসকদলের ঘরের কাজিয়া তারিয়ে উপভোগ করছে বিজেপি ৷ পদ্ম শিবিরের জেলা নেতা অম্লান ভাদুড়ি বলছেন, “পঞ্চায়েত ভোট এগিয়ে আসছে ৷ পঞ্চায়েত দখল করতে না পারলে তৃণমূলের সব যাবে ৷ পঞ্চায়েতগুলো এখন চোরের পঞ্চায়েতে পরিণত হয়েছে ৷ পঞ্চায়েতের প্রতিটি ক্ষেত্রে চুরি চলছে ৷ তাই পঞ্চায়েত ভোটে কে কত টাকা দিয়ে টিকিট পাবে, তা নিয়ে এখন ওদের মধ্যে ঝামেলা ৷ এদের মধ্যে কেউ কেউ টিকিট পাবে, অনেকে পাবে না ৷ তাই ওদের মধ্যে ঝামেলা শুরু হয়েছে ৷”

পঞ্চায়েত নির্বাচনের আগে ঘরোয়া কোন্দলে জেরবার মালদা তৃণমূল

জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বকসি জানিয়েছেন, এ নিয়ে তিনি সামিউল ইসলামের সঙ্গে কথা বলবেন ৷ তাঁর কী বক্তব্য, তা শোনা হবে ৷

মালদা, 9 নভেম্বর: এগিয়ে আসছে পঞ্চায়েত ভোট (Panchayat Election)৷ ইডি-সিবিআইয়ের দাপটে অস্বস্তিতে রাজ্যের শাসকদল ৷ তবে মালদা (Malda News) জেলায় পরিস্থিতিটা আরও ঘোরালো ৷ বিভিন্ন ইস্যুতে দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, আদালত পর্যন্তও তার কিছু গড়িয়েছে ৷ সে সব ঝামেলা তো রয়েছেই, তার থেকেও বেশি ঝামেলা পোহাতে হচ্ছে দলের অন্দরে (TMC Factionalism in Malda)৷ হরিশ্চন্দ্রপুর, রতুয়া, কালিয়াচক ছাড়িয়ে সেই কোন্দল ধাক্কা দিয়েছে চাঁচল তৃণমূলের দরজায় ৷ একদিকে জেলা পরিষদ সদস্য, অন্যদিকে বিধায়ক ৷ দুই তৃণমূল নেতার কাজিয়া তারিয়ে উপভোগ করছে বিরোধীরা ৷ ভোটাররাও ৷

এ বার দলীয় বিধায়কের বিরুদ্ধে বারুদে আগুন ধরিয়েছেন চাঁচলের তৃণমূল জেলা পরিষদ সদস্য সামিউল ইসলাম ৷ তাঁর বক্তব্য, “চাঁচলের বিধায়ক পরিযায়ী ৷ বাইরে থেকে এসে এখানে জুড়ে বসেছেন ৷ বিধানসভা ভোটের আগে আমি আইপ্যাকের নির্দেশে এই এলাকাকে সাজিয়েছিলাম ৷ জমি চাষ করে ফসল লাগালাম ৷ আর সেই জমির ফসল অন্য কেউ কেটে নিয়ে যাবে, তা আমরা হতে দেব না ৷ বিধায়ক নীহার ঘোষের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে ৷ ভাড়া বাড়িতে থেকে তিনি কয়েকজন ঠিকাদার নিয়ে দল পরিচালনা করছেন ৷ অঞ্চল কিংবা ব্লক কমিটি গঠনের ক্ষেত্রে স্থানীয় নেতাদের গুরুত্ব দিচ্ছেন না ৷ প্রকাশ্যেই বলছেন, স্থানীয়রা কোনও নেতাই নন ৷ 2014 সাল থেকে এই দলটা করছি ৷ পরিযায়ী বিধায়কের এমন কাজকর্ম মেনে নিতে পারছি না ৷ আমি জেলা সভাপতিকে আমার লিখিত অভিযোগ জানিয়েছি ৷ দলনেত্রী আর সর্বভারতীয় সম্পাদককেও বিষয়টি লিখিতভাবে জানাব ৷”

এ দিকে, বিধায়ক নীহাররঞ্জন ঘোষ বলছেন, “গত বিধানসভা নির্বাচনে বিরোধীদের কাছে কোনও কিছুর বিনিময়ে যিনি বিক্রি হয়ে গিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট করেছিলেন, তাঁর মুখে এ সব কথা শোভা পায় না ৷ ব্লক কিংবা জেলা কমিটিতে তো আরও নেতৃত্ব রয়েছেন ৷ তাছাড়া এখন তো অঞ্চল কিংবা ব্লক কমিটিই তৈরি হয়নি ৷ এ সব ভিত্তিহীন অভিযোগ করে দলকে আরও বিপদে ফেলা হচ্ছে ৷ দলের মধ্যে ভেদাভেদ তৈরি করা হচ্ছে ৷ এতদিন তাঁরা চাঁচলে তৃণমূলের কোনও বিধায়ক দিতে পারেননি ৷ এমনকী গত পঞ্চায়েত ভোটে চাঁচল 1 নম্বর ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটি অথবা দুটিতে তৃণমূল জিতেছিল ৷ এখনও পর্যন্ত চাঁচল 1 নম্বর পঞ্চায়েত সমিতি বিরোধীদের দখলে ৷ তিনি যদি অনেক বড় সংগঠকই হন, তবে এতদিন দলকে এখানে প্রতিষ্ঠা দিতে পারেননি কেন ?”

আরও পড়ুন: পার্টি অফিস দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব শীতলকুচিতে

পঞ্চায়েত ভোটের আগে শাসকদলের ঘরের কাজিয়া তারিয়ে উপভোগ করছে বিজেপি ৷ পদ্ম শিবিরের জেলা নেতা অম্লান ভাদুড়ি বলছেন, “পঞ্চায়েত ভোট এগিয়ে আসছে ৷ পঞ্চায়েত দখল করতে না পারলে তৃণমূলের সব যাবে ৷ পঞ্চায়েতগুলো এখন চোরের পঞ্চায়েতে পরিণত হয়েছে ৷ পঞ্চায়েতের প্রতিটি ক্ষেত্রে চুরি চলছে ৷ তাই পঞ্চায়েত ভোটে কে কত টাকা দিয়ে টিকিট পাবে, তা নিয়ে এখন ওদের মধ্যে ঝামেলা ৷ এদের মধ্যে কেউ কেউ টিকিট পাবে, অনেকে পাবে না ৷ তাই ওদের মধ্যে ঝামেলা শুরু হয়েছে ৷”

পঞ্চায়েত নির্বাচনের আগে ঘরোয়া কোন্দলে জেরবার মালদা তৃণমূল

জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বকসি জানিয়েছেন, এ নিয়ে তিনি সামিউল ইসলামের সঙ্গে কথা বলবেন ৷ তাঁর কী বক্তব্য, তা শোনা হবে ৷

Last Updated : Nov 9, 2022, 2:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.